নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

লেখাজোকা সংকলন

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৭






লেখাজোকা সংকলন
, ৩৭ জন লেখক/কবি/ছড়াকাড়/প্রাবন্ধিকের লেখা নিয়ে সমৃদ্ধ হয়েছে এই বইটি।
বইটি মোট ১৪৪ পাতার, এতে রয়েছে

১) ৫ টি নিবন্ধ
২) ৯ টি গল্প
৩) ২ টি অনুগল্প
৪) ১৩ টি কবিতা
৫) ৩ টি ছড়া
৬) ৩ টি স্মৃতিকথা
৭) ১ টি রম্য গল্প এবং
৮) ১ টি ভ্রমণ পোষ্ট।

নিচে দেয়া হলো লেখকদের নাম সহ সূচিপত্র।
এই ব্লগের কয়েকজন মিলেই লিখেছে এই বইটি। বইটি তার আমার আপনার সকলের। ঋদ্ধ-৩ বইটি যেমন এই ব্লগের ব্লগারদের নিয়েই লেখা, সেটাই যেমন আপনার বই, এটাও তেমনি আপনারই বই।


সংকলনের লেখকগণ-


কাওসার চৌধুরী
নেয়ামুল নাহিদ
শাহানা ইয়াসমিন
শায়মা হক
জেন রসি

স,আ,নেওয়াজ
আখেনাটেন
অগ্নি সারথী

গেম চেঞ্জার
মনিরা সুলতানা
সুমন কর
সামিয়া ইতি
সোহানী
শামিম সাগর
সৈয়দ তারেক মাহমুদ

শিখা রহমান
রাবেয়া রাহিম
বিদ্রোহী ভৃগু
জাহিদ অনিক
কাজী ফাতেমা ছবি
শাহানা আকতার বানু

অক্ষর অনীক
শাহরিয়ার কবির
সায়েমা আক্তার
আলভী গাংনী
প্রামাণিক
রুমি ইয়াসমিন
বিকাশ দাস
বিলিয়ার রহমান
কথাকথিকেথিকথন
গুলশান কিবরিয়া
কি করি আজ ভেবে না পাই
কামরুন নাহার বীথি

মিথী মারজান
ফয়েজ উল্যাহ রবি
নীলা নাজমা
গিয়াস উদ্দিন লিটন
আরিফ-উজ্জামান কাজল







বইটি পাওয়া যাচ্ছে,
বইমেলার ৪৩৪ নম্বর এক রঙ্গা এক ঘুড়ি স্টলে।
বইটি সম্পাদনা করেছেন, শায়মা হক এবং গিয়াস উদ্দিন লিটন।


প্রিয় ব্লগার, লেখক, পাঠক!
আজ ১৪ ফেব্রুয়ারী; ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসে আপনার প্রিয় মানুষটির হাতে তুলে দিন এক কপি 'লেখাজোকা সংকলন'।


সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। ভালোবাসায় কাটুক ভালোবাসা দিবস।





সংযুক্তিঃ

যাঁদের লেখা নিয়ে সমৃদ্ধ হয়েছে ‘সংকলন লেখাজোকা’।


লেখাজোকা গ্রুপে জয়েন ঠিকানাঃ https://www.facebook.com/groups/161844014377485/

মন্তব্য ৮৬ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৪

হাবিব বলেছেন: দারুণ। সংগ্রহ করবো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ হাবিব স্যার

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩১

তারেক_মাহমুদ বলেছেন: আমার কিন্তু একখানা লেখা আছে কবি ভাই আমার ণামটা একটু এডিট করে লিখে দেন।অনেক ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩

জাহিদ অনিক বলেছেন:
দুঃখিত তারেক ভাই। ইডিট করে ঠিক করে দিয়েছি।
শুভেচ্ছা

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪

কানিজ ফাতেমা বলেছেন: বইটি সংগ্রহের ইচ্ছা রাখি ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ আপনাকে কানিজ ফাতেমা

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবিভাই,

দূর থেকে কেবল অভিনন্দন জানাই..

