![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শব্দ দেয়া নামে পরিচয়
খুব মায়া হয় তোমার জন্য ,
ভালোবাসি বলে বলি ,
আমরা তোমার শত্রু না ,
এভাবে চললে কি চলবে !
এখনো সময় আছে কিছু করো ,
তোমাকে দিয়ে কিছু হবে না ,
পড়ালেখা করে নাই ,বাপের টাকায় চলে ।
এই উক্তিগুলোর সাথে আমরা বেশী কমে সবাই পরিচিত । প্রত্যেকদিন কেউ না কেউ আমাদের এসে শুদ্ধ ভাষায় এই সব গালি দিয়ে চলে যায় । আমরা চুপ থাকি । কারণ একটাই এখনো আমরা যারা কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পড়ছি অথবা সদ্য পাশ করেছি ; তাদের চাকরী নেই। বাপের টাকায় চলি ।
কিন্তু ভাবুন তো ; দোষ কি শুধু আমাদের । নাকি কলেজের ।নাকি শিক্ষা ব্যবস্থার । কোনটা ।প্রশ্নটা আপনার কাছে।
আমরা শুধু দেখবো ।আর এখন বেকার শব্দটা আমার ভবিষ্যৎ ।আমার পেশা।