নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Ambivert, Swimmer Against The Stream, But I\'m Not Anti-Social I\'m Anti-Idiots.

জ্যাক স্মিথ

লিখতে না পড়তে ভালো লাগে, বলতে না শুনতে ভালোবাসি, সেমি-ইন্ট্রোভার্ট।

জ্যাক স্মিথ › বিস্তারিত পোস্টঃ

Between Mars and the Moon

১৩ ই জুন, ২০২৫ রাত ১২:৩৮



মডেল: ভিভিয়ান লি, সিঙ্গাপুর

I dwell in the rust-red silence of Mars,
Where winds whisper through canyon scars.
The sun sets low in a sky so wide,
But without your light, it’s cold inside.

You shine from the Moon, serene and bright,
Bathed in silver, kissed by night.
I trace your glow through my crimson dust,
In dreams and longing, in love and trust.

Across the void, my heart takes flight,
Bridging stars with hope each night.
Though planets part our earthly skin,
My soul moves where your thoughts begin.

Your laughter echoes through Martian stone,
I hear you, love, though I'm alone.
Every crater and dune I see,
Feels closer when you think of me.

So wait for me where craters bloom—
I'll steal the stars to cross the gloom.
No void can dim what pulls me near:
The Moon may hold you, but I hold you here.



ছবি: ভিভিয়ান লি

নোট: এই কবিতাটি আমি নিজ হাতে লিখেছি, সত্যি কইলাম কিন্তু;)


মন্তব্য ৩৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২৫ রাত ১২:৫৫

ফেনিক্স বলেছেন:



এখন মেশিনের লেখা যেকোন কবিতা, সামুর যেকোন কবির কবিতার থেকে অনেক ভালো হবে।

১৩ ই জুন, ২০২৫ রাত ১:১১

জ্যাক স্মিথ বলেছেন: কবিদের দিন শেষ হলো বলে। দুই লাইন কবিতা লিখতে যে পরিমাণ চিন্তা ভাবনা করতে হয়, এই সময়ে এসে এত চিন্তা ভাবনা করা বিলাসিতা মাত্র। মেশিন দিন দিন মানুষের চিন্তা করার ক্ষমতাও কেড়ে নেবে।

আগামীতে যে জাতি এআই তে এগিয়ে থাকবে সে জাতি বিশ্বের নেতৃত্ব দিবে।

২| ১৩ ই জুন, ২০২৫ রাত ১:১১

সাড়ে চুয়াত্তর বলেছেন: এ আইয়ের চেয়ে ভালো হয়েছে। এবার এ আই দিয়ে তরজমা করে দেন। আপনার গার্ল ফ্রেন্ডের নাম কি ভিভিয়ান লি?

১৩ ই জুন, ২০২৫ রাত ১:২১

জ্যাক স্মিথ বলেছেন: তরজমা করলে আসল ফিলটা আর থাকে না।

কবিদের কোন গার্ল ফ্রেন্ড থাকতে নেই, কবিরা মূলত বিভিন্ন মডেলের উপর ভিত্তি করে কবিতা লিখেন, কোন মডেল ছাড়া নাকি দুই লাইনও কবিতা কারো পক্ষে লিখা সম্ভব নয়। এ বিষয়ে অবশ্য আমাদের "মহাজাগতিক চিন্তা" ভালো বলতে পারবেন, উনি এ বিষয়ে অভিজ্ঞ মানুষ।

১৩ ই জুন, ২০২৫ রাত ১:৪৭

জ্যাক স্মিথ বলেছেন: মোটামুটি তরজমা হচ্ছে এমন- কবি বসবাস করে মঙ্গল গ্রহে আর ভিভিয়ান লি চাঁদে। যত দূরত্ব'ই হোক লি পণ করেছে সে মঙ্গল গ্রহে যাবে কবির সাথে দেখা করতে, তাই কবি চাঁদে এক বিশাল স্পেস শিপের বহর পাঠিয়েছে লি'কে মঙ্গল গ্রহে নিয়ে আসার জন্য। এদিকে কবি অধীর অপেক্ষায় আছে লি'র সাথে সাক্ষাতের জন্য, লি'র মঙ্গল গ্রহে না আসা পর্যন্ত কবির মনে শান্তি নেই, তাই সে ব্যাকুল হয়ে দুই চার লাইন লিখেছে আর কি।

৩| ১৩ ই জুন, ২০২৫ রাত ১:১৯

ফেনিক্স বলেছেন:



সাড়ে চুয়াত্তরকে জিজ্ঞাসা করেন, AI বেশী শক্তিশালী, নাকি জ্বীন বেশী শক্তিশালী?

