নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি আমার রাতবন্দিনী। ধূসর স্বপ্নের অমসৃণ সুউচ্চ দেয়াল তুলে তোমাকে আমি বন্দী করেছি আমার প্রিয় কালোর রাজত্বে। ঘুটঘুটে কালোর এই রাজত্বে কোন আলো নেই। তোমার চোখ থেকে বের হওয়া তীব্র আলো, আমার হৃদয়ে প্রতিফলিত হয়ে সৃষ্টি করে এক অপার্থিব জ্যোৎস্না।

জাদিদ

ব্যক্তিগত ব্লগ।

জাদিদ › বিস্তারিত পোস্টঃ

যাপিত জীবন কড়চাঃ টাইগার আভি জিন্দা হ্যায়।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:৪৯

আমার অফিসের নিচে প্রমান সাইজের একটা কুকুর আছে যাকে আমি সহ অনেকেই টাইগার বলে ডাকি। কখনও অফিসের নিচে চা খেতে নামলে, যদি তার খিদে পায়, তাহলে পরিচিত কাউকে দেখা মাত্রই সে সামনে এসে সমানে লেজ নাড়তে থাকে। কিন্তু একে যদি আপনি খাবার ছুড়ে দেন, তাহলে সে খাবেনা। পরিষ্কার জায়গায় সুন্দর করে দিলে, সে খাবে।

একদিন সকালে নিচে চায়ের দোকানে চা খাচ্ছি। দেখলাম, এক শুকনা পাতলা মেয়ে এসে চা আর সিগারেট ধরালো। হঠাৎ টাইগার শালারে দেখলাম, আমারে বাদ দিয়া ঐ মেয়ের পাশে গিয়ে লেজ নাড়ছে আর কেমন যেন একটা শব্দ করে মেয়েটার দৃষ্টি আকর্ষনের চেষ্টা করছে। প্রায় ১০ মিনিট ট্রাই করার পরও মেয়েটার দৃষ্টি আকর্ষন করতে না পেরে টাইগার কিছুটা অধৈর্য। মেয়েটা সিগারেট টেনে যাচ্ছে আর একটু পর পর আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছে।

আমি একটা বিস্কিটের প্যাকেট হাতে নিয়ে ডাক দিলাম, টাইগাররররর!!!!!
টাইগার আচমকা ডাক শুনে কিছুটা বিভ্রান্ত হয়ে এদিক সেদিক চেয়ে আমার দিকে দৌড়ে আসল। কাছে এসে মনে হলো, বেচারা কিছুটা লজ্জিত। বললাম, শালার লুল কুত্তা!! মেয়েটাকে ইংগিত করে বললাম, ঐটা তো খালি হাড্ডি!! নে বিস্কুট খা।

সে বিস্কুটও খেলো আবার পানিও খেলো। ইন্টারেস্টিং ঘটনাটা ঘটল ঠিক তখনই।

মেয়েটার সিগারেট খাওয়া শেষ, সাথের ছেলেটাকে নিয়ে চলে যাচ্ছিল। খুবই পেশাদারভাবে মেয়েটা রাস্তায় সিগারেটের শেষ অংশটা বুড়ো অঙ্গুলের মাথায় রেখে তর্জনি দিয়ে ছুড়ে মারতেই, টাইগার মেয়েটার কাছে ছুটে গিয়ে দিলো বিশাল এক হুংকার। প্রথম ডাকেই মেয়ের অবস্থা খারাপ, পারলে ছেলের কাঁধে উঠে। এই অবস্থায় টাইগার ভয়াবহ দ্বিতীয় ডাক দিলো। মেয়েটা দ্রুত ছুটে গিয়ে গাড়ি সামনে দাঁড়ালো তৃতীয় ডাকের সময় মেয়ে গাড়িতে উঠে পগার পার!!

সামগ্রিক ঘটনায় যখন সবাই আমরা হাসছি, ততক্ষনে ব্যাটা আমার কাছে ফিরে এসেছে। আমি মাথায় হাত বুলিয়ে অফিসের দিকে হাটা দিলাম, সেও আমার সাথে সাথে রাজকীয় দুলকি চালে অফিস পর্যন্ত এলো। অফিসের দারোয়ানরা সবাই ওকে চিনে। আমি লিফটে উঠলাম, দেখলাম, টাইগার জিভ বের করে সিঁড়িতে বাঘের পজিশন নিয়ে বসে আছে। ভাবখানা এমন যেন, টাইগার আভি জিন্দা হ্যায়!

