নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিকৃষ্ট পৃথিবীতে জন্ম নেয়া নগন্য ব্যক্তি,ভূখণ্ডে খুঁজে চলেছি মনুষত্ব; শুধু মানুষ হওয়ার চেষ্টায়?

জাহেদুর রহমান সোহাগ

শব্দ দেয়া নামে পরিচয়

জাহেদুর রহমান সোহাগ › বিস্তারিত পোস্টঃ

শব্দ প্রেমিক

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩০



শব্দ শিখল বদ্ধ আজি
তোমার শূন্যতায়,
মন দিয়েছি,প্রান কেড়েছ
ভালবাসার অলপনায়।

শব্দে ছিলে রাজ্যপরী
কল্পনাতে লক্ষী,
না পেয়ে এই জীবন আহা
হল উড়াল পক্ষী।

নীল আকাশে ঘুড়ে বেড়ায়
সকাল-সন্ধ্যা বেলা,
প্রতিক্ষনে খুঁজে তোমায়
মনের উদাস ভেলা।

আসবে তুমি আপন ঘরে
তার অপেক্ষায় রই,
শব্দে থাকে গানের মিলন
হারিয়ে গেল লয়।

এসো তুমি ডানা উড়ায়
ক্ষুদে খুঁড়ে ঘরে,
দু-নয়নে রাখিব তোমায়
আদর যন্ত করে।

স্বপ্নে কেন দিচ্চ উঁকি
নিশির এ রাতে,
ঘুম ভাঙ্গা এই শব্দ প্রেমিক
শব্দ খুঁজে মধ্যরাতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.