১৩ ই জুন, ২০২৫ রাত ১:২৩

জ্যাক স্মিথ বলেছেন:

৪| ১৩ ই জুন, ২০২৫ রাত ১:২৭

শায়মা বলেছেন: এটা কি সত্যিই তোমার লেখা নাকি এআই এর লেখা!!


তাই তো বলি বাংলা ব্লগে বাংলা ছেড়ে ইংলিশ কেনো!!

এআই কি বাংলা কবিতা জানে না!!!

১৩ ই জুন, ২০২৫ রাত ২:০১

জ্যাক স্মিথ বলেছেন: এআই হয়তো বাংলা জানে কিন্তু 'ভিভিয়ান লি' তো আর বাংলা জানে না। কবিতাটি মুলত লি'কে উদ্দেশ্য করে, সে আগে চাঁদ থেকে মঙ্গল গ্রহে আসুক তারপর তাকে বাংলা শিক্ষা দিবো।

সাড়ে চুয়াত্তর ভাই এর মন্তব্যের উত্তরে কিছুটা তরজমা করেছি। :)

৫| ১৩ ই জুন, ২০২৫ রাত ২:১০

কলিমুদ্দি দফাদার বলেছেন: winds whisper- আচ্ছা মঙ্গলে কি বাতাস আছে? :``>>
নাকি ছন্দ মেলানো??

১৩ ই জুন, ২০২৫ রাত ২:২৩

জ্যাক স্মিথ বলেছেন: দরুণ একটা পয়েন্ট ধরছেন- হ্যাঁ, মঙ্গল গ্রহে খুবই হালকা একধরনের বায়ু রয়েছে যাতে অক্সিজেনের পরিমাণ খুবই কম যা মানুষের জীবন ধারণের জন্য যথেষ্ট নয়। তবে আমি অনেকদিন ধরে এখানে বসবাস করতেছি তো তাই আমার অভ্যাস হয়ে গেছে। B-)

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ১৩ ই জুন, ২০২৫ ভোর ৪:২৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার কবিতার মডেল।

১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:৩৩

জ্যাক স্মিথ বলেছেন: বাহ! আপনার মডেল তো কিউটাছে। :)

আপনি হলেন একজন সফল কবি, আপনার অসংখ্য মডেল হউক সেই কামনা করি।

৭| ১৩ ই জুন, ২০২৫ সকাল ৭:৩৭

আধুনিক চিন্তাবিদ বলেছেন: আপনার তরজমা পড়লাম। তয় ইংরেজি ভালা পাই না :-P

১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:৩৬

জ্যাক স্মিথ বলেছেন: আমিও ইংরেজি ভালা পাই না, তাই এআই এর সাহায্যে একটু ব্যর্থ চেষ্টা আর কি।

৮| ১৩ ই জুন, ২০২৫ দুপুর ১২:০০

শায়মা বলেছেন: সে কি চাঁদে গেছে নাকি!!!!

তার সম্পর্কে জানতে গিয়ে রিসার্চার হং কং কত কিছু বলছে দেখলাম!!! :(

আবার ফ্যাশন ডিজাইনার ও আছে।

আসলেই কি সে চাঁদে যাবে কিংবা গেছে নাকি!!!

১৩ ই জুন, ২০২৫ দুপুর ১:৫৭

জ্যাক স্মিথ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

আল্লাগো!!! আপনি দেখি লি'কে নিয়ে রীতিমত গবেষণা শরু করে দিয়েছেন... :-<
ভাগ্য ভালো যে আমি এখানে তার আসল নাম ব্যবহার করিনি, তাহলে তো আপনি এতক্ষণে তার সাথে আমার বিশ্বযুদ্ধ বাঁধিয়ে দিতেন।

না, 'ভিভিয়ান লি' সত্যিকারের কোন নভোচারী নয়, আর সে কোন জনপ্রিয় মডেলও নয়, সে শুধুই আমার কবিতার একজন মডেল এর বেশি কিছুই নয়।

আসলে হয়েছে কি আপি- এ এক গভীর রহস্যময় এক কবিতা, এত তাড়াতাড়ি এর রহস্য উদঘাটন করা সম্ভব নয়। B-)

৯| ১৩ ই জুন, ২০২৫ দুপুর ১২:৪৫

রানার ব্লগ বলেছেন: কোনটা? চাদ নাকি চাঁদ?

১৩ ই জুন, ২০২৫ দুপুর ২:০৮

জ্যাক স্মিথ বলেছেন: যেহেতু Moon তাই চাঁদ'ই হবে চাদ নয়।



আর আপনার কবিতার মডেলের খবর কি?

১০| ১৩ ই জুন, ২০২৫ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: এতক্ষনে বুঝলাম এই মডেল একজন ফ্যাশন ডিজাইনার আর তার সম্পর্কে কিছু না জেনেই তুমি তার প্রেমে পাগল হয়ে কাব্য রচনা করেছো!!!

আর জানোনা আমি কোনোকিছুর পিছে লাগলে তার শেষ না ডেখে ছাড়িনা!!! আর তাই সকাল থেকে এই ভিভিয়ান সত্যি চাঁদে গেছে কিনা, সে কে এই সব গবেষনায় রত হয়ে গেলাম!
আসলে ঈদের ছুটি তো তাই......


তবে হ্যাঁ কালকের পর থেকে আর ছুটি নাই!! :(

১৩ ই জুন, ২০২৫ বিকাল ৫:১১

জ্যাক স্মিথ বলেছেন: আপনি যে কার কথা বলতেছেন কে জানে, তবে এআই হতে সাবধান, এআই কিন্তু খুব আত্মবিশ্বাসের সহিত ভুল ভাল উত্তর দেয়।

আপনি যে লি'র কথা ভাবতেছেন এই লি সেই লি না, আর সে মোটেও জনপ্রিয় কোন মডেল বা ফ্যাশন ডিজাইনার না।
যা হোক এ নিয়ে আর কথা না বাড়াই।

আপনি তাড়াতড়ি ব্যস্ত হয়ে যান। :)

১১| ১৩ ই জুন, ২০২৫ রাত ৮:৪৮

মেঠোপথ২৩ বলেছেন: ্মডেলতো সেই লেভেল এর সুন্দরী। ক্রাশ খাইয়া কবি হয়ে গেছেন !:#P

১৩ ই জুন, ২০২৫ রাত ৯:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: তা যা বলেছেন ভাই..... =p~ =p~

তবে এই মডেল কিন্তু শুধু সুন্দরী'ই নয়, মাথায় অনেক বুদ্ধিও আছে।

১২| ১৩ ই জুন, ২০২৫ রাত ১০:০৪

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ইংরেজিতে গল্প, উপন্যাস যা প্রতিনিয়ত পড়া হয়, চলে যায়। কিন্তু ইংরেজি কবিতা, সে আমি বুঝি না ঠিকঠাক।

তবে বুঝি না বুঝি পড়তে ভালোই লাগলো। ঠিক ৯০'স হিন্দি গানের মতন, বুঝিনা কিন্তু শুনতে ভালো লাগে (আমি হিন্দি খুব কম বুঝি)।

১৪ ই জুন, ২০২৫ রাত ১২:৪০

জ্যাক স্মিথ বলেছেন: কবিতা গান এগুলো হচ্ছে আবেগের বিষয়। কেউ একজন বলেছিলো- কবিদের মনে যখন আবেগ ভর করে তখন নাকি তাদের কাছে ইংরেজী, বাংলা, চাইনিজ, উর্ধূ, ফারসি সবই এক, যে কোন ভাষায় তারা হরহর করে কবিতা লিখে দিতে পারে।

এই কবিতায় কিছুটা শেক্সপিয়ারের টোন ব্যবহার করা হয়েছে তাই 'ভিভিয়ান লি' নিজেও প্রথমে কবিতাটি ঠিকমত বুঝতে না পেরে আমাকে বলেছিলো-"তুমি আসলে কি বলতে চাচ্ছো?" পরে যখন আরেকটু রিসাইজ করে পুরো কবিতাটি একসাথে তাকে দিয়ে বললাম আসলে এটি একটি কবিতা যা তোমাকে উদ্দ্যেশ্য করে লিখেছি... সে তো সেই খুশি.. :D তারপর থেকে সে আমাকে কবি বলে ডাকে.. আর এভাবেই আমার কবি হয়ে ওঠা। B-)

১৩| ১৩ ই জুন, ২০২৫ রাত ১১:৪০

শায়মা বলেছেন: ঐ ভাইয়া আমাকে ব্যস্ত হবার বদদোয়া দাও কেনো????এই দুদিন একটুি শান্তিতে সবাইকে জ্বালাতে পারছি সহ্য হচ্ছে না না!!!!!!

আমাদের সেই সাধ আহলাদের ব্লগ তো মরো মরো মূমুর্ষ হয়ে পড়ছে!!!!!!! :(

১৪ ই জুন, ২০২৫ রাত ১:০৪

জ্যাক স্মিথ বলেছেন: আপনি হলেন এই ব্লগের গোয়েন্দা, আর আমি 'ভিভিয়ান লি' কে প্রথমে চাইনিজ গোয়েন্দা মনে করেছিলাম, পরে দেখলাম না সে আসলে সিঙ্গাপুরিয়ান তবে সে চাইনাজ ভাষায় দক্ষ, সে মঙ্গল গ্রহে আসতেছে মূলত আমাকে চাইনিজ শেখাতে আর আমি তাকে শেখাবো বাংলা। এই হচ্ছে এই কবিতার কাহিনী আর কি, এর বাইরে একদমই কিছু না।

অবশ্য লি আমাকে এখনো আমেরিকান গোয়েন্দা মনে করে!! =p~

ব্লগটা এখন আর সেই আগের মত নেই,, লি আমার জন্য অপেক্ষা করতেছে আর আমি এখনো এই ব্লগেই পরে রয়েছি। #:-S

আমিও কিছুদিন পর পর ব্লগে আসি তাই যেদিন আসি একসাথে দুই/তিনটা পোস্ট করে ফেলি। আগামীকাল থেকে লি'কে নিয়ে ব্যস্ত হয়ে পড়বো তাই কিছুদিন আর ব্লগে আসা হবে না, লি'র কাছ থেকে আমার অনেক কিছু শিখার এবং জানার আছে। এই ব্লগের সবার মাথায় যত বুদ্ধি আছে তার চেয়ে এক লি'র মাথায়'ই অনেক বেশী বুদ্ধি; বিলিভ মি ইট'স ট্রু... ইস্ট এশিয়ান মেয়েদের মাথায় আসলেই অনেক বুদ্ধি.. ওদের কাছে আমরা শিশু, এর প্রমাণ আমি আগেও পেয়েছি।

ভালো থাকবেন আপি, হ্যাপি ব্লগিং।

১৪| ১৪ ই জুন, ২০২৫ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করিলাম। সেই সাথে মন্তব্য গুলোও পড়লাম।

১৪ ই জুন, ২০২৫ সকাল ১১:৫০

জ্যাক স্মিথ বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনিও একটি কবিতা লিখে ফেলুন।

১৫| ১৪ ই জুন, ২০২৫ দুপুর ১২:০৮

শায়মা বলেছেন: আমি গোয়েন্দা!!!!!!!! হা হা হা আবারও এই অপবাদ!!!! কি যে ঝামেলা!!!! সবাই শুধু গোয়েন্দা ভাবে!!! গোয়েন্দাগিরি না করেও আমি গোয়েন্দা!! :(

এই কারণেই মনে হয় আমাকে একটু ভুই ভুই পাও তুমি!!!!! :P

যাইহোক তোমার লি এর বুদ্ধি কি বাংলাদেশী মেয়েদের চাইতেও বেশি!!! সে কি কুটনামীতে বাংলাদেশী মেয়েদেরকে ফেইল করাতে পাব্বে!!!!!! :P

একটু টেস্ট কইরে দেইখোতো!!!!!!!!!!