মন্তব্য ৩৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪৪

অপু তানভীর বলেছেন: আসলেই লুল টাইগার !
তবে এটেনশন না পাওয়ার প্রতিশোধ সে ঠিকঠিক নিয়ে নিয়েছে । :D




(অটঃ আপনার অনুমতি ছাড়া একটা কাজ করেছি ।)

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৫৪

জাদিদ বলেছেন: হা হা হা! তবে ঐ মেয়েকে যে সাইজটা সে দিসে!! অবিশ্বাস্য!! আমরা সবাই অনেক হাসছিলাম।

(অটঃ আহেম!! কি কাজ ?? ঢোঁক গেলার ইমো হবে)

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: টাইগারের আত্মসম্মানবোধ প্রবল। যে কারণে প্রত্যাখ্যাত হয়ে বিদ্রোহ করেছে। আপনার প্ররোচনায়ও এ কাজ করতে পারে। আপনি লুল কুকুরের দৃষ্টি আকর্ষণ করে মেয়েটাকে হাড্ডি বলেছেন। কুকুর আপনার ইঙ্গিত বুঝতে পেরে হাড্ডিকে আক্রমণ করেছে। বেশ ভালো বোঝাপড়া টাইগার আর আপনার।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

জাদিদ বলেছেন: হা হা হা। হ্যাঁ, টাইগারের সাথে ভালো বোঝাপড়া ছিলো!! খুবই বুদ্ধিমান কুকুর!!
উপযুক্ত রসবোধ আছে! ;)

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা কত কিছু খেয়াল করেন বাপরে। আর বদ বেটি বিড়ি খায় ক্যারে, এত্ত আধুনিক। টাইগাররে বলবেন পরতেক দিন তারে দৌড় খাওয়াইতে

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৮

জাদিদ বলেছেন: আরে আপা, যেমনে সিগারেট খায়!!! উনার স্টাইল সেই রকম। আমিও পারি না সেইভাবে!!

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: "লেখক বলেছেন: হা হা হা। হ্যাঁ, টাইগারের সাথে ভালো বোঝাপড়া ছিলো!! খুবই বুদ্ধিমান কুকুর!!
উপযুক্ত রসবোধ আছে।"

শুধু রসবোধ না, কৃতজ্ঞতাবোধও আছে। বিস্কুট খাওয়ানোর প্রতিদান সাথে সাথে দিয়েছে।এরপর থেকে সেই মেয়ে যতবার টাইগারের সামনে আসবে ততবারই টাইগার তাকে আক্রমণ করবে।

০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৬

জাদিদ বলেছেন: ম্যান আর ডগ! এটা কুকুরকে দেখেই পুরুষের শেখা!! তাই তাকে শোধরানোর খুব একটা আশা করা যায় না।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:২৫

মিরোরডডল বলেছেন:



জাদিদ, টাইগারের একটা ছবি কেনো দিলো না, ওটাতো মাস্ট ছিলো !

ছবিপুর কমেন্ট, হা হা হা......... :)


০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৩

জাদিদ বলেছেন: ছবি দেয়া উচিত ছিলো!! কিন্তু ঐ সময় ছবি তুলতে ভুলে গেছে। ইদানিং বাসা থেকে অফিস করি। নইলে আলবৎ ছবি দেয়া যেত!!

ছবি আপু রকস!!

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৩:২৭

আখেনাটেন বলেছেন: :P

কিন্তু আমি ভাবছি অন্য কথা.......আপনি মেয়েটিকে 'হাড্ডি' বললেন। এতে ব্লগার কলাবাগান ভাইজান আবার আপনাকে 'রেসিস্ট' না বলে বসে। :-B

তবে সারমেয়দের কিন্তু 'হাড্ডি' একটি পছন্দের খাবার যা কামড়ে দফারফা হয় শেষে। এক্ষেত্রেও তাই ঘটেছে মনে হয়। :D

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:২৭

জাদিদ বলেছেন: হা হা হা। দেখেন চারিদিকে যেভাবে জিরো ফিগার হবার ঘনঘটা চলছে, সেই হিসাবে হাড্ডি বললে এখনকার মেয়েরা খুশি হবে

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৫৩

হাবিব বলেছেন: টাইগার মেয়েটিকে সেই রকম গাইল দিছে মনে হয়।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৪

জাদিদ বলেছেন: =p~ =p~ =p~

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:২৪

কামাল১৮ বলেছেন: কুকুর অনেক ভালো বন্ধু।কখনোই বিশ্বাস ঘাতকতা করে না যেটা মানুষ করে।আপনার কুকুরটা কোন জাতের।বাংলাদেশের সরাইলের কুকুরের নাম ডাক আছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৫

জাদিদ বলেছেন: আমাদের অফিসের কুকুরটা কোন জাতির আমি ঠিক জানি না, তবে সরাইলের নয়। সরাইলের কুকুর অতিরিক্ত হিংস্র! এখন আর খাঁটি সরাইলের কুকুর পাওয়া যায় না।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৩৪

চাঁদগাজী বলেছেন:



টাইগার ব্যবসা বুঝে

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৬

জাদিদ বলেছেন: হা হা হা। তা যা বলেছেন!!!

১০| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৬

মনিরা সুলতানা বলেছেন: হ সব টাইগারাই চান্স না পাইলে পার্ট লয় :P

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৩

জাদিদ বলেছেন: হা হা হা হা হা হা হা, আপা!! এটা কি ডায়লগ দিলেন! এই সুক্ষভাবে পচাইলেন!!!! হা হা হা হা
এই কমেন্টটা নিমদাকে দেখাইতে পারলে মজা পাইতাম!!