লেখাজোকার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক সদস্যবৃন্দকে জানাই আমার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা ।

বইটির বহুল বাণিজ্যিক সাফল্য - কামনা করি।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা দাদা সতত

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩২

মাহমুদুর রহমান বলেছেন: গ্রেট ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪০

বিজন রয় বলেছেন: +++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা বিজন রয়

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

চিন্তক মাস্টারদা বলেছেন: ১৪ নং মানুষটা কে ভাই ;)



অনেক ভালবাসা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

জাহিদ অনিক বলেছেন: চিনি না উনাকে ! নাম্বার তাই মুছে দিয়েছি হা হা

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: বইটি কিনবাম গেলে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস আপু

৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৭

রাবেয়া রাহীম বলেছেন:

সপ্নের বই এখন হাতে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

জাহিদ অনিক বলেছেন: বাহ ! তোমার হাতে বেশ মানিয়েছে লেখাজোকা

১০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি অন্তত ৫ কপি কিনবো ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৫

জাহিদ অনিক বলেছেন: বাহ বাহ বাহ !

১১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ ও শুভেচ্ছা ভাই

১২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৫১

সুমন কর বলেছেন: গুড গুড গুড...........

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ সুমন দা

১৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:০২

সামিয়া বলেছেন: ভালোলাগলো

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ আপু

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩০

ফয়েজ উল্লাহ রবি বলেছেন: শুভ কামনা রইল

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রবি ভাই

১৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্লগের সদস হিসেবে গর্ববোধ করি আমি গুণী লেখক কবি'দের জন্য।

অভিনন্দন ও শুভকামনা সবার জন্য

শুভ বসন্ত

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

জাহিদ অনিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ নাঈম ভাই

১৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

রাজীব নুর বলেছেন: এই বই সংগ্রহে রাখা সমস্ত ব্লগাদের দায়িত্ব।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

জাহিদ অনিক বলেছেন: বাহ সুন্দর বলেছেন

১৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: ব্লগারদের অভিনন্দন ও শুভকামনা ...!


( বইমেলায় যাওয়ার সময়ই পাচ্চি না! :( :(
একারণে ”লেখাজোকা সংকল ” গরম গরম পড়তে পারছি না!!!) :( :(

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

জাহিদ অনিক বলেছেন:
একবার গিয়েছেন, আবার যাবেন-- আবার নিবেন ভাইয়ু

১৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৩

শায়মা বলেছেন: রাবেয়া আপুর মত করে আমিও হাতে নিয়ে ছবি দেবো অতি স্বত্তর!!!!!!!!!!! :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

জাহিদ অনিক বলেছেন: দাও দাও দাও--- পাল তুলে দাও

১৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

শাহরিয়ার কবীর বলেছেন: @শায়মা আপু


আমিও আমার বউসহ ”লেখাজোকা সংকল ” এর ছবি দেবো ... !! =p~

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

জাহিদ অনিক বলেছেন:
জাতি অপেক্ষায়

২০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

শায়মা বলেছেন: কবে দিবা!!!!!!!! @ শাহরিয়ার ভাইয়াজান!!!!!!!!!!


সেই কবে থেকেই তো শুনছি!!!!!!!!!

আসি আসি করে শাহরিয়ার আজও এলো না ......

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

জাহিদ অনিক বলেছেন:

আসবে আসবে আসবে আমিও অপেক্ষায়

২১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৯

মনিরা সুলতানা বলেছেন: আশা করছি দারুণ একটা সংকলন পাবো।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মনিরা আপু
আপনাদের জন্যই এরকম একটা ভালো সংকলন হয়েছে

২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৪

অগ্নি সারথি বলেছেন: আমি তো বলছি ব্লগারদের সর্বকালের সেরা সংকলন এটি!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

জাহিদ অনিক বলেছেন: আপনি একদম ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে

২৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কানিজ ফাতেমা বলেছেন: বইটি সংগ্রহের ইচ্ছা রাখি ।

ধন্যবাদ আপু,
আগামী সংকলনে আপনার লেখা পাবো আশা করছি।
আর লেখাজোকিয়েদের সেল্ফে আপনার 'নিনাদ' বেশ কয়েক কপি শোভা পেতে দেখেছি আজ সন্ধ্যে অব্দি। :)

২৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় কবিভাই,
দূর থেকে কেবল অভিনন্দন জানাই..
লেখাজোকার সঙ্গে সম্পৃক্ত প্রত্যেক সদস্যবৃন্দকে জানাই আমার হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা ।
বইটির বহুল বাণিজ্যিক সাফল্য - কামনা করি।


আপনার উষ্ণ ও আন্তরিক অভিনন্দনে 'লেখাজোকা' সিক্ত হলো।
শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা।
'লেখাজোকা' গ্রুপে আমন্ত্রন রইলো......

২৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি অন্তত ৫ কপি কিনবো ।

'৫'এর পরের '০' টা ভুলে বাদ পরে গেলো.....

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সুমন কর বলেছেন: গুড গুড গুড...........

গুডুর গুডুর ;)

২৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৯

কি করি আজ ভেবে না পাই বলেছেন: নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ব্লগের সদস্য হিসেবে গর্ববোধ করি আমি গুণী লেখক কবি'দের জন্য।
অভিনন্দন ও শুভকামনা সবার জন্য
শুভ বসন্ত


আহা, কি যে ভালোলাগা মন্তব্যখানি ওরে.......
শুভ বসন্ত

২৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: রাজীব নুর বলেছেন: এই বই সংগ্রহে রাখা সমস্ত ব্লগাদের দায়িত্ব।

প্রিয় ব্লগার রাজীব নুরের এই মন্তব্যখানি বাঁধিয়ে রাখা প্রত্যেক লেখাজোকিয়ের অতি অবশ্যি দায়িত্ব........

২৯| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০২

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন: @শায়মা আপু
আমিও আমার বউসহ ”লেখাজোকা সংকল ” এর ছবি দেবো ... !! =p~


শায়মা'পু কতৃক নির্ধারিত কপির সংখ্যা মনে আছে তো ? :P

৩০| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: শায়মা বলেছেন: রাবেয়া আপুর মত করে আমিও হাতে নিয়ে ছবি দেবো অতি স্বত্তর!!!!!!!!!!! :)

তর সইছেনা মাইরি.......

৩১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৮

কি করি আজ ভেবে না পাই বলেছেন: মনিরা সুলতানা বলেছেন: আশা করছি দারুণ একটা সংকলন পাবো।

দারুণ সে বটেই,
স্বয়ং কবি সম্রাজ্ঞি আছেন যে অতে........

৩২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: অগ্নি সারথি বলেছেন: আমি তো বলছি ব্লগারদের সর্বকালের সেরা সংকলন এটি!

অগ্নি যথা যত নক্ষত্র সারথিদের মায়ায় বুনা যে.......

৩৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ধন্যবাদ খোকা,
ভালোবাসা দিবসের শুভেচ্ছা......

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

জাহিদ অনিক বলেছেন:
আপনাকেও ধন্যবাদ ! অনেক অনেক ! ভালোবাসা

৩৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন:
বুঝি ভোর হয় হয়
কাল যদি তারে হাতে পাই..
ইচ্ছেতো দুর্নিবার
যদি না আসে বাঁধার পাহাড় :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

জাহিদ অনিক বলেছেন:

বাহ বাহ ! ধন্যবাদ কবি ভায়া
শুভেচ্ছা

৩৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ব্লগের এ সময়ের সেরা ব্লগারদের নিয়েই এই সংকলন।

সবাইকে শুভেচ্ছা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮

জাহিদ অনিক বলেছেন: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা

৩৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০১

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভালো। কেনার ইচ্ছে রাখি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৯

জাহিদ অনিক বলেছেন: বেশ বেশ ! অবশ্যই কিনবেন। ধন্যবাদ মিঃ বেস্ট

৩৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:২৪

বলেছেন: অভিনন্দন ও শুভেচ্ছা


বইটির বহুল বাণিজ্যিক সাফল্য কামনা করি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১০

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ মিঃ ল

৩৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৭

ব্লগ সার্চম্যান বলেছেন: খুবই ভালো একটা উদ্ধেগ হাতে নিয়েছেন।এতে করে আমাদের মত নবীন ব্লগারদের লেখতে খুব আগ্রহ বাড়বে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সার্চম্যান