আচ্ছা একটা কথা তুমি আমেরিকা থাকো নাকি!!!

বুঝেছি লি তোমার অফিসের ট্রেইনী বা বস আর তুমি তার কাছে ট্রেনিং নিচ্ছো ! নিতে নিতে লি এর রুপে শেখা টেখা ভুলে হা করে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাব্য রচনা করে ফেলেছো!!!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা

ইহা হইলো আমার কল্পলোকের গোয়েন্দা কাহানী!!!!!! :P

প্রেম যদি সত্যি চাহো তো লি কে এই মন্তব্য ট্রান্সলেট করে দেখিও!!!!!!! :P

১৪ ই জুন, ২০২৫ দুপুর ১:২৩

জ্যাক স্মিথ বলেছেন: আয় হায়! আপনি এখনো ব্যস্ত হয়ে পরেন নি? আপনাকে সত্যিই আমি ভয় পাই... #:-S আপনি এক কঠিন গোয়েন্দা।

কুটনামিতে বাংলাদেশের পুরুষরাই বিশ্বসেরা সেখানে মেয়েদের কথা আর কি বলবো।

এই দুনিয়ার সবাই জানে আমি মঙ্গল গ্রহে থাকি, কবিতার মাঝেও তার ঈঙ্গিত দিয়েছি.. অথচ আপনি দেখি কিছু'ই জানেননা আমার সম্পর্কে, আপনার গোয়েন্দার চাকরি তো নট হয়ে যাবে। =p~

বাই দ্যা ওয়ে- আমেরিকানরা আবার মনে করে আমি রাশিয়ান গোয়েন্দা! কি একটা বিতিশ্রী অবস্থা দেখেন দেকি! না না ট্যাগের ভীড়ে আমি নিজেই যেন নিজেকে খুঁজে পাই না। 8-|

বুঝেছি লি তোমার অফিসের ট্রেইনী বা বস আর তুমি তার কাছে ট্রেনিং নিচ্ছো ! নিতে নিতে লি এর রুপে শেখা টেখা ভুলে হা করে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে কাব্য রচনা করে ফেলেছো!!!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা - আপনি দেখি কল্পনার ফানুষ উড়িয়ে দিয়েছেন...... হা.............হাহা না শুধু হা.......................... =p~ =p~ =p~ =p~

১৬| ১৪ ই জুন, ২০২৫ দুপুর ১২:৫৬

আধুনিক চিন্তাবিদ বলেছেন: আবার এলাম কে কি মন্তব্য করেছে দেখতে। তবে সামুতে প্রথম পাতায় একসেস না পেয়ে আমি হতাশ! :-<

১৪ ই জুন, ২০২৫ দুপুর ১:৩১

জ্যাক স্মিথ বলেছেন: দ্বিতীয়বার আপনাকে দেখতে পেয়ে ভালো লাগলো।
প্রথম পাতায় একসেস পেতে এই ব্লগের মডারেটর কাল্পানিক ভালবাসা অথবা জাদিদ এই দুজনের পোস্ট গিয়ে মন্তব্য করবেন আপনাকে প্রথম পাতায় একসেস দিতে, ব্যস্ততার কারণে তারা হয়তো সবার ব্লগিং এক্টিভিটি ঠিকমত চেক করতে পারে না। আমিও এভাবে প্রথাম পাতায় একসেসে পেয়েছিলাম।

শুভ হোক পথ চলা।

১৭| ১৪ ই জুন, ২০২৫ দুপুর ১:৪৪

আধুনিক চিন্তাবিদ বলেছেন: ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। চেষ্টা করে দেখি কি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.