১১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:৩৩

সোহানী বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: হ সব টাইগারাই চান্স না পাইলে পার্ট লয় ....... হাহাহাহাহাহা এতো সত্য কথা কেমনে কইলা মনিরা :P । আসো বুকে আসো, তুমি সত্যিই রক!!

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৫

জাদিদ বলেছেন: বুঝাই যাচ্ছে আপা এমন বহুত টাইগারকে চরাইয়া সাইজ করছে!! লল

১২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: ভাই গল্প তো খুব ভালো লাগলো। কিন্তু কথা হচ্ছে ঠিক বুঝলাম না হঠাৎ টাইগারের কেন আগমন ঘটলো। আমাদের এদিকে দেশি কুর্তাগুলো সব বাড়ির সামনে হিসু করে। খুব খারাপ লাগে ওদের এমন আচরণে।ইস! ওরা যদি টাইগারের মতো টাইগার হতো। যেখানে সেখানে নোংরা না করতো তাহলে কতই না ভালো হতো।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৭

জাদিদ বলেছেন: টাইগার আমার অফিসের সামনেই থাকে, ঐখানেই ঘুমায়। পাশের অনেক নামী দামী রেস্টুরেন্ট। ওর খাওয়ার অভাব হয় না।

১৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩২

রাজীব নুর বলেছেন: টাইগার নামটা যথাযথ হয়েছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৩৭

জাদিদ বলেছেন: হুমমম!!

১৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৬

ঢুকিচেপা বলেছেন: টাইগার নাম শুনে আমার পাশের বাড়ীর কুকুর, নাম ছিল টাইগার সেই গল্প মনে পড়লো।
এটা অনেক বছর আগের ঘটনা।

টাইগারের মালিক হোটেলের উচ্ছিষ্ট নিয়ে আসতো খাওয়ানোর জন্য। তার মধ্যে থাকতো মাংস, মাছ, ইলিশ মাছের ডিম এই জাতীয়। চোখের সামনে বড় হলো টাইগার। বেশ নাদুসনুদুস, রাজকীয় তার চলাফেরা। একটা সময় তার সারা শরীরে ঘা হয়ে চলাফেরায় দুর্বল হয়ে পড়লো। মালিক তাকে আর আগের মতো আদর যত্ন করতো না ঠিকভাবে খেতেও দিত না কিন্তু টাইগার সারা পাড়া ঘুড়ে ঐ বাড়ীর গেটেই শুয়ে থাকতো। সেবার প্রথম চালু হওয়া কুকুর নিধন কার্যক্রমে টাইগারকেও ইনজেকশন দিয়ে স্তুপের মধ্যে রেখে দেয়। নিধন গ্রুপের লোকজন যখন একটু দুরে অন্য কুকুর ধরায় ব্যস্ত তখন দেখা গেল টাইগার তার গায়ের উপর পড়ে থাকা কুকুরদের গা ঝাড়া দিয়ে সরিয়ে দুলকি চালে বাড়ীর দিকে হেঁটে যাচ্ছে। পরবর্তীতে বেশ কয়েক বছর বেঁচে ছিল।
আপনার গল্পের টাইটেল পড়ে মনে হলো টাইগার যখন নিজের গা ঝাড়া দিয়েছিল তখন হয়তো সেও বলেছিল “টাইগার আভি জিন্দা হ্যায়।”

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৭

জাদিদ বলেছেন: কুকুররা ভীষন প্রভুভক্ত হয়। আমাদের বাড়ির কুকুরকে একদিন গ্রামের এক লোক মারার কারনে আমার নানা তাকে প্রচন্ড বকাঝকা করেছিলো। আমাদের ঐ কুকুরের নাম ছিলো টমি! ভাই!! ও ছিলো একাই একশ!!

১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ডগ হলেও টাইগার নামের মর্যাদা ওটা রাখতে পেরেছে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:০৫

জাদিদ বলেছেন: তা বটে! কিন্তু আপনি সনেট কবি নাম বাদ দিয়ে এই মহাজাগতিক চিন্তার মত কঠিন নাম কেন নিলেন?

১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৪৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি সনেট কবি নিকের পাস ওয়ার্ড ভুলে গেছি। যে ই-মেইল দিয়ে নিকটা খুলে ছিলাম তাও ভুলে গেছি। সেটা আবার চলতে পারে যদি আপনি হেল্প করেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৮

জাদিদ বলেছেন: ওহ। ঠিক আছে।

১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: আমার এ নিকটাও সেফ হয়নি

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ২:৫২

জাদিদ বলেছেন: আপনি [email protected] এই ঠিকানায় বিস্তারিত জানিয়ে মেইল করুন।

১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩০

মনিরা সুলতানা বলেছেন: আহা ! সিনিয়র সিটিজেনদের এসবে ইনভ্লব করার দরকার কি ;)

০৮ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫১

জাদিদ বলেছেন: হা হ হা হা হ! সিনিয়র সিটিজেন!! হাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.