![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৫ই আগষ্ট। আগামী কয়েক দশকের জন্য বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপুর্ন দিন। এই দিন থেকে শিক্ষা হচ্ছে - আপনি যদি রাজনীতি না করে রাজনীতির নামে দুর্বৃত্তায়নে লিপ্ত হন তাহলে আপনাকে একদিন পালিয়ে যেতে হবে। এই দেশে দানবদের ঠাই হয় না।
জামাতে ইসলাম বাদ দিয়ে রাজনৈতিক দল মত নির্বিশেষে বাংলাদেশের যে প্রজন্ম মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে কনসার্ন ছিলো, আবেগী ছিলো বা যাদের রাজনৈতিক মানদন্ডে মুক্তিযুদ্ধ নামক একটি আদর্শিক বাটখারা ছিলো -আগামী কয়েক বছরের মধ্যে তারা কালের অতলে হারিয়ে হারিয়ে যাবে বা রাজনীতিতে হয়ে উঠবে অপাংতেয়।
আমাদের জুলাই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ এর ভুমিকা ও মহত্ব কাগজে কলমে থাকলেও আদর্শগতভাবে নেই। সময়ের প্রবাহে, রাজনৈতিক তত্বীয় ব্যাখ্যা ও আঞ্চলিক জিওপলিটিক্সের মারপ্যাঁচে মুক্তিযুদ্ধকে একটা ষড়যন্ত্রমূলক ঘটনাবলীর অংশ হিসেবে দেখার প্রবণতা বাড়ছে। ধীরে ধীরে প্রমান করার চেষ্টা হবে - মুক্তিযুদ্ধ কোন মুক্তির সংগ্রাম ছিলো না বরং একটি ‘স্ট্র্যাটেজিক গিফট‘ - যা বাস্তবায়িত হয়েছিল কিছু কৌশলগত শক্তির স্বার্থে।
ফলে এই প্রক্রিয়ায়, ‘জুলাই’ নিজেও একদিন হয়ে উঠবে একটি বিক্রয়যোগ্য পণ্য—যেমন মুক্তিযুদ্ধকে পণ্যায়ন করা হয়েছে। তখন ইতিহাস থাকবে, আদর্শ থাকবে না। থাকবে কেবল ব্যবস্থাপনা আর ব্র্যান্ডিং।
এর পর একদিন ইতিহাস আবার ফিরে আসবে। সেদিন কে পালাবে আবার জুলাই-ই বলে দিবে।
এই জুলাইয়ে যে সকল মানুষ অন্যায়ভাবে নিহত হয়েছেন আমি সকলের আত্মার শান্তি কামনা করি।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০৮
জাদিদ বলেছেন: প্রিয় আরইউ! আশা করি ভালো আছেন।
আওয়ামী লীগের এই পতন শুধু রাজনৈতিক দল হিসাবে নয় বরং বাংলাদেশের স্থিতিশীলতার জন্যই বিপদজনক। কারন এই দেশে শক্তিশালী রাজনৈতিক দলের অভাব আছে। আপনি আজকে যদি বিভিন্ন রাজনৈতিক দলগুলো ভাষা শুনেন তখন দেখবে সবাই সবাইকে মনে মনে নিশ্চিহ্ন করার অভিপ্রায়ে লিপ্ত। আওয়ামী লীগও পথের অনুসারী হিসাবে শুধু তা করে দেখিয়েছে।
আমার ব্যক্তিগত বিশ্বাস, এই দলটিতে সৈয়দ আশরাফের মত একজন নেতা থাকলে এই দলটি এতটা ভয়াবহ বিপর্যয় বা পতিত হতো না।
ফ্রান্সে যিনি আছেন আমার বিশ্বাস একদিন তার আসল পরিচয় উদঘাটিত হবে। আমার দৃঢ় বিশ্বাস, তিনি ভারতীয় পারপাসই সার্ভ করছেন। এই সকল রিভার্স গেম আমাদের জানা আছে।
২| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৯:২৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
জুলাই নামক বহু ঘটনাবহুল মাসটির একটি ঘটনা হচ্ছে - এই মাসে আমার জন্ম! তাই, আগস্টের ৫টি দিন খেয়ে ফেলতে পারায় 'জুলাই' মাসটিকে অভিনন্দন। জন্ম মাসের কিছুটা হলেও পরিব্যাপ্তি আনন্দের দিনগুলোকে আরো কিছু দিনের জন্যে স্থায়ী করে।
