![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন ডিপ্লোমা প্রকৌশলী ,সাইট ইঞ্জিনিয়ার হিসাবে ২০০৮ সাল থেকে সিঙ্গাপুরে এস-পাশ নিয়ে কাজ করছি। এর পূর্বে ১৯৯৭ থেকে ২০০৮ সাল ছিলাম সৌদি আরবের বিভিন্ন স্থানে। লেখালেখি শখ,শখের সংবাদ প্রতিনিধিও বটে.ফ্রিল্যান্স। ছোটবেলা থকে মঞ্চে নাটক করতাম।নাটক লিখতাম।নব্বইয়ের দশকে পথ নাটক আর বেইলি রোড ,গাইড হাউস সহ নানা মঞ্চে অভিনয় করেছি। পরিচালনাও করেছি।সৌদি আরবেও একাধিক নাটক ও শতাধিক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে সাহিত্য জগতে পরিচিতি বিকাশ সিঙ্গাপুরে বাংলার কন্ঠ পত্রিকার মাধ্যমে।আন্তর্জাতিক রাইটার্স ফেস্টিভাল ,শ্রম ও প্রেমের কবিতা সহ বহুজাতিক সাহিত্য অনুষ্ঠানে অংশ নিয়েছি বাংলার কন্ঠের সাথে জড়িত থাকার সুবাদে হয়েছে.২০০০ সালে সৌদিতে একটি বই করেছিলাম কম্পিউটার প্রিন্টে। কবিতার বই ,নাম ছিল মরুমায়া।তা সংরক্ষণে নেই.২০১৫ সালে কবি গ্রন্থ \"প্রবাস থেকে বলছি,২০১৬ সালে উপন্যাস \"বন্ধু তুমি সায়াহ্নে,দুটি কাব্য গ্রন্থ একশো আশি ডিগ্রী ও কষ্ট বিলাস প্রকাশিত হয়েছে। ২০১১ সাল থেকে বাংলার কন্ঠের বিভাগীয় সম্পাদক,নিয়মিত ফিচার ,গল্প ,কবিতা ,উপন্যাস লিখছি, কবিতা হাজার ছাড়িয়েছে বহু পূর্বে।আর এখন অনলাইনে হরমেশাই লিখি,ফেসবুকতো আছেই। নিয়মিত মঞ্চ নাটক লিখছি,পরিচালনা,অভিনয় চলছে অবসরে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি নিয়ে বিদেশীদের কাচ্ছে তুলে ধরি লালা সবুজের রক্তাক্ত ইতিহাস,রক্ত স্নাত একুশের ইতিহাস,বাংলার অহংকার ঐতিহ্য় রক্ষায় দৃড় প্রতিজ্ঞ নিজেই নিজের কাছে। বাংলার কন্ঠ সাহিত্য পরিষদ ,প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) এর সাধারণ সম্পাদক ,সিঙ্গাপুরে।এছাড়া যৌতুক প্রতিরোধ আন্দোলন,বাংলাদেশ,বাংলাদেশ কবি পরিষদ,অনুশীলন সাহিত্য পরিষদ,অনলাইন গ্রুপ এসোসিয়েশন সহ নানা সংগঠনের সাথে যুক্ত আছি. সাহিত্যের পড়াশুনা নেই,তবু ও মনে যা আসে তাই বিভিন্ন চকে ফেলে লিখি।কখন কবিতা,গল্প,উপন্যাস হয়ে যায়,বেশির ভাগ সমসাময়িক লিখি। দুই কন্যা আর স্ত্রী আছে সেই সাথে একান্ন বর্তী পরিবার। প্রবাসীর আর তেমন কিছু নেই। শ্রমিক,শ্রম সাহিত্য,প্রবাসে শ্রম প্রতিভা নিয়ে কাজের অবসরে সময় কাটাই। ধন্যবাদ মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু ১৪-৫-২০১৬ ইং
দেশ বিদেশে তেলবাজি চলছেই
বাবর আলী পেরেশান!
