![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রঙের দুনিয়ায় আমি এখনও ছাত্র,তবে শখের বশে লেখক, সাংবাদিক, অনুবাদক আবার কখনো আরও অনেক কিছু।
হেফাজতের সাথে জড়িত আশিভাগ কওমী মাদরাসার ছাত্র। এরা রাজনীতি করে না কিংবা জানে না, সারা বছর রাস্তায় থাকার মতো ইচ্ছা কিংবা ক্ষমতা তাদের নেই। ছয় তারিখের লংমার্চ করতে দিলে এরা লংমার্চের পর মাদরাসায় ফিরে যেতন। সরকার এবং কিছু অতিউৎসাহী বুদ্ধিজীবি নিজেরা গায়ে পড়ে মারামারি করতে আসছে।
হেফাজত বারবার বলছে, তাদের আন্দোলন নাস্তিকদের বিরুদ্ধে- তবে ইমরান এবং অন্যান্য স্কোয়াডগুলো এদের বাধা দিচ্ছে কেন? এরা কি নাস্তিক হিসেবে নিজেকে প্রমাণিত করছে না? এ দেশের মানুষের আবেগ ইসলামের প্রতি প্রবল। ফেসবুকে কিংবা ব্লগের হিরো মানেই বাস্তবের হিরো নয়। এ সত্যটা বোঝার শক্তি কি তাদের হয়নি? পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এর দায় কে নিবে?
গণতান্ত্রিক দেশে এ আচরণ মোটেও কাম্য ছিলনা শাহবাগের তরুণদের কাছে। রাতের হরতাল, শনিবারের অবরোধ দিয়ে নিজেরাই হাসির পাত্র হচ্ছে তারা। ফাজলামো এবং পাগলামির সীমা আছে, এর বাইরে গেলে সেটি হয় ঔদ্ধত্য এবং মাতলামি।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
শিব্বির আহমেদ বলেছেন: একটি সহজ সুত্রঃ রাজাকারের সমর্থক রাজাকার হলে নাস্তিকের সমর্থক নাস্তিক । আর অপরাধীর সমর্থক ও অপরাধী ।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮
অদ্ভুত স্বপ্ন বলেছেন: যথার্থ লিখেছেন।
লেখায় +++++
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৪
স্বপনবাজ বলেছেন: হুম ! হয়তোবা !