'হাসুটিভি' থেকে 'হাসবাঁশ টিভি'-তে পরিণত হওয়া বিটিভিতে আজকের সন্ধ্যার কালচারাল অনুষ্ঠান পুরোটুকু দেখতে না পারার আক্ষেপ অনেক দিন থেকে যাবে। তবে, পাহারী ভাই-বোনদের গিটারখানার ডিসটিউণ্ড আওয়াজ এখনো কানে বাজছে! অনুষ্ঠানের আগে আরেকটু প্রস্তুতির প্রয়োজন ছিলো বলে মনে হয়েছে।
আর, জুলাইয়ের আহত আর শহীদদের ভুলে তরুণ-যুবাদের উল্লাস আর আনন্দ ধ্বনি চোখে পিড়া দিয়েছে। এক দিন পরে অনুষ্ঠানটি আয়োজন করা উচিৎ ছিলো।
সবশেষে, প্রধান উপদেষ্টাকে বুঝাতে হবে যে, তাঁর রেকর্ডেড ভাসনের চেয়ে ইউনিভার্সিটিগুলোতে দেওয়া তাঁর লাইভ বক্তৃতাগুলো বেশি আকর্ষণীয় হয়!
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:০৯
জাদিদ বলেছেন: বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা। অনেক অনেক আন্তরিক শুভ কামনা ও কৃতজ্ঞতা রইল। আল্লাহ আপনাকে দীর্ঘ নেক হায়াত দিক।
" প্রধান উপদেষ্টাকে বুঝাতে হবে যে, তাঁর রেকর্ডেড ভাসনের চেয়ে ইউনিভার্সিটিগুলোতে দেওয়া তাঁর লাইভ বক্তৃতাগুলো বেশি আকর্ষণীয় হয়! " - আমিও তাই মনে করি।
৩| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১০:১৩
শ্রাবণধারা বলেছেন: "মুক্তিযুদ্ধ" শব্দটির মধ্যে “মুক্তি” বলে একটা খুব শক্তিশালী শব্দ আছে - কখনও গভীরভাবে ভেবে দেখেছেন কি?
এটি যেহেতু আমাদের মুক্তির সংগ্রাম, তাই বারবার আমাদের চেতনায় ফিরে ফিরে আসবে। আপনি সে কথাই বলেছেন। মুক্তিযুদ্ধ যেমন একটি ঐতিহাসিক ঘটনা, তেমনি এটি আমাদের সামষ্টিক চেতনা, সংস্কৃতি, বোধ-বুদ্ধি এবং আমদের প্রগতির অংশ। সেই হিসেবে জামাতিদের বিকৃত বয়ান খুব বেশিদিন টিকে থাকার কথা নয়।
তবে আপনি জিওপলিটিক্সের যে ইঙ্গিত দিয়েছেন, সেটা আমাদের জন্য একেবারে বিপর্যয় ডেকে আনতে পারে। পরাশক্তিরা এখন দেশে দেশে একনায়ক বা সামরিক শাসকের পরিবর্তে জঙ্গিদের ক্ষমতায় বসিয়ে, নিজেদের স্বার্থসিদ্ধির পাশাপাশি বানরের তামাশা দেখছে—এটা যথেষ্ট আতঙ্কের বিষয়।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১২
জাদিদ বলেছেন: জিওপলিটিক্স এর কচকচানি ভাই - আমাদের জুলাই যোদ্ধাদের মধ্যে বেশি। তাদের হাত ধরে মুক্তিযুদ্ধের নতুন ইতিহাস ও প্রেক্ষাপট জানতে ও শিখতে হচ্ছে।
আজকে টিএসসিতে রাজাকারদের যে ছবি টাঙানো ছিলো সেটা ঢাবি প্রশাসন সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে। এর মাধ্যমে আবার প্রমানিত হয় - দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম বা আরো কয়েক হাজার বার স্বাধীনতা ঘোষনা দিয়েও ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধের রাজাকারদের নাম মোছা যাবে না।
৪| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৪৩