জাহাঙ্গীর বাবু
কেউ তেল দেয়,কেউ তেল নেয়।মিথ্যে প্রবঞ্চনায়, তারিফের তেলে চলে তৈলমর্দন।ফুলেল শুভেচ্ছার আড়ালে,সেল্ফি,তুল্ফি,নেতার,দলের,সংঠনের দৃষ্টি আকর্ষন।নিজের ঢোল নিজে পেটাতে গিয়ে অন্যের ঢোল বাজানো শিরায় উপশিরায়,শিক্ষায় দীক্ষায়
প্রবাসে কাগুজে ব্যাক্তি সংঠনের নামে হাওয়াই পদ পদবী নিয়ে কষ্টার্জিত অর্থে তেলের ড্রাম নিয়ে বসে আছে কতিপয় দল সমর্থনকারী,সরকারী,বেসরকারী,ভ্রুকেট,আমলা,পদস্থন ব্যাক্তি বর্গদের জন্য।
প্রবাসের চাকরী হারিয়ে যারা দেশে কর্মহীন তাদের খবর নেয় তেল খাওয়া,মালিশ নেয়া ক'জন?
দেশে না হয় ঠিকাদারী নয় কিছু দক্ষিনার আগমন!
আশ্চর্য এক জাতি আমরা দল সমর্থন করতে গিয়ে ব্যাক্তি পূজায় মত্ত হয়ে পড়ি।জন্মগত ভাবেই যেন অন্যের পেছনে স্লোগান দেয়ার জন্যই জন্ম। যেন আদিকালের লাথি খাওয়া প্রভুভক্ত প্রজা আমরা। এগিয়ে যেতে তেল মালিশ করা যেন উৎকৃষ্ট পন্থা।অবশ্য প্রবাস কেন, দেশে,শহর বন্দর গ্রামে সবখানে স্তুতি গাওয়া প্রধান কাজ।একটা দল ও বাদ যায়না এই তেল মালিশ থেকে।সাহিত্য সাংস্কৃতি সংগঠন,সাংবাদিক,পেশাজীবি সংগঠন,ধর্মীয় সংগঠন জনাব,মহাত্মন,সাহেব,ওলেমা,মুহতারাম, বুজর্গ,বলতে বলতে ব্যাক্তি মালিশ চলছেই। ব্যাক্তি গুনকীর্তন,করতে গিয়ে জিহবায় ফেনা,তেল মালিশ করতে গিয়ে হাতের রেখা মুছে যাচ্ছে। চলবে তেল মালিশ অনন্তকাল।
গুনগানতো শুধু সৃষ্টি কর্তার হওয়ার কথা!বাবর আলীও চলছে একি পথে!যদিও থাকে পেরেশান।বের হতে পারেনা গন্ডী থেকে।এ যেন এক খাঁচা। এ খাঁচা ভাঙ্গবো আমি এ কেমন করে?
২৩-১০-২০১৭ ইং
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩১
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
২| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:২৩
মলাসইলমুইনা বলেছেন: এ খাঁচা ভাঙ্গবো আমি এ কেমন করে? আরো কতদিন যে এই গান আমাদের গাইতে হবে আর শুনতেও হবে তা একমাত্র আল্লাহই জানেন !
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩১
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদএ খাঁচা ভাঙ্গবো আমি এ কেমন করে?
৩| ২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: তেল মালিশ করাই উৎকৃষ্ট পন্থা। তেল ছাড়া কী হয় বলুনতো দেখি?
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩২
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: কিছুই না
২৩ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৪
মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ
৪| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চলবে তেল মালিশ অনন্তকাল। অন্যরা কোথায় চলে যাচ্ছে আর আমরা বিদেশ গিয়েও মালিশ বন্ধ করতে পারছি না...
©somewhere in net ltd.
১|
২৩ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৪৯
আবু সাঈদ সাগর বলেছেন: ঠিক বলেছেন