নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

জাদিদ

ব্যক্তিগত ব্লগ।

জাদিদ › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ আমি তো নিঃস্ব ছিলাম না, আমার অন্তত একটা হৃদয় ছিল।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১১



আমার কোন পাখা ছিল না, কোন পাখি আমাকে দেখায় নি তার প্রিয় আকাশ,
আমার শুধু ছিল তোমার ঐ সবুজ শাড়ির হলুদ আঁচল আর একমুঠো বিকেল;
সেই বিকেলে আমি খুব উড়েছি, অবশেষে ডানা মেলে ক্লান্ত হয়ে ফিরেছি নীড়ে।

আমাকে কবি না হয়েও লিখতে হয়েছে হাজারো প্রেমের কবিতা,
আমার ছন্দহীন সকল কাব্যের অন্তর্নিহিতে লুকিয়ে আছো তুমি;
হয়ত ছন্দে অথবা অন্তমিলে অথচ আমি আবৃতি জানি না।

আমি পরিব্রাজক না হয়েও হেঁটে পার করেছি গন্তব্যহীন কত দূরত্ব,
তোমার এই দুরত্ব আমাকে ক্লান্ত করে দেয়, অথচ আমি জানি,
তোমার খোঁজে চলে গেছে পৃথিবীর গন্তব্যহীন সকল পথ।

আমি তো নিঃস্ব ছিলাম না, আমার অন্তত একটা হৃদয় ছিল।

---------------------------------------------------------------

প্রিয় কবিরা, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের দেখে দেখে আমারও দুই চার লাইন লিখতে ইচ্ছে হলো। অখাদ্য কবিতা পড়ে যদি কারো বমি পায়, আমি সর্বোচ্চ দুটো বমির ট্যাবলেটের পয়সা দিতে রাজি আছি।

মন্তব্য ৬৯ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

সুলতানা রহমান বলেছেন: বমির ট্যাব কিনে দিতে হবে না। ভাল লেগেছে। +

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৩

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে পড়ার জন্য, অনুপ্রাণিত করার জন্য।

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১

লেখোয়াড়. বলেছেন:
নিজেকে অত নিঃস্ব ভাবছেন কেন?

লেখাটি অনেক ভাল হয়েছে।
এমন লিখলে মন্তব্য করতেই হয়।

তাই বমির কথা বাদ দিন, আরো লিখুন।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় লেখোয়াড় ভাই। আপনার ভালো লেগেছে জেনে সত্যি আনন্দিত এবং উৎসাহ অনুভব করছি।

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৭

কেউ নেই বলে নয় বলেছেন: বেশ ভালোলাগলো। কিছু লাইন অর্থহীন হলেও পড়তে ভালোলাগে। যেমনঃ

তোমার খোঁজে চলে গেছে পৃথিবীর গন্তব্যহীন সকল পথ।

যে পথের কোন গন্তব্য নাই সেটা পথ হয় কি করে? কিন্তু পড়তে দারুন। কবিতার ব্যাপারে অনেককিছুরই উত্তর হয়না। কিন্তু ওগুলোর জন্যই কবিতারা কবিতা হয়ে ওঠে।

শুভকামনা রইলো। :)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে। আসলে 'তোমার খোঁজে চলে গেছে পৃথিবীর গন্তব্যহীন সকল পথ' একটা মেটাফোরিক্যাল লাইন। আমি বুঝাতে চেয়েছিলাম, আমি যেখানেই যাই না কেন, সব পথের শেষেই সেই মানুষটি আছে।

আপনি সঠিক বলেছেন যে, কবিতার ব্যাপারে অনেক কিছুরই উত্তর হয়না। কিন্তু ওগুলোর জন্যই কবিতারা কবিতা হয়ে ওঠে।

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩

আহমেদ জী এস বলেছেন: জাদিদ ,



খুব সুন্দর লিখেছেন ।
" আমি তো নিঃস্ব ছিলাম না, আমার অন্তত একটা হৃদয় ছিল।"
এই লাইনটি পৃথিবীর সকল ভালোবাসাময় মানুষের অনুচ্চারিত মনেরই কথা ।

মানুষের মনের কথাটিই বলেছেন ভালোবেসে ক্লান্ত হয়ে ওঠা একজন মানুষের মুখে । এর পরেও কি বলবেন আপনি "কবি" হয়ে ওঠেন নি ?

