নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

. . .

....

জাফরুল

ভবিষ্যতে একটা হাসপাতাল বানাতে চাই। যেখানে স্বার্থ আর অর্থ-বিত্তের মোহে মনসিক অসুস্থ মানুষগুলিকে চিকিৎসা দেয়া হবে।

জাফরুল › বিস্তারিত পোস্টঃ

মামারা একটু এদিকে আসেন!! সরি! আপনারাতো আমার বাপের শালা হন না।B-)

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৭

► মামা একটা চা দুই কাপে দেন তো!



► মামা টিএসসি যাবেন?



► মামা দুইটা ঝাল মুড়ি দিয়েন, একটাতে ঝাল বেশী হবে;)



► মাম্মা জটিল একটা মুভি আইছেরে, চল দেইখা আসি।



► মামা হুডটা তুইলা দিয়েন তো!;)





এতক্ষণ যেসব মামাদের কথা বলেছি, তারা কি আমার বাপের শালা লাগেন?:) যদি না লাগেন তাহলে গড়ে সবাইকে আমরা ‌‌‍'মামা' বলি কেন? আচ্ছা এই 'মামা'র আবিষ্কার কবে বা কে শুরু করেছেন, কেউ বলতে পারবেন কি?



মামা টাইপের আরো সম্পর্ক আছেতো। যেমন- চাচা, ফুফা, খালু ইত্যাদি। অথবা স্মার্টলি ইংরেজিতে ডাকতে পারেন Uncle বলে।



আমি ব্যক্তিগতভাবে সবাইকে ভাই বলেই সম্বোধন করতে পছন্দ করি। যারা দেখতে বেশী মুরুব্বী টাইপের তাদেরকে সম্বোধন করি Uncle।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

তোমোদাচি বলেছেন: ইস! কতদিন কাওরে মামা ডাকি না ! :(

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

জাফরুল বলেছেন: অনেকদিন তো ডাকলেন মামা, এখন থেকে চাচা ডাকা শুরু করেন। B-) B-)

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

poops বলেছেন: আরে মাম্মা ভাল আছেন তো? :P

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

জাফরুল বলেছেন: সরি! আমি আপনার বাপের শালা না :)

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: জাফরুল মামা ,জটিল একটা পোস্ট হইছেরে........

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৫

জাফরুল বলেছেন: সরি! আমি আপনার বাপের শালা না :)

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

জনদরদী বলেছেন: অথবা স্মার্টলি ইংরেজিতে ডাকতে পারেন Uncle বলে।

যারা দেখতে বেশী মুরুব্বী টাইপের তাদেরকে সম্বোধন করি Uncle।


আপনার পোষ্ট পড়ে মুগ্ধ হলাম । মামা বলতে সমস্যা কিন্তু Uncle বলতে সমস্যা নাই । হায়রে বাঙালি ! বাংলায় বলতে সমস্যা আর ইংরেজিতে স্মাটনেস ।

২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

জাফরুল বলেছেন: জনদরদী ভাইর তো সবার জন্যই দরদ থাকার কথা, আমার জন্য দরদহীনের মত কমেন্ট করলেন কেন!

সবাইকে গড়পড়তা মামা বলাটা আমার কাছে বিরক্তিকর মনে হয়।Uncle মানে কিন্তু শুধু মামা নয়, এটা দ্বারা চাচা, ফুফা, খালূকেও বুঝায়। তাই বলে সবাই কিন্তু আমাদের মামা, চাচা, খালূ, ফুফা নয়, Uncle বলা মানে মাঝে-মাঝে সম্বোধনে ভিন্নতা আনা।

আমার পোস্টের মূল পয়েন্ট আপনি এড়িয়ে গেছেন। আমার প্রশ্ন ছিল- সবাইকে 'মামা' সম্বোধন কেন, কেন অন্য কোন সম্বোধন নয়। যারা সমবয়সি কিংবা কিছু ছোট বা বড়, তাদেরকে কেন ভাই নয়, আমার পয়েন্টটা ছিল এটা।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

ইথান মাহমুদ বলেছেন: সমস্যা হল যারে তারে মামা বললে আপনি তারে বাপের শালা মনে করেন কিন্তু বাকি যারা আছে তারা তা মনে করে না। আসল মামার স্থান আসল জাগায়।
আপনাকে মামা বলে ডাকলাম তাতেই আপনি আমার বাপের শালা হয়ে গেছেন?? যদি মনে করেন তাই.....


সমস্যা কিছুই না। আমরাই সমস্যা সৃষ্টি করি যেমন আপনি আপনার জন্য সমস্যা সৃষ্টি করলেন।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

জনদরদী বলেছেন: ইথান মাহমুদ আমার হয়ে আপনাকে উত্তর দিয়ে দিয়েছে ।

কাউকে মামা ডাকলে তাকে কি অপমান করা হয় ? যদি না হয়; তাহলে সমস্যা কোথায় ? যে কোন মানুষের সবচেয়ে প্রিয় যে মানুষ সেই মায়ের ভাই হিসাবে কাউকে ডাকলে যদি আপনার কাছে অপরাধ মনে হয়, তাহলে আপনাকে বলার কিছু নাই । মামার পাশাপাশি চাচা শব্দটাও বহুল ব্যবহৃত । যদিও মামার পরিমানটা অনেক বেশি ।
সমস্যা অন্য কোথাও না সমস্যা আপনার মনে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.