![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিএনপির রাজনীতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা নিজ দলের বুদ্ধিজীবিদের মুল্যায়ন করেন না তারা মুল্যায়ন করে সকল উগ্রবাদী ভাড়া খাটা বুদ্ধিজীবিদের। গত কয়েক বছরে বিএনপির পক্ষে কথা বলা যে সকল অ্যাক্টিভিস্ট জেলে খেটেছে, জুলুমের শিকার হয়েছে তাদের সামান্য ধন্যবাদ দিয়েই দল কাজ সেরেছে। যারা দলকে নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের কোন 'বেইল' নাই।
৫ ই আগষ্টের কলাকুশলীদের সম্পর্কে বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যকে কেন্দ্র করে তাকে শো কজ করা হয়েছে। তার কথার একটা বড় অংশ তো মিথ্যা নয়। আওয়ামী সরকার পতন হবার পর দেখা গেল - ছাত্রলীগের সদস্য হিসাবে অতি ছাত্রলীগ হয়ে উঠে মানুষকে জুলুম অত্যাচার করা একটা বড় অংশ ছাত্র শিবিরের। সাদিক কায়েম থেকে শুরু করে সবাই।
আমরা যারা এই আন্দোলনের স্বপক্ষে ছিলাম আমরা কখনই আওয়ামী ন্যারেটিভ হিসাবে এই আন্দোলন জামাত শিবিরের আন্দোলন তত্বকে মেনে নিই নি কারন আমরা সবাই চেয়েছি একটি কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটুক, একটি মাফিয়া তন্ত্রের অবসান ঘটুক। সবচেয়ে বড় কথা ততদিনে ততদিন আওয়ামী লীগ মিথ্যেবাদী রাখালে পরিনত হয়েছে। শেষ মেষ যখন বাঘ আসলো তখন আর কেউ বিশ্বাস করলো না। এটা আওয়ামী লীগের রাজনৈতিক ব্যর্থতা।
মুল প্রসঙ্গে ফিরে আসি। বিএনপি নেতা ফজলুর রহমানকে শোকজ করা হয়েছে ভালো কথা। কিন্তু তিনি যা বলেছেন সেটার জন্য যদি মবের শিকার হতে হয়, তাহলে সেটার প্রভাব হবে ভয়াবহ! আশা করি এই বেহুদা কাজটি ইন্ট্রেরিম সরকার হতে দিবে না।
আমার বক্তব্য খুবই সুস্পষ্ট - মুক্তিযুদ্ধ নিয়ে, ১৯৭১ নিয়ে যাদের চুলকানী আছে, যারা আমাদের বীরশ্রেষ্ঠকে গাদ্দার বলে - তাদের আমি ঘৃণা করি, তাদের মুখে আমি থুতু দিই, আজন্ম দিয়ে যাবো। আমি আওয়ামী জাহেলিয়াত নিয়ে উচ্চকন্ঠ থাকব কিন্তু এই নয় আমি শুয়রের সাথে সহবাসের ফতোয়াকে স্বীকার করব।
এই ঘটনার পর ফজলুর রহমান যে ভাষায় দৃঢ় চিত্তে কথা বলেছেন - আমি তাঁকে শ্রদ্ধা জানাই। স্যালুট জানাই।
আপনি ছাগুদের চাপে মাথানত করবেন না। এই দেশ কখনও ছাগুদের ছিলো না, আমরা তাদের হতেও দিবো না।
বিঃদ্রঃ যারা আজকে ফজলুর রহমানের সমালোচনা করেন হাসিনা আমালে তার ভাষন শুনে আইসেন। হাসিনা আমলে এই ভাষায় কথা বলতে যেটা লাগত সেটা আপনাদের নেই এবং তিনি আপনাদের মত মোনাফেক না।
ছাগু দেখা মাত্রই লাথির উপর রাখা একটি নৈতিক দায়িত্ব।
২| ২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:২২
বিজন রয় বলেছেন: ছাগুদের প্রতি আপনার ঘৃণা সবসময় সমর্থন করি।
সাথে আছি।
৩| ২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৭
সৈয়দ কুতুব বলেছেন: ফজলুর রহমানের কার্যক্রমের সাথে একমত নই। তবে উনাকে গ্রেফতার করা হলে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে।
৪| ২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮
অন্ধকারের আলোর দিশারী বলেছেন: এ সেই ফযলুর রহমান যে হাসিনার ১৭ বছরের শাসনে আওয়ামী লীগ এর কড়া সমালোচনা করেও টিকে ছিলো। কোন আওয়ামী লীগ ই তাঁকে কিছু করার সাহস পায় নি। আজ বি এন পি ফযলুর রহমানকে শোকজ দিয়ে এটাই মনে করিয়ে দিলো মানুষ তাঁর আপনদের থেকেই বেশি আঘাত পায়। যদিও বি এন পি এর এই শোকজ ফজলুর মত লোকদের কিছু আসে যায় না.।
৫| ২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৬:৫৪
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
সাহসী মানুষ।
সাহসী কথা।
সাহসী বক্তব্য।
৬| ২৫ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:০৩
শ্রাবণধারা বলেছেন: আমি খুবই হতবাক হয়েছি যখন শুনলাম ফজলুর রহমানকে বিএনপি শোকজ করেছে। রাজাকারের বাচ্চারা দেখি ইলিয়াস-পিনাকির শেখানো রাস্তায় তাকে ফজু পাগলা বলছে আর তার ছবির উপর জুতা মারছে। কিন্তু তাই বলে বিএনপি তাকে শোকজ করবে- বিএনপিকে এতটাই নির্বোধ!
বিএনপি যে একটা বুদ্ধিহীন গাধার বাচ্চার দল, এই শোকজ তার একটা বড় প্রমাণ।
৭| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৮:৪১
কামাল১৮ বলেছেন: বিএনপি রাজাকারদের দল।এই বিএনপি জিয়ার দল না,এটা খালেদা জিয়ার দল।১৫ ই আগষ্ট তার জন্ম দিন।
৮| ২৫ শে আগস্ট, ২০২৫ রাত ৯:৩৩
ইফতেখার ভূইয়া বলেছেন: উনি একজন মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ, জ্ঞাণী এবং বয়োজোষ্ঠ্য ব্যক্তি। উনার প্রতি আমার শ্রদ্ধা আছে তবে তাকে তার বক্তব্যে আরো সংযত হওয়ার প্রয়োজন রয়েছে। ২৪- এর আন্দোলনকে বার বার জামাত-শিবিরের আন্দোলনের ট্যাগ দেয়াটা দুঃখজনক। ব্যক্তিগতভাবে এ ধরনের বক্তব্যকে আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করি তা সে যেই-ই বলুক না কেন। যারা এসব বলেন তাদেরকে মূলত ফ্যাসিস্ট অথবা ফ্যাসিস্ট সিমপ্যাথাইজার বলেই মনে করি।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১৬
ডার্ক ম্যান বলেছেন: দেখা যাক কি হয়