![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
https://www.facebook.com/RajshahirAmm
সাপদের মধ্যে সবচে বড়ো হলো অজগর (Python)। কিন্তু বিষাক্ত সাপদের মধ্যে সবচেয়ে বড় হলো- শঙ্খচূড়। আমাদের গোখরো সাপের (Cobra) সঙ্গে খানিক সাদৃশ্য আছে এদের। তাই এদের রাজ-গোখরো বা King Kobra বলা হয়। ধারণা করতে পারো কতো বড়ো হয়! এরা প্রায় ১৮-২০ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। মাটি থেকে প্রায় ৫ ফুট পর্যন্ত উঁচু হয়ে ফণা তুলে দাঁড়াতে পারে এরা। এদের বিষ-ধারণ মতাও সবচেয়ে বেশি। যে পরিমাণ বিষ এরা জমা রাখে তাতে মানুষ তো মারা যায়-ই, পূর্ণবয়ষ্ক একটি হাতিও নাকি অক্কা পায় মাত্র ৩ ঘন্টায়। তবে এরা সাধারণত মানুষের কাছাকাছি আসে না। ফণা তুলে শুধু ভয় দেখাতে চায়। ছোট ছোট নির্বিষ সাপই এদের খাদ্য। এদের সাধারণত দণি-পূর্ব এশিয়ার জঙ্গলেই দেখা যায়।
১৩ ই মে, ২০১০ দুপুর ১:০২
মো: আবু জাফর বলেছেন: ধন্যবাদ !! চেস্টা করছি !
২| ১৩ ই মে, ২০১০ সকাল ১১:৪৪
সিংহ বলেছেন: আমার জানামতে সবচেয়ে বড় সাপ Anaconda. আর Python এবং Anaconda দুটাই Boa constrictor জাতের। বাংলাদেশের সিলেটে এক্ সময়
প্রচুর King Kobra দেখা যেত।
১৩ ই মে, ২০১০ দুপুর ১:০৩
মো: আবু জাফর বলেছেন: তথ্য দেবার জন্য ধন্যবাদ !
৩| ১৩ ই মে, ২০১০ দুপুর ১:৩৮
হাম্বা বলেছেন: সেতূ বলেছেন: জি ভাই NGO চ্যানেলে দেখেছি.....
সে দিন পত্রিকায় ও দেখলাম বাংলাদেশেও আছে এ সাপ.....
পোষ্টি আরো কিছু তথ্য দিলে ভালো হতো.....
৪| ১৩ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
মো: আবু জাফর বলেছেন: হাম্বা বলেছেন: সেতূ বলেছেন:
আর কত রে ভাই স্বাক্ষর করেন অক্ষর দিয়া !!!
৫| ১৪ ই মে, ২০১০ ভোর ৬:৩৯
হাসান মাহবুব বলেছেন: সোন্দর সাপ
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১০ সকাল ১১:১১
সেতূ বলেছেন: জি ভাই NGO চ্যানেলে দেখেছি.....
সে দিন পত্রিকায় ও দেখলাম বাংলাদেশেও আছে এ সাপ.....
পোষ্টি আরো কিছু তথ্য দিলে ভালো হতো.....