নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

প্রেমিকারা চুল খুলে দিলে পৃথিবীতে নেমে আসে সন্ধ্যা

১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৫৮



বৃষ্টির ঠিকানা চাইলে মানুষ আমায় তুলে দেয় মেঘের হাতে
অথচ বৃষ্টি বলতে বুঝি মেঘের পতন।

প্রেমিকারা চুল খুলে দিলে পৃথিবীতে নেমে আসে সন্ধ্যা
এসো আমাকে দাবী করো,
সন্ধ্যাকে তো আমি সমর্পণ কাল বলেই জানি।



মন্তব্য ৪০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০৬

নতুন নকিব বলেছেন:



কবিতা পাঠে স্নিগ্ধতা অনুভব করলুম।

১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২২

জাহিদ অনিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ প্রিয় নতুন নকিব। অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

২| ১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১১

পদাতিক চৌধুরি বলেছেন: বেশ এমন স্নিগ্ধ সন্ধ্যা আসুক নেমে ।
আমরা রবো তাদের তরে অপেক্ষমান ।


শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবিভাইকে।

১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৩

জাহিদ অনিক বলেছেন: এমন সন্ধ্যা যে বড্ড বিষণ্ণ, তবে তাই হোক !
ভালোবাসা ও শুভেচ্ছা

৩| ১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২৩

আকতার আর হোসাইন বলেছেন: পৃথিবীর বুকে নেমে আসুক প্রেমিকার চুল খোলা এমন স্নিগ্ধ সন্ধ্যা...

১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩০

জাহিদ অনিক বলেছেন: আহা ! এমন হোক তবে স্নিগ্ধ সন্ধ্যা

৪| ১৯ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: স্নিগ্ধতা আমার লেখায়।

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০১

জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা স্বপ্নবাজ সৌরভ

৫| ১৯ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭

মাহমুদুর রহমান বলেছেন: সুন্দর।

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:০৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান

৬| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১০

সুমন কর বলেছেন: হুম, আরো লিখোনি কেন?

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৪

জাহিদ অনিক বলেছেন: না সুমন দা। এখানেই শেষ

৭| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১২

মুক্তা নীল বলেছেন: আপনার কবিতায় আজ-ই বৃষ্টির স্নিগ্ধ ভরা সন্ধ্যাবেলা উপভোগ করলাম,
ভালো লাগা রইলো।

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৫

জাহিদ অনিক বলেছেন: বাহ ! আপনার চমৎকার মন্তব্যে যেন আবারো ফিরে আসবে সন্ধ্যা

৮| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৪

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর !

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৫

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ প্মরিয় কবি মনিরা আপু

৯| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: বহুদিন পর আপনাকে সামুতে দেখে ভালো লাগছে।

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৬

জাহিদ অনিক বলেছেন: আমারও ভালো লাগছে কিছুদিন পরে সামুতে এসে

১০| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৩

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,



সন্ধ্যের মতো অপর্যাপ্ত নিবিড় কৃষ্ণ কেশভার খুলে দিলে প্রেমিকা, শান্ত মায়াবী রাত নেমে আসে তৃতীয় আকাশ থেকে, নগরের ছালওঠা প্রাচীর ঘেসে ঠাঁয় দাঁড়িয়ে থাকা উঁচু তালগাছটির মাথা ছুঁয়ে , গুটি গুটি পায়ে পাড়ার রহস্যময় গলিপথ বেয়ে , সিঁড়ির ধাপ ভেঙে ভেঙে নরক কুঠরীতে । যেখানে সমর্পন থাকে লেখা..................

কবিতার বিহ্বলতায় এটুকু লিখতেই হলো!

