![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই লেখাগুলোকে ঠিক কবিতা বলা যাবে না। কবি কবি ভাব নিয়ে লেখা। ইদানিং ব্লগে খুব সুন্দর সুন্দর কবিতা প্রকাশিত হচ্ছে। তাই আমার মনে হলো, আমিও একটু কবি হই।
১। অলস দুপুরের স্মৃতি।
বহুদিনের পুরানো অপ্রকাশিত চিঠি কি?
শুধুই একটি জীর্ন হলদেটে কাগজ নাকি কোন কবিতা?
তোমার স্মৃতি মানে কি?
হৃদপিন্ডে হঠাৎ ছলকে উঠা রক্ত নাকি
আজীবন নেশাগ্রস্থ হবার এক দুঃসহ মোহিনী-মাদক?
২। বন্দী।
হাজারো মানুষের ভীড়ে যে আমি খুঁজে ফিরেছি নির্জনতা
সেই তুমি আমাকে এখন দেখাও একাকীত্বের লোভ!
এখন আমি সমুদ্র হয়েছি, হয়েছি সফেদ বালিয়াড়ি,
বুক পেতে গ্রহন করেছি হাজারো একাকী ঢেউ।
অথচ জনাকীর্ন ভালোবাসার লোভে তুমি এখনও বন্দি।
৩। আয়না।
এখন আর আয়নায় আমি নিজেকে দেখি না।
আয়নায় তাকিয়ে দেখি শুধু শূন্যতার গল্প।
মাঝে মাঝে ইচ্ছে করে, তোমাকে বলি,
এবার চোখটা খোল, বহুদিন নিজেকে দেখি না।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২০
জাদিদ বলেছেন: ধন্যবাদ আপু। হ্যাঁ, আরো কিছু ভুল ছিলো, সেটা সংশোধন করেছি।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:০২
ইসিয়াক বলেছেন:
দারুন সুন্দর কবিতা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৬
জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাই।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:০৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চমৎকার হয়েছে ভাই।
ব্লগে খুব ভালো কবিতা পাইনা আগের মত।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২৬
জাদিদ বলেছেন: হ্যাঁ, এটা কমেছে। তবে ইদানিং বেশ কিছু কবিতা পড়ে আরাম পেয়েছি।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৪
সাগর শরীফ বলেছেন: তার চোখে যেমন নিজেকে দেখতে পেলেন, আপনার কবিতায় আমি নিজেকে দেখতে পেলাম।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৯
জাদিদ বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় পাঠক। আপনাকে ব্লগে আগে তেমন দেখি নি। নতুন ব্লগিং করছেন?
৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫০
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবি হবার চেষ্টা ভালই হয়েছে
তবে কবিতারা মারাত্মক সুন্দর হতে গিয়ে কিছুটা থমকে গেল।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৪
জাদিদ বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমি কবি নই। মাঝে মাঝে ফ্লুকে আমি এমন দুই চার লাইন লিখি। কবিতা হিসাবে নয় ভবিষ্যত স্মৃতিচারনের জন্য।
৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতার কম্পোজিশন হলো কবির নিপুণতা পরিমাপক। আপনার উঁচুমানের অনেক গল্প পড়েছি, গদ্যও খুব সাবলীল। কবিতা পড়েছি বলে মনে পড়ে না। বিষয়বস্তু নির্বাচনে ও কবিতার গঠনে যে সাবলীলতা, তাতে বোঝা যায় যে আপনি কবিতায়ও সমান দক্ষ।
ক্ষুদ্র বা নগণ্য একটা পয়েন্ট, 'হাজারো' শব্দটাকে 'হাজার' লিখলেই বরং বেশি সাবলীল ও আধুনিক মনে হয়।
কবিতায় শুভেচ্ছা রইল জাদিদ ভাই।
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৩
জাদিদ বলেছেন: প্রিয় সোনাবীজ ভাই, ব্লগে লেখার আনন্দ হচ্ছে অনেক গুনী লেখক ও পাঠক আমার মত আনাড়ি লেখকদের লেখা পড়েন। এই যে আপনি সময় করে পড়েছেন, মন্তব্য করেছেন এতে আমি দারুন পুলকিত। আমি আসলে ব্যাখ্যা করতে পারব না।
আপনার কবিতা বইয়ের সাথে আমারও কিছুটা স্মৃতি আছে। সেটা আমি প্রতি মুহুর্তেই মনে করি। আমি প্রয়োজনীয় সংশোধনটা করে নিচ্ছি। আসলে এই লেখাগুলো খুব একটা ভেবে চিনতে লিখতে পারি নি। হঠাৎ মাথায় আসলো, ভাবলাম লিখি। যেমন আজকে শহীদ মিনার নিয়ে একটা লেখা এসেছে, সেই লেখা পড়ে আমার মাথায় এলো ' প্রেমিক যুগলদের অধিকার বঞ্চিত শহরে চলছে কবিতা উৎসব।'
আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। আমার লেখার প্রয়োজনী সংশোধন দিতে কখনই কারপন্য বা দ্বিধা করবেন না।
৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: হাজারো মানুষের ভীড়ে যে আমি খুঁজে ফিরেছি নির্জনতা
সেই তুমি আমাকে এখন দেখাও একাকীত্বের লোভ! চমৎকার কথা। তিনটিই পছন্দ হয়েছে। তবে বন্দী থাকবে প্রথমে।
১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:২২
জাদিদ বলেছেন: প্রিয় ভাই! আপনি আমার লেখা পড়েছেন দেখে ভীষন খুশি হলাম!!! আর আপনার পছন্দ হয়েছে জেনে আনন্দিত!!! কৃতজ্ঞতা জানবেন। হাজী মাখন এ কবে যামু, এইটা ফাইনাল করেন।
৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: কবিতা আসলে আবেগের খেলা। বুকের গভীর থেকে উঠে আসে শব্দমালা।
হৃদয়ের গভীর থেকে যা উঠে আসে তাকে অবহেলা করা ঠিক না।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১১
জাদিদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:০৬
সাগর শরীফ বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় পাঠক। আপনাকে ব্লগে আগে তেমন দেখি নি। নতুন ব্লগিং করছেন?[/sb
মোট মিলিয়ে ৭ বছরের সম্পর্ক সামুর সাথে আমার। এখানকার অলিগলি আমি চিনি। কিন্তু বয়স যেমন পুরনো, অভিজ্ঞতা অতটা না। আমি আপনার চোখে হয়ত পড়িনি অনিয়মিত বলে, তবে আপনাকে আমি দেখি প্রায়ই যখন আসি।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:১২
জাদিদ বলেছেন: ওহ! দুঃখিত। কোন অদ্ভুত কারনে হয়ত চোখ এড়িয়ে গেছে। আপনাকে ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য এবং লেখা পড়ার জন্য। সময় করে কিছুটা নিয়মিত হোন। আমাদের ভালো লেখক, সমালোচক বা আলোচকের অনেক অভাব আছে।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ কী সুন্দর। মাশাআল্লাহ।
৩ নং কবিতা প্রথম লাইনের তৃতীয় শব্দ আয়নায় হবে মনে হয়