সৈয়দ কুতুব বলেছেন: আবার ১০ বছর পর রেভুলেশন হবে । সেটা হবে সামাজিক রেভুলেশন। যারা লুটেরা , দেশবিরোধি এবং ছুপা পলিটিক্স করে এদের দেশ ছাড়া করতে আবার দেশের মানুষ একসাথ হবে। বাংলাদেশের মানুষ নতুন ঘরানার পলিটিক্স চায়। কথার ফুলঝুড়ি বা ধরমের নামে ভনডামি বেশি দিন আর টিকবে না ।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১৪
জাদিদ বলেছেন: দেখা যাক! আবার জুলাই কবে ফিরে আসে। তবে - বাংলাদেশে আপা আর ফিরে আসবে না। - এই সত্য তাঁরা যত দ্রুত মেনে নিবে, এটা তাদের জন্যই মঙ্গল।
৫| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৪৪
কামাল১৮ বলেছেন: বড় দানব ক্ষমতার শীর্ষে বসে আছে।নির্বাচন দিয়ে বিদায় না হওয়া জনগনের মুক্তি নাই।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১৪
জাদিদ বলেছেন: রাজনৈতিক দলগুলোর জন্য এটা বড় চ্যালেঞ্জ।
৬| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: 'আমাদের জুলাই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ভূমিকা ও মহত্ব কাগজে-কলমে থাকলেও আদর্শগতভাবে নেই'
আপনি আমাকে বলেন কোন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের মহত্ব কাগজে কলমে আর ফেবু স্টাটাসে বাদ দিয়ে, বাস্তবে আছে?
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৪৬
জাদিদ বলেছেন: মুক্তিযুদ্ধের মহত্ব বলতে আমি বুঝিয়েছি - মুক্তিযুদ্ধের মহিমা, গুরুত্ব এবং যুদ্ধকালীন ভয়াবহতা স্বীকার করা।
৭| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:০৯
ঠাকুরমাহমুদ বলেছেন:
ব্লগে গত এক বছরে শেখ হাসিনাকে নিয়ে সহস্র ষহস্র পোস্ট এসেছে! আশা করছি সপ্তাহ দশ দিনের মধ্যে শেখ হাসিনা ও তাঁর রাজনীতি নিয়ে একটি পোস্ট দিতে পারবো। আরও আশা করছি লেখাটি পড়ে আপনার ভালো লাগবে।
ভবিষ্যদ্বাণী - আমাদের দেশে জামাত শিবিরের সদস্য সংখ্যা হুহু করে বাড়তে থাকবে। সুর্য পশ্চিম দিকে উদয় হতে পারে, কিন্তু আমার কথা ভুল হবে না। - সময়ের সাথে সাথে মিলিয়ে নিবেন।
আপনার পোস্টে মোটামেটি ব্যাখ্য দিয়েছেন, তবে ব্লগার জাদিদ সাহেব হিসেবে আরও খোলা ব্যাখ্যা দিতে পাতেন। আপনি পোস্টে ১০ এ ৬ পেয়েছেন।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:২৩
জাদিদ বলেছেন: প্রিয় ঠাকুর ভাই, আশা করি ভালো আছেন। আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানবেন।
আমি আপনার কথার সাথে একমত। ভবিষ্যতে এমনও হতে পারে যে আওয়ামী লীগই আবার জামাতের হাত ধরে এই দেশের রাজনীতিতে স্বক্রিয় হবে। আপনি যদি সাম্প্রতিক সময়ে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদির ছেলের কথা শুনে থাকেন তাহলে দেখবেন, তিনি বলেছেন - শেখ মুজিবর রহমান নিঃসন্দেহে বাংলাদেশের স্থপতি, কিন্তু তার পরিবারের কেউই ভালো মানুষ না।
এই ধরনের একটি স্টেটমেন্ট যদি দেশের অন্য রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির কাছ থেকে আসতে পারত, তাহলে এই দেশে আওয়ামী লীগের নাম খুব দ্রুতই নিশ্চিহ্ন হয়ে যেতে পারত। কিন্তু সেটা হলো না। ফলে এই দেশের একটা বড় অংশ যারা মুক্তিযুদ্ধকে গুরুত্ব দেয় বা মুজিবকে পছন্দ করে তাদের একটি বিকল্প আশ্রয় হতো।
আমি ভাইয়া রাজনৈতিক জ্ঞান খুবই কম ধারন করি। ফলে আমার জন্য এর চেয়ে বেশি খোলা ব্যাখ্যা দেয়া চাইলেও হয়ত সম্ভব না।
আমি বিশ্বাস করি - বাংলাদেশের রাজনীতি থেকে শেখ হাসিনার বিদায় ঘটেছে অত্যন্ত করুন ভাবে তার নিজ কর্মফলে। ফলে তার আর এখানে ফিরে আসার সুযোগ নেই।
তবে হ্যাঁ! যদি তিনি অনেক বড় রাজনৈতিক খেলোয়ার হয়ে থাকেন এবং আওয়ামী লীগকে আবার রাজনীতিতে সময়ের আগে স্বক্রিয় করতে চান তাহলে হয়ত তিনি দেশে ফিরে আত্মসমর্পন করবেন। এটার সাথে জড়িয়ে থাকবে আসল জিও পলেটিক্স! সেটা হবে কঠিন খেলা। আমি বিশ্বাস করি - বাংলাদেশের বর্তমান দুর্বল ইন্টরিম সরকার এই চাপ সামলানোর ক্ষমতা রাখে না।
৮| ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ১১:৫০
মেহবুবা বলেছেন: আমরা ইতিহাস, বর্তমান কোন কিছু থেকে শিক্ষা নেই না। আমরা কি কম শিক্ষিত নাকি।
মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতির খেলায় মুক্তিযুদ্ধ যেন লজ্জা পেল।
জুলাই এ নিহতদের কথা লিখেছেন, তবে যারা আহত, পঙ্গু শরীরে এবং মনে তাঁদের কথা ভেবে কষ্ট পাই; ওরা যেন ভাল থাকে, ওদের মূল্যায়ন যেন করা হয়।
** আমার আগের মন্তব্য অনুগ্রহ করে মুছে দেবেন।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:২৫
জাদিদ বলেছেন: হ্যাঁ আপু। অনেক সাধারন মানুষ শ্রেফ বলি হয়েছে। তারা শুধু দেশের ভালো চেয়েছিলো কিন্তু এই দেশের রাজনীতি তাদের মুল্যায়ন করেনি, সামনেও করবে না। ফলে আপনি আমি অন্তত তাদের দুঃখে যদি পাশে না দাঁড়াতে পারি, তাহলে বেচারাদের যাওয়ার কোন জায়গা থাকবে না।
৯| ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:১২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আর কেউ যেন স্বৈরশাসক হয়ে না উঠে, আর কাউকে যেন টেবিলে ধোঁয়া উঠা ভাত ফেলে দেশ ছেড়ে পালাতে না হয় এই কামনা রইল।
০৬ ই আগস্ট, ২০২৫ রাত ১২:২৬
জাদিদ বলেছেন: আমিও সেটা প্রত্যাশা করি। এই দেশে প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক। কিন্তু আমাদের এই প্রত্যাশা সম্ভবত বাস্তব সম্মত নয়।
১০| ০৬ ই আগস্ট, ২০২৫ রাত ৩:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
দেশের প্রতিটি মানুষকে সততা, সত্যবাদিতা ও দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করতে হবে।
সততা নাই বললেই চলে।
ঘুষকে মানুষ জায়েজ মনে করে।
এটাকে বদলাতে পারবে কারা?
১১| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ৮:৫৩
রাজীব নুর বলেছেন: আসল কথা হচ্ছে-
এই বাংলাদেশে যারাই রাজনীতি করবে, দিনশেষে তাদেরই করুন অবস্থা হবে। হোক হাসিনা বা খালেদা, হোক এরশাদ। হোক জিয়া বা শেখ মুজিব।
১২| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৩৩
ক্লোন রাফা বলেছেন: রাজাকার শব্দটি থেকে মুক্তি পাওয়ার জন্য সকল রকম প্রচেষ্টা ব্যর্থ হয়েছে জামাত শিবিরের। এমন কোন পথ নেই তারা গ্রহণ করে নাই। অর্থনৈতিক ভাবে শক্তিশালী জামাত প্রচুর অর্থ ব্যয় করেছে এই প্রজেক্টে।কিন্তু তারা পরিত্রাণ পায়নি এই কলঙ্ক থেকে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে অনেকে বিষোদগার করেছে বিতর্কিত করতে চায় এখনো। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি মুক্তিযুদ্ধের চেতনার মানদণ্ডের কোনো বিকল্প বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে না।
অ.তানভীররা হোচ্ছে সেই প্রজন্ম যখন বাংলাদেশে বঙ্গবন্ধু, জয় বাংলা ও মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে কুণ্ঠিত ছিলো। কাজেই তাদের কাছে সবাইকে চেতনার ব্যবসায়ী মনে হয়। তার উদ্দেশ্যে বলছি আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধ প্রশ্নে এখনো জীবন দিতে প্রস্তুত।
ধন্যবাদ॥
১৩| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১০:৫৬
নতুন নকিব বলেছেন:
আমরাও ২০২৪ এর জুলাইয়ে অন্যায়ভাবে নিহতদের মাগফিরাত কামনা করছি। একান্তভাবে প্রত্যাশা করি, আর যেন কোনো স্বৈরাচার এদেশের গণমানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। +
১৪| ০৬ ই আগস্ট, ২০২৫ সকাল ১১:১৩
আরইউ বলেছেন:
@জাদিদ, ভালো আছি, অসংখ্য ধন্যবাদ!
ক্লোন রাফার মন্তব্যের একটা অংশ পড়ে খানিকটা হেসে নিলাম। অপুদের প্রজন্ম যদি সবাইকে চেতনার ব্যবসায়ী মনে করে, তাহলে এর দায়ভার আসলে কার? মুক্তিযুদ্ধের চেতনাকে বাজারে পণ্য বানিয়ে ফেলা লুটেরারাই তো এই অবস্থার জন্য দায়ী, তাইনা?
ট্রাইবাল মেন্টালিটি, অন্ধ সমর্থন, আত্মসমালোচনা নিতে না পারা, বাস্তবতাকে অস্বীকার করা, এসবই নিজের-দেশের-দশের জন্য চরম অকল্যাণকর।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০২৫ রাত ৯:২৭
আরইউ বলেছেন:
জাদিদ,
পোস্টের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ না করে উপায় নেই। তোতো শোনালেও নির্মম বাস্তবতা। আর, বাংলাদেশ নামক রাষ্ট্রটির জন্মে সবচেয়ে বড় ভূমিকা রাখা দলটিই দেশের কী এক অপরিসীম ক্ষতি যে করেছ তা যদি দলটি বুঝত!
"আমাদের জুলাই প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ভূমিকা ও মহত্ব কাগজে-কলমে থাকলেও আদর্শগতভাবে নেই" এটা আমারও উপলব্ধি। আর মুক্তিযুদ্ধকে "লঘুকরণ" প্রক্রিয়াটি দেশে থাকা জামাত-শিবির এবং দেশের বাইরে থাকা জামাতের ফ্রান্স শাখার নায়েবে আমীর-এর নেতৃত্বে ভালোভাবেই চলছে।
ভালো থাকুন, সবসময়!