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৭

জাহিদ অনিক বলেছেন: বাহ ! আপনার মন্তব্যেও মুক্তগদ্য ঠিকরে পড়ছে ! চমৎকার মন্তব্যে আপ্লুত হ'লাম। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রিয়

১১| ১৯ শে মার্চ, ২০১৯ রাত ৯:৫২

বলেছেন: ভালো লাগা

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৭

জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা ও ভালোবাসা মিঃ ল

১২| ২০ শে মার্চ, ২০১৯ ভোর ৪:৫৪

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতায় শরীরের সুক্ষ্ম সুঘ্রাণ লেগে থাকে

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৮

জাহিদ অনিক বলেছেন: আপনার থেকে এমন মন্তব্য পেয়ে আমি আপ্লুত

১৩| ২০ শে মার্চ, ২০১৯ ভোর ৫:০৬

সোহানী বলেছেন: চাঁদগাজী বলেছেন: আপনার কবিতায় শরীরের সুক্ষ্ম সুঘ্রাণ লেগে থাকে

এটাকে বিশাল কম্লিমেন্ট বলা যায়!! কি জাহিদ, ঠিক না??

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৪৯

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ সোহানী আপু। আমিই তাই মনে করি-- এটা আসলেই একটা বেশ বড় কম্লিমেন্ট। আপনিও এটা খেয়াল করেছেন দেখে ভালো লাগছে।
ভালো থাকুন আপু।

১৪| ২০ শে মার্চ, ২০১৯ ভোর ৫:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

এখানে তো দেখছি অনুকাব্য সাদৃশ্য কবিতা প্রকাশ শুরু করলেন? বিষয় কী (!)
তাও আবার হারিয়ে যাওয়ার প্রত্যয়ে ;)


ভাল হয়েছে কিন্তু ♥

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫০

জাহিদ অনিক বলেছেন: বিষয় কিছুই না ভাই, যখন লিখতে গিয়ে যা হয়ে যায়---
শুভেচ্ছা ও ভালোবাসা

১৫| ২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:১৫

তারেক ফাহিম বলেছেন: ৫ লাইনের কবিতা আপনার ব্লগে এ প্রথম দেখলাম :)

২০ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫১

জাহিদ অনিক বলেছেন: হা হা, আসলেই কয় লাইন হলো সেটা আমিও খেয়াল করি নাই।আপনি বলার পরেই দেখলাম ৫ লাইন।
অনেক ধন্যবাদ ভাই তারেক ফাহিম। ভালো থাকুন শুভেচ্ছা ও ভালোবাসা

১৬| ২০ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ছোট কবিতাটি ভাল লাগছে।

২৫ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৫

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ মোঃ মাইদুল সরকার
শুভেচ্ছা ও শুভ সন্ধ্যা

১৭| ২৯ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:০০

নীলপরি বলেছেন: বাহ , খুব সুন্দর লিখেছেন কবি । +++++

শুভকামনা

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি, শুভেচ্ছা আপনাকেও

১৮| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৯

খায়রুল আহসান বলেছেন: খোলা চুল নারীর সৌন্দর্যে এক অনুপম সুষমা যোগ করে। আর সে নারী প্রেমিকা হলে তো তা আরেকটু অনন্য মাত্রা পাবেই!
কবিতার বিহ্বলতায় এটুকু লিখতেই হলো! (১০ নং মন্তব্য) - নিজের মন্তব্যটুকু প্রকাশ করতে কবি আহমেদ জী এস এর এ কথাগুলোকে ধার করতেই হলো!
আগেকার দিনে নারীর খোলা চুল কেন জানি মুরুব্বীগণ তেমন পছন্দ করতেন না। সন্ধ্যা নামার আগেই নারীদেরকে চুল বাঁধতে বলা হতো। অথচ আমার কাছে সন্ধ্যেবেলাতেই নারীকে খোলা চুলে দেখতে অনেক সুন্দর লাগে। তবে, পুরনো লোকদের মত আমিও নারীকে কাজল চোখে দেখতে ভালবাসি।
স্নিগ্ধ, সুন্দর কবিতায় সপ্তম ভাল লাগা + +

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৮

জাহিদ অনিক বলেছেন: অথচ আমার কাছে সন্ধ্যেবেলাতেই নারীকে খোলা চুলে দেখতে অনেক সুন্দর লাগে।
তবে