![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভবিষ্যতে একটা হাসপাতাল বানাতে চাই। যেখানে স্বার্থ আর অর্থ-বিত্তের মোহে মনসিক অসুস্থ মানুষগুলিকে চিকিৎসা দেয়া হবে।
জানালা ৮.১ প্রো সেটাপ দিলাম। এখন এ্যাকটিভ্যাশন প্রক্রিয়া নিয়ে দ্বিধায় আছি। কোন প্রক্রিয়ায় এ্যাকটিভ করবো বুঝতে পারছিনা। যেমন-skype method, KMSpico নাকি কোন Crack দিয়ে । আপনাদের সুপরামর্শ পেলে বাধিত হবো।
অনেকদিন আগে জানালা ৮.১ সেটাপ দিলাম এবং যথারীতি স্কাইপে মেথডে এ্যাকটিভ করলাম। কথা ছিল আজীবন মেয়াদ এবং আপডেট করতেও পারবো। কিছুদিন পর আপডেট দিলাম। কিন্তু তার দুদিন পরই কি থেকে কি হলো বুঝলাম না। পিসি বন্ধ হয়ে গেল। তারপর ওপেন করতে গেলে কয়েকটা ওয়ার্নিং/এরর ম্যাসেজ আসে। কিছু করতে না পেরে শেষে ৭-এ ফেরত গেলাম।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩২
জাফরুল বলেছেন: ধন্যবাদ আপনার মতামতের জন্য।
একেকজন একেক কথা বলে তাই একটু কনফিউজড্। আসলে জানার ছিল কোনটা বেশী নিরাপদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫
পথহারা নাবিক বলেছেন: আমি itnextএর ডিভিডি টা দিয়া সেটআপ দিছি!! অইটা crack করা আছে। কোনো সমস্যা নাই আমি ১ মাস যাবত ব্যাবহার করতেছি!!