নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

. . .

....

জাফরুল

ভবিষ্যতে একটা হাসপাতাল বানাতে চাই। যেখানে স্বার্থ আর অর্থ-বিত্তের মোহে মনসিক অসুস্থ মানুষগুলিকে চিকিৎসা দেয়া হবে।

জাফরুল › বিস্তারিত পোস্টঃ

ছেলেমেয়েদের রাস্তাঘাটে এ কি ধরণের প্রেমলীলা???

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৪৩

রাস্তাঘাটে চলতে গেলে একটা দৃশ্য দেখে প্রায়ই আমাদের একটা বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয়, সেটা হচ্ছে পথেঘাটে থাকা কুকুরগুলোর বেসামাল জৈবিক চাহিদা মেটানোর দৃশ্য। আর এ অবস্থায় যদি ছোট কেউ অথবা পরিবারের কেউ সঙ্গে থাকে তাহলেতো কেমন লাগে যারা এ অবস্থায় পরেছেন তারা ভালো করেই জানেন। তখন মনেহয় বেটা কুকুর আর জায়গা পেলিনা!!X(X(

কেউ কেউ হয়তো এগুলোকে তাড়িয়ে দেয়। কিন্তু নিশ্চয়ই কেউ কখনো এই কুকুরগুলির মানসম্মান নিয়ে প্রশ্ন তোলেনা, অথবা এদের বাবা-মা নিয়ে কথা বলেনা অথবা এদের লজ্জাবোধ নিয়ে কিছু বলেনা। কেন বলেনা? কারণ এরা পশু, এরা কুকুর। মানুষের মত এদের বিবেক-বুদ্ধি, লাজ-শরম, অত্মসম্মান বোধ কিছুই নেই।



কিন্তু যদি মানুষ এদের মত রাস্তা ঘাটে, উন্মুক্ত স্থানে যেখানে চারপাশ থেকে অন্য দশজন দেখতে পায় এমন জায়গায় বসে এসব বেহায়াপনা, বেসামাল আচরণ করে তাহলে আপনারা কি বলবেন?

তাহলে পশু আর আমাদের মাঝে পার্থক্য কি রইলো?



আজ সন্ধ্যার পর তিন ফ্রেন্ড মিলে বেইলি রোডের ভিকারুন্নিসার বিপরীতের ছাউনীতে বসলাম। দুই ফ্রেন্ড বসেছে আমার ডান পাশে, আমার বাম পাশে কিছুটা জায়গা খালি ছিল। কিছুক্ষণ পর সেখানে দুইটা ছেলেমেয়ে এসে বসলো, তাদের বিপরীতের বেঞ্চে আরো দুইটা ছেলে বসলো। বুঝলাম চারজন একসাথেই এসেছে। কিছুক্ষণ যেতে না যেতেই ছেলেমেয়ে দুজন জড়াজড়ি করে সশব্দে চার ঠোটের মিলন ঘটাতে লাগলো। সামনের ছেলে দুটো ভাবলেশহীন। যেন এই দৃশ্য দেখে দেখে তারা অভ্যস্ত। আমার ডান পাশের ফ্রেন্ড দুজন আমার দিকে ফিরে কথা বলছিল আর কিছুক্ষণ পর পর ওইদিকে তাকানোর জন্য ইশারা করছিল। বুঝলাম রিপিট হচ্ছে।X(X(X(

এর মধ্যে একটা ফ্রেন্ড একটু ফাজিল টাইপ, ও বললো দোস্ত হাতও চলছে! বললাম তাহলে চল আমরা পা চালাই।



বুঝলাম না। প্রেম করে ভালো কথা, কিন্তু তাই বলে জনসম্মুখে এসব করে নিজেদের কি প্রমাণ করতে চাইছে এরা। স্মার্ট, আধুনিক, প্রগতিশীল???

কিন্তু না! এরা এর কোনটাই না। এরা বরং আদিম যুগে ফিরে যাচ্ছে। যখন মানুষ ছিল বর্বর, অসভ্য।

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫০

নর্থপোল বলেছেন: হ্যারা যা করে করুক, আফনে জঙ্গি বোমা না মারলেই হইল। হ্যারা এ দেশের নাগরিক, বেয়াইনী কিছু না করলে আফনার কিছু করার নাই। আইন পছন্দ না হলে ভোট দিয়া যে ওই আইন করবে তারে আনেন।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৩

জাফরুল বলেছেন: জনসম্মুখে এসব করার আইন বাংলাদেশে কবে থেকে চালু হলো?

২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১:৫৮

মো: আজিজ মোর্শেদ বলেছেন: এইডারে বলে কুত্তার লাহান জুইড়া যাওয়া......

৩| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৯

মেংগো পিপোল বলেছেন: ভাইরে এরাই আসল বাংয়ালী। আর আমার মা, বোন, বৌ হিজাব পরে বলে তার আর যাই হোক বাংয়লী নয়। আজব মানুষের ভিড়ে বাস করি ভাই। সত্যিই অবাক লাগে। "আমি চিৎকার করে কাদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার" এই অবস্হা আমাদের।

৪| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩০

নীলতিমি বলেছেন: মো: আজিজ মোর্শেদ বলেছেন: এইডারে বলে কুত্তার লাহান জুইড়া যাওয়া...... /:) /:)

৫| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৪৫

তারেক বলেছেন: লাগাও পল্টি

৬| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৫৬

ইয়ািসর অাহেমদ বলেছেন: ভারতে এইসব অনেক কমন। আর তাদের ফোলো না কইরা কি বাংলাদেশী পোলাপান থাকতে পারবো। যে হারে মুভি আর সিরিয়ালে দেখায় তারই প্রতিফলন আর কি।

৭| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:০২

রিয়াজ৩৬ বলেছেন: ১নং কমেন্টে ঐ অসভ্য পালের একটাকে পাওয়া গেল।

৮| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২০

ননদালীনাজ বলেছেন: এরা বাঙ্গালী :)

৯| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৭

লজিক মানুষ বলেছেন: কি আর করবে বলেন, ওদের তো আর গোপোন রুম দেওয়া হয় না। আবার যার যার বাসায় চলে গেলে তো চান্চ ই পায় না। তাই বলে তো আর প্রেম থেমে থাকতে পারে না....।

আর এখনকার অবিভাবকেরাও তো ওদের শুনায় না যে 'বাপ/মা তোরে এই সামনের মাসেই বিয়া দিমু, এখন কোন কু-কাম করিস না।' তাইলে তো ওরা বিয়ে করেই যা করার করতো।

বরং অবিভাবকেরা বলে 'না! ওর তো এখনও বিয়ে করার বয়স ই হয় নাই, আরও ১০বছর পরে ও নিয়ে চিন্তা করবো।'

এ কথা পোলা/মাইয়ার কানে গেলেই তো সে মনে মনে জিদ ধরবেই। আমারা রাস্তা-ঘাটে যেসব দেখছি তা ঐ জিদেরই ফসল।

কি আর করা, আপনিও আমার মতো জিদ করতে পারেন নাই বইলা দেখেও না দেখার ভান করে চলে আসবেন।

১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০৩

জাফরুল বলেছেন: কি আর করা, আপনিও আমার মতো জিদ করতে পারেন নাই বইলা দেখেও না দেখার ভান করে চলে আসবেন।

ভাই আমার কাছে মনে হয় এটা জেদ নয়, এটা সুস্থ্য রুচিবোধের অভাব।

১০| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নীলতিমি বলেছেন: মো: আজিজ মোর্শেদ বলেছেন: এইডারে বলে কুত্তার লাহান জুইড়া যাওয়া...... /:) /:)

১১| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৫৬

সোহানী বলেছেন: হা এটা আমিও ইদানিং খেয়াল করেছি। আশ্চর্য এখানে ধর্ম বা হিজাব কেন টানছেন পাঠকরা??? আপনারা কি ভুলে গেছেন আমাদের ঐতিয্য বা সংস্কৃতি যে আমরা ওপেনলি ছেলে মেয়ে একসাথে এভাবে মেলা মেশা করি না। আমি ঘৃনা করি এ ধরনের সংস্কৃতিকে আর পরিবার বা কর্তা ব্যাক্তিকে দোষ দেই কারন ভারতীয় টিভি চ্যানেল আর পরিবারই এর জন্য দায়ী।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫১

জাফরুল বলেছেন: ভারতীয় টিভি চ্যানেলের দোষ দিয়ে নিজেদের দায় এড়ানো যাবে না। তাদের প্রতি আমার সাফাই নয়, আমি বলতে চাচ্ছি সেটা আমরা না দেখলেই হয়। তারাতো আমাকে বাধ্য করছে না দেখার জন্য। আমি মনে করি বাংলাদেশের নাটকের মান অনেক অনেক ভালো তাদের পরকিয়া মার্কা সিরিয়ালের চেয়ে। কিন্তু এরপরও কেন দেখছে না একশ্রেণীর দর্শক। আসলে এরা নিজেদের দেশকে মূল্যায়ন করেনা।

১২| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:১৩

মিনহাজুল হক শাওন বলেছেন: লজিক মানুষের লজিকের সাথে সহমত। ছেলেমেয়ে ১৫-১৬ বছরেই যৌবন প্রাপ্ত হয়। আপনি বিয়া দিবেন ১৫ বছর পর। এই কয়দিন কি আঙুল চুষবে নাকি? বৈধভাবে বিয়ে শাদী দিলেই তো ল্যাটা চুকে যায়।

১৩| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:২০

িভৃতচারী বলেছেন: প্রকাশ্যে চুমু খাওয়া এ দেশে অপরাধ, ঘুষ খাওয়া কখনও নয়। :) B-) B-) B-)

আসলে দোষ কিছুটা আমাদের অবিভাবকদের উপর ও বর্তায়। সঠিক সময়ে ই ছেলে মেয়েদের বিয়ে দেয়া উচিত।

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

জাফরুল বলেছেন: ঘুষ যে খায়, আর কিস যে করে
তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে B-) B-)

আপনারা অনেকেই দেখি বিয়ের কথা বলছেন। একটা মেয়েকে হয়তো এ বয়সে বিয়ে দেয়া যায়। কিন্তু একটা ছেলে কি পারবে জীবনের হাল ধরতে এই বয়সে। কিন্তু তাই বলেতো রাস্তাঘাটে এভাবে বেলেল্লাপনা করা উচিত নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.