শুভেচ্ছান্তে ।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় জি এস ভাই! আপনার মন্তব্যে দারুন ভাবে অনুপ্রাণিত হলাম।
তবে আমি ভাইয়া নিজেকে কবি বলার সাহস করি না, আমি কবিতা ভালোবাসি।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৭

সুমন কর বলেছেন: আহ্...সুন্দর হয়েছে।

যাক, শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে নীড়ে ফিরেছেন..... ;)

ভালো লাগা রইলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৬

জাদিদ বলেছেন: হা হা! ধন্যবাদ সুমন দা। শুভেচ্ছা জানবেন। :)

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

এমডি এআর মুবিন বলেছেন: অনেক অনেক অনেক চমৎকার! মন জয় করার মতো একটি কবিতা। আরো লিখার জন্য অনুরোধ রইলো।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৮

জাদিদ বলেছেন: অনেক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানবেন। খুব অনুপ্রাণিত হলাম।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩১

জনম দাসী বলেছেন: কবি বলার বা আমার মত ভাবার সাহস না করেন,সমস্যা নাই, তবে কবিতা লেখা চাই, বুঝলেন দাদা মশাই। ভাল থাকুন সব সময়।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৯

জাদিদ বলেছেন: ধন্যবাদ দিদি! মন্তব্যের জন্য শুভেচ্ছা জানবেন। :)

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬

নেক্সাস বলেছেন: আমার দৃষ্টিতে এই যাবৎকালে পড়া একটা সেরা লিখা। খুব সরলবোধ্য শব্দ প্রয়োগে উঠে এসেছে ভালবাসা ও ব্যর্থতার রসায়ন। আবেগী ও ভবঘুরে হৃদয় ভালবাসা নামে যে সুনীল নির্মল আকাশ খুঁজে বেড়ায় বাস্তবতা থেকে তার দুরত্ব যোজন যোজন। ভালবাসা কিংবা প্রতিকী ঢংয়ে সবুজ শাড়ির আশ্রয় মানুষের স্বীকৃত লক্ষ্য। কিন্তু কার্যত মানুষ যত সামনে যায় সে লক্ষ্য তত দুরে সরে যায়। হতে পারে ভালবাসা নামে কোন নির্মল আকাশের অস্থিত্ব বায়বীয় কিংবা হতে পারে আদতে মানুষের আত্মাই নিত্য অতৃপ্ত। সে ভালবাসার এক আকাশের ওপারে আরেকটি আকাশ খুঁজে ফেরে। তাই মানুষের ভালবাসা খোঁজা এই পথটা আপাত গন্তব্যহীন বলেই মনে হয়। কিন্তু পথটা স্বীকৃত এবং চিরন্তন। "তোমার খোঁজে চলে গেছে পৃথিবীর গন্তব্যহীন সকল পথ।" এই লাইনটি উল্লেখিত মনজাগতিক মিথস্ক্রিয়ার এক বাক্যিক প্রকাশ। কাজেই এটা প্যারাডক্স মনে হলেও প্যারাডক্স নয়। এটা আমার মূল্যায়ন।

চমৎকার একটা কবিতা লিখেছেন। আমারতো ফেবুতে পড়ে মহাদেব বলে ভ্রম হয়েছিল।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৮

জাদিদ বলেছেন: নেক্সাস ভাই! আপনার মন্তব্যে আমি ভীষন আবেগপ্রবণ হয়ে গেলাম। এই ধরনের একটি মন্তব্য যে কোন লেখার জন্য অনেক সম্মানজনক এবং পরিপূর্নতা লাভের জন্য আবশ্যক। আমার কাছে আপনার মূল্যায়ন বিশেষ ভুমিকা রাখে। শুভেচ্ছা জানবেন।

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫

নেক্সাস বলেছেন: আবার কবিতার শেষ লাইনটা নিজেই আরেকটা কবিতা।

যে যুবক তার প্রেয়সীর সন্ধানে পথ হারিয়েছে। যে যুবক তার কাঙ্খিত সবুজ শাড়ি ছুঁয়ে দিতে পারেনি তার ভিতরে কোন পার্থিব হীনমন্যতা নেই। ব্যার্থতার ঘোরটোপেও সে আত্মমর্যাদাশীল এবং হৃদয় ঐশ্বর্যের পুজারী। তাই তার নির্লিপ্ত ও বলিষ্ট উচ্চারণ

"আমি তো নিঃস্ব ছিলাম না, আমার অন্তত একটা হৃদয় ছিল।"

২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৯

জাদিদ বলেছেন: হ্যাঁ, ভাইয়া! আমার নিজের খুব পছন্দ এই লাইনটি।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১০

কান্ডারি অথর্ব বলেছেন:



ম্যালা দিন পর কবিতা লিখলেন মনে হয় !!!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

জাদিদ বলেছেন: জী, কান্ডারী ভাই। অনেকদিন পর সাহস হলো, তাই বাঁধ ভাঙলাম।

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

জাদিদ বলেছেন: ধন্যাবাদ আপনাকে :)

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৩

রিকি বলেছেন: অখাদ্য কবিতা পড়ে যদি কারো বমি পায়, আমি সর্বোচ্চ দুটো বমির ট্যাবলেটের পয়সা দিতে রাজি আছি।

কিভাবে, ভাই---- আপনার কিভাবে মনে হলো ডমপেরিডোন গ্রুপের ট্যাবলেট লাগতে পারে??? B:-) কবিতা তো খাসা হয়েছে। :)

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

জাদিদ বলেছেন: ইয়ে মানে রিকি, আমাকে প্রতিদিন ব্লগারদের হাজারো কবিতা সাত সকালে উঠে পড়তে হয়। আমি নিজের নিরাপত্তার জন্য আমি এই ব্যবস্থা গ্রহন করি বিধায় অন্যদের জন্যও একই পন্থা ভেবেছি। :-&

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ঐতিহাসিক শিরোনাম :)
পৃথিবীর তাবৎ প্রেমিকের বক্তব্য শুধু শিরোনামেই ধরিয়ে দিয়েছেন।
বাকিটুকু বোনাস!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৮

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় মইনুল ভাই! আপনি পড়েছেন জেনে ভীষন আনন্দিত এবং অনুপ্রাণিত।

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫০

গুলশান কিবরীয়া বলেছেন: অনেক সুন্দর একটি কবিতা । নিজেকে এত ছোট ভাবছেন কেন ? অসাধারণ সুন্দর একটি অনুভূতির কথা লিখেছেন । অনুভূতিগুলোকে শব্দে রূপান্তরিত করাই কবিতা । আর সেটা আপনি অনেক সুন্দরভাবেই করেছেন ।

অনেক শুভকামনা রইল আপনার জন্য । :)
আশা করি এভাবেই আরও অনেক অনেক লেখা আসবে । :)

০৩ রা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

জাদিদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। দেরীতে জবাব দেয়ার জন্য দুঃখিত।

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার কবিতা|
বমি আসার প্রশ্নই আসে না

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

জাদিদ বলেছেন: ধন্যবাদ রাখাল। :)

১৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

জুন বলেছেন: নিজের কবিতার প্রতি কবির এমন ভ্রান্ত ধারনার পর আমি নিজে থেকেই দুটো মোটিলন ট্যাবলেট আনিয়ে খেয়ে নিলাম জাদিদ :(

অল্প কথায় লেখা কবিতায় অনেক অনেক ভালোলাগা :)
+

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ জুনাপু! অনেক বেশি দেরী করে ফেললাম জবাব দিতে। নিজ গুনে ক্ষমা করে দিবেন।

১৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৪

রাতুল_শাহ বলেছেন: এক কথায় চমৎকার।
সবুজ শাড়ির হলুদ আঁচল কেমন আছে?

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

জাদিদ বলেছেন: হাহা! ধন্যবাদ, জী ভালো আছে। :) :)

১৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৭

রুহুল গনি জ্যোতি বলেছেন: চমৎকার কবিতা। চালিয়ে যান।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৮

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৭

সাইফুলইসলাম সাইফ বলেছেন: আপনি বলেছেন "অখাদ্য কবিতা পড়ে যদি কারো বমি পায়, আমি সর্বোচ্চ দুটো বমির ট্যাবলেটের পয়সা দিতে রাজি আছি।" কিন্তু কবিতা পড়ে আমার মাঝে স্মৃতি চাড়া দিয়ে উঠছে । দিবেন নাকি কোন ওষুধ ?

ভাল লেগেছে কবিতাটি ।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৪

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ। দেরীতে জবাব দেয়ার জন্য দুঃখিত।

২০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

ফেরদৌসা রুহী বলেছেন: এমন কবিতা বার বার পড়তে ইচ্ছে হয়।

কবিকে শুভেচ্ছা।

৩১ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৫

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপু। দেরীতে জবাব দেয়ার জন্য সত্যি দুঃখিত।

২১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫১

নুরএমডিচৌধূরী বলেছেন:
আমার কোন পাখা ছিল না, কোন পাখি আমাকে দেখায় নি তার প্রিয় আকাশ,
আমার শুধু ছিল তোমার ঐ সবুজ শাড়ির হলুদ আঁচল আর একমুঠো বিকেল;
সেই বিকেলে আমি খুব উড়েছি, অবশেষে ডানা মেলে ক্লান্ত হয়ে ফিরেছি নীড়ে।

আমাকে কবি না হয়েও লিখতে হয়েছে হাজারো প্রেমের কবিতা,
আমার ছন্দহীন সকল কাব্যের অন্তর্নিহিতে লুকিয়ে আছো তুমি;
হয়ত ছন্দে অথবা অন্তমিলে অথচ আমি আবৃতি জানি না।

আমি পরিব্রাজক না হয়েও হেঁটে পার করেছি গন্তব্যহীন কত দূরত্ব,
তোমার এই দুরত্ব আমাকে ক্লান্ত করে দেয়, অথচ আমি জানি,
তোমার খোঁজে চলে গেছে পৃথিবীর গন্তব্যহীন সকল পথ।

আমি তো নিঃস্ব ছিলাম না, আমার অন্তত একটা হৃদয় ছিল।

Valo laglo sob tukutei
Tai
+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

২২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

শ্রীঅভিজিৎ দাস বলেছেন: সত্যিকার ভাল লাগা কবিতার একটি । তবে এই ব্লগে সে তার প্রাপ্যটুকু পায়নি, প্রাপ্যটুকু পাইয়ে দেওয়ার দায় আপনাকেই নিতে হবে । লিখে যান ।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৯

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য। জবাব দিতে দেরী হলো বিধায় আমি লজ্জিত।

২৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:১৭

নীলসাধু বলেছেন: চমৎকার।
আমি একজন কবি হিসেবেই এই কবিতাকে চমৎকার বলছি :)



শুভকামনা সুপ্রিয় জাদিদ! কবিতায় ভালো লাগা রইল।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২০

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় নিলদা। দেরী করে জবাব দেয়ার জন্য খুব লজ্জিত। আপনি আমার ব্লগে এসেছেন, কবিতায় মতামত দিয়েছেন কবি হিসেবে এটাই অনেক বড় প্রাপ্তি।

২৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: আমার কোন পাখা ছিল না, কোন পাখি আমাকে দেখায় নি তার প্রিয় আকাশ,
আমার শুধু ছিল তোমার ঐ সবুজ শাড়ির হলুদ আঁচল আর একমুঠো বিকেল

আমি তো নিঃস্ব ছিলাম না, আমার অন্তত একটা হৃদয় ছিল।


এই লাইনগুলো বেশি ভালো লাগছে :) :) :)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২২

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ নাজমুল ভাই। পড়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আর সর‍্যি দেরীতে জবাব দেয়ার জন্য।

২৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৮

রক্তিম দিগন্ত বলেছেন: ভালো ছিল কবিতাটা। ভাবটা সুন্দর কাব্যিক ভাবে প্রকাশ পেয়েছে


+

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

জাদিদ বলেছেন: ধন্যবাদ ব্লগার রক্তিম দিগন্ত।

২৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫৯

ধমনী বলেছেন: আমি তো নিঃস্ব ছিলাম না, আমার অন্তত একটা হৃদয় ছিল-
দুর্দান্ত প্রকাশ অনুভূতির।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৭

জাদিদ বলেছেন: পড়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা।

২৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এবং অসাধারণ !
কবিতার মূল কৃতিত্ব যার তাকে ধন্যবাদ :) :)
এই নিকটা ভাল্লাগলো ভাই !

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ অভি। এটা আমার অনেক আগের সহনিক। :) তখনও কারো সাথে পরিচয় হয় নি। আরো একটি নিক তার আগেই ইন্তেকাল করেছে। :(

২৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১৩

রুদ্র জাহেদ বলেছেন: আমি তো নিঃস্ব ছিলাম না, আমার অন্তত একটা হৃদয় ছিল।
অসাধারন কবিতা+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৯| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৫:২০

রাফা বলেছেন: পাছে লোকে কিছু ভাবে-এই কথা মনেও আনবেননা।যখনি লিখতে মনে চাইবে লিখে ফেলবেন।কারো জন্য নয়-নিজের জন্য লিখলে সবচাইতে ভালো হয়।দেখবেন তাহোলে আর কোন আক্ষেপ থাকবেনা মনের মধ্য।

কবিতা কিন্তু সেইরকম হইছে,ধন্যবাদ। ;)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১০

জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ রাফা। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগছে। দেরীতে জবাব দেয়ার জন্য দুঃখিত।

৩০| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

রাজিয়া সুলতানা বলেছেন: চমৎকার কবিতা।

৩১| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮

আমি মিন্টু বলেছেন: অসাধারণ ভালো লাগা থাকলো কবির প্রতি শুভকানা থাকলো । ;)

৩২| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার খোঁজে চলে গেছে পৃথিবীর গন্তব্যহীন সকল পথ।


খুব পছন্দ হলো লাইনটা। অসাধারণ কিছু অনুভূতি আছে লাইনটার মধ্যে কিন্তু হতাশার বলয়ে বোঁ বোঁ করে ঘুরতে থাকা আশাবরি।

৩৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০

আলোরিকা বলেছেন: ' হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে
সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে মালয় সাগরে
........................................................................
তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে”এতোদিন কোথায় ছিলেন?”
পাখির নীড়ের মত চোখ তুলে চাওয়া নাটোরের বনলতা সেন।
...................................................................................
সব পাখি ঘরে আসে- সব নদী। ফুরায় এ জীবনের সব লেনদেন।
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। '

- জীবনানন্দ দাশ ।

আপনার কবিতাতেও জীবনান্দের শাশ্বত সেই প্রেমিক আত্মাই যেন কথা কইছে :)

৩৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১২

কিরমানী লিটন বলেছেন: অনেক মুগ্ধ অনুরনে ছুঁয়ে যাওয়া পূবালী বাতাস- অভিবাদন কবিকে, অনেক শুভকামনা...

৩৫| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪১

অভ্রনীল হৃদয় বলেছেন: দারুণ কবিতা। ভালো লাগলো। :)

৩৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

রিচ বলেছেন: খুব ভালো লাগলো । ধন্যবাদ কবিকে ।

৩৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১৬

বৃতি বলেছেন: কবিতার বক্তব্যটি বেশি ভালো লেগেছে- চমৎকার কবিতা।

শেষের নোটটুকু না দিলেও হতো। ব্লগকে লেখালেখির চর্চার মাধ্যম বলেই মনে হয় আমার কাছে- ব্লগ পড়তে পড়তে নিজেও কিছু একটা বা যা ইচ্ছে তাই লিখতে চাওয়ার মাধ্যম। কবির জন্য অনেক শুভেচ্ছা থাকলো :)

৩৮| ১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৯

ইখতামিন বলেছেন: বমি তো হলো না

৩৯| ২৫ শে নভেম্বর, ২০১৭ দুপুর ১:০৩

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর কবিতা !

৪০| ১৪ ই আগস্ট, ২০২১ রাত ১১:১৮

ইসিয়াক বলেছেন: চমৎকার কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.