![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দ দেয়া নামে পরিচয়
পৃথিবীজুড়ে মানুষের বিচরন আছে, থাকবে অনন্তকাল।"আদর্শ পরিবর্তনশীল" নিরন্তর সত্য। প্রতিমুহূর্ত সমান তালে স্বসময়ে পরিবর্তিত হয়ে আজ সমাজ ধ্বংশের সমাপ্তি পথে।সমগ্র রায়ুমন্ডলে মিশে গেছে অহংকার, হিংসা, আর স্বার্থের অভ্যন্তরে।সমাজের বুকে দালানের মত গড়ে উঠেছে ঈর্ষার অট্টালিকা। ধার্মিকতার নামে চলছে লোক দেখানো বিজয় উল্লাস,গঠনমূলক সমালোচনার নামে অন্যের উপর ক্ষীণ উপদেশ।পরিকল্পিতভাবে শিক্ষা দিচ্চে উঁচু-নিচু, ধনী-গরিব,শিক্ষিত আর অশিক্ষিত মাঝে পার্থক্য।অশিক্ষিত মানে মূর্খ, চাষী মানে গরীব,টাকা নাই মানে ফকির এগুলো কি সভ্য মানুয়ের বাস্তবিক কল্পনা।এরাই তো মানুষ! তোমাদের মতো, এটি চরম সত্য। অট্টালিকার মৌহ ও শিক্ষার দূষিত পরিবেশে বিকৃত হয়ে যাচ্চে সবুজ প্রকৃতির মাঝে বেড়ে ওঠা সোনালী কমল মুখ।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫০
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো