![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সামুর নতুন ভার্সনে প্রিন্ট অপশন কই? নাকি খালি আমার পিসিতে সমস্যা? আমি ফায়ারফক্স ব্যবহার করি। কেউ কি জানাবেন?
২| ০৩ রা জুন, ২০১৫ দুপুর ১২:৪৩
জাহাঙ্গীর গুরু বলেছেন: ভাই সামু হইল somewhereinblog এর সংক্ষিপ্ত রুপ। আগের ভার্সনে ব্লগের কন্টেন্টের নীচে প্রিন্ট অপশনটা ছিল। ওই প্রিন্ট অপশন ব্যবহার করে প্রিন্ট করলে শুধু ব্লগ কন্টেন্ট সাথে কমেন্ট গুলো প্রিন্ট হত। ডানে বামের অদরকারি জিনিশগুলো প্রিন্ট হত না। ফায়ারফক্সের প্রিন্ট কমান্ড ব্যবহার করে প্রিন্ট দিলে পেজ এর সব কিছুই প্রিন্ট হবে যা দরকার নাই। আসলে আমি প্রিন্ট অপশন ব্যবহার করি দরকারি জিনিশগুলা পিডিএফ করে রাখার জন্য।
আর সামুর প্রব্লেম তো সামুতেই পোস্ট করা উচিত। তাই না, কি বলেন?
যাই হোক আপনার রেস্পন্সের জন্য ধন্যবাদ। ভাল থাকবেন লেখক ভাই .....................
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৫ রাত ৮:২৬
ফারুক আহমেদ ফারুক বলেছেন: আগে বলেন সামু কি? আপনি যদি ফায়ারফক্স ব্যবহার করে থাকেন তাহলে একবারে ডানে ক্রস বাটনের নিচে দেখবেন তিনিটি স্টেপ সেখানে ক্লিক করে মুদ্রণ কিংবা প্রিন্ট লেখা অপশন পাবেন। আমি আমার নিজের মতো বুঝেছি তাই আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি কিনা জানি না? আর আপনি এ প্রশ্নগুলো ফেসবুকে করবেন এবং পারলে সম্পর্কিত কোনো পেজে করবেন। ভালো সাড়া পাবেন।