![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং
মেতেছে ওরা হত্যার নগ্ন উল্লাসে
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাব
মুসলিম খতম করতে মেতেছে ওরা,
ওদেশের মুসলমানরা বাংলাদেশে আসুক,
হয়তো অন্য কেউ চায় অস্থিশীল হউক বাংলাদেশ,
ষড়যন্ত্র নতুন নয় !
অত্যাচার করে তাড়াবে সে দেশ থেকে।
খুন করে শেষ করে দেবে শিকড়,জ্বা
লিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে !
চৌদ্দ গুষ্ঠির ভিটে মাটি সব.
বৌদ্ধ ভিক্ষুরা ভোগ করবে, ওরা মগ,
ওরা বর্বর,নিষ্ঠুর ,জঘন্য,মায়ানমার চায়
রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আসুক।
শিশু,নারী,যুবক,যুবতী ,পুরুষ ,বৃদ্ধ
কাটছে মাথার খুলি , ছিন্ন ভিন্ন করছে দেহাঙ্গ
রক্তে নদী বয়ে যায় ,কারবালা এখন পড়শী মায়ানমার
কষ্ট,হয়,ব্যথিত হৃদয় ,ওরাও মুসলমান। ওরাও মানুষ।
আকাশে বাতাসে লাশের পোড়া গন্ধ
পোকায় কিল বিল করে পরিত্যক্ত পঁচা দুর্গন্ধ লাশে
এ যেন ৭১ এর মুক্তি যুদ্ধের সেই বাংলা
পাকিস্তানী হানাদার সম নরখাদক মায়ানমার !
চায়না যাক ,ভারত যাক ,পশুর খাদ্য হোক ,
নয়তো পানিতে ভাসুক,আগুনে পুড়ুক।
সেই কবে থেকে পুড়ছে ওরা!
পাকিস্তানের সাথে যুক্ত হতে চেয়েছিলো মায়ামারের মুসলিম,
মোহাম্মদ আলী জিন্নাহ গং মেনে নেয় নি
আজও পুড়ছে জ্বলছে মায়ানমার ,মরছে মুসলিম।
যত আশ্রয় পাবে ততই আসবে জীবন্ত রোহিঙ্গা ,
যে দিকে আশ্রয় পাবে সে দিকেই ছুটবে , বাঁচার আশায়,
মায়ানমার সে সুযোগ নিতে চায়!
এ পারে মরণ ,ও পারে মরণ ,স্থলে মরণ ,জলে মরণ !
জ্বলে অঙ্গার হবে মুসলিম
চায়না খুলেছে উত্তর সীমান্ত বন্ধ ও হবে একদিন ,
কুলুপ এঁটেছে জায়ান্ট মুসলিম দেশ গুলু ,
তাদের আছে কতো অনাবাদি জমি !
মরুভুমি ,বাস যোগ্য করে দিতে পারে ,
অর্থ কি আল্লাহ ওদের কম দিয়েছে !
থামাবে না হত্যা যজ্ঞ ,ওরা কি মুসলিম নেতা হওয়ার যোগ্য?
হেরেমের আরামে ফুরসৎ কোথায় তাদের?
ইসলামের তীর্থ স্থান মক্কা আর মদিনায়
আর খোদার দেয়া তেলে আয়েশ করবে আরবীরা।
ছুটছে দিক বিদিক ,বাংলাদেশেও আসছে
অঘোষিত আশ্রয়ে হয়তো কেউ পাচ্ছে ,
সার্বভৌমত্ব রক্ষায় পুশব্যাক ও হচ্ছে।
এভাবে কতদিন চলবে আর!
বিশ্ব মুসলিম ,বিশ্ব মানবতা জাগ্রত হবে কবে,
হবে সময় সুযোগ জাত ধর্ম বুঝে।
মুসলিমের হাতে মুসলিম নিধন ,ভিন্ন ধর্মীয় হাতে
মুসলিমের মরণ , বিধাতার এ কোন বিচার !
মুসলিম খতম করতে মেতেছে ওরা
পুশ ব্যাক না পুশ ইন ,বাবর আলী পেরেশান
কত দিন চলবে মুসলিম নিধন !
মেতেছে ওরা হত্যার নগ্ন উল্লাসে !
সিঙ্গাপুর,২৫-১১-২০১৬ ইং
©somewhere in net ltd.