৩৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

নাহিদ০৯ বলেছেন: বইটা কেনার ইচ্ছে আছে। একই লিখা মনিটরে আর কাগজে আলাদা আলাদা লাগে। বিষয় টা কি কেউ উপলব্ধি করেছেন?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

জাহিদ অনিক বলেছেন: নাহিদ ভাই-- আশা করি দেখা হচ্ছে -- তখন একত্রে বসে উপলব্ধি করব

৪০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:১৭

সোহানী বলেছেন: ধন্যবাদ প্রিয় জাহিদ বইটির রিভিউ দেবার জন্য। মনটা আনচান করছে বইটি হাতে পাওয়ার জন্য। কিন্তু কিছুটা কঠিন এই মূহুর্তে, নিজের অখাদ্য লিখার জন্য নয় বাকিদের লিখা পড়ার জন্য্।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

জাহিদ অনিক বলেছেন: একচুয়ালী রিভিউ দেই নাই--- প্রচারণা করেছি, বিজ্ঞাপন দিয়েছি।
অনেক ধন্যবাদ ও ভালোবাসা সোহানী আপু

৪১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৭

পদাতিক চৌধুরি বলেছেন: 24 নম্বর কমেন্টে @ কি করি আজ ভেবে না পাই ভাইয়ের কমেন্টের প্রতিউত্তরে আবার আসা । লেখাজোকা গ্রুপে আপনার আমন্ত্রণ অন্তর থেকে গ্রহন করলাম। ধন্যবাদ আপনাকে । আগামীবার উপরোল্লেখিত গুলি ব্লগারদের সাথে নিজের কোন লেখা দিতে পারলে নিজেকে ধন্য বলে মনে করব ।

শুভকামনা ও ভালোবাসা নিরন্তর ।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

জাহিদ অনিক বলেছেন: বাহ বাহ ! কেয়া বাত।
আবারো ধন্যবাদ প্রিয় ব্রাদার

৪২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

উম্মে সায়মা বলেছেন: নিঃসন্দেহে অসাধারণ একটি সংকলন। প্রিয় সব ব্লগারের লেখা এক মলাটে পাওয়া যাবে ভাবতেই ভালো লাগছে....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ দার্শনিক কবি।

৪৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: আমিসহ আমার প্রিয় অনেক ব্লগারের লেখা আছে, এটা না কিনে থাকা যায়?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

জাহিদ অনিক বলেছেন: সেটাই একদম।
অনেক ধন্যবাদ প্রিয় ছড়াকার।

৪৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৬

বিলিয়ার রহমান বলেছেন: জীবনে পরথম কেউ(কারা) একজন আমার উপর দয়া দেখালেন মেয়াবাই! :)



লেখাজোখার জন্য শুভকামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

জাহিদ অনিক বলেছেন: দয়া কেন হবে-- আপনার লেখা ভালো লেগেছে

৪৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

বিলিয়ার রহমান বলেছেন: আপনার লেখা ভালো লেগেছে


এই কথাটা আপনার স্বজনপ্রীতির একটা নমুনামাত্র কবি! :P

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

জাহিদ অনিক বলেছেন: মোটেও না। এসব ব্যাপারে আমার স্বজনপ্রীতি নাই

৪৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



শুক্রবার যাবো তখন নিবো ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ অপু দ্যা গ্রেট

৪৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

কথাকথিকেথিকথন বলেছেন:




বইটির পথ চলা হোক আরো বিস্তৃত, আরো উজ্জ্বল....

সবাইকে অভিনন্দন ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩০

জাহিদ অনিক বলেছেন:

ধন্যবাদ কথাকেথি

৪৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: আমিও এক কপি কিনেছি। একবার চোখ বুলিয়ে গেছি শুধু। পরে ভাল করে আবার পড়বো।
সম্পাদকদ্বয় এবং সকল লেখিয়েদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা----

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় কবি।
আপনি লেখাজোকা'র এক কপি নিয়েছেন এটা সত্যিই ভালো খবর। আশাকরি বইটি পড়ে জানাবেন আপনার পাঠ প্রতিক্রিয়া।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.