![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দ দেয়া নামে পরিচয়
কিশোর মুখে মাদক কেন?
জানতে হবে সর্বে,
কিসের নেশায়,কেনই তারা,
মাদকতায় মগ্নে!
কে দিয়েছে প্রশ্রয় তাদের,
কে দিয়েছে সাহস,
কিসের তরে ,জীবনটাকে
করছে তার বিনশ।
কোথায় থেকে পায় তারা,
মাদকতার ছোঁয়া,
কেমন তাদের বিচার-বিবেক!
নাইযে কোন দয়া।
কখন দিবে সভ্যজাতি
মানবতার ছায়া,
দূর হবে সব মাদকতা
পাবে সবার মায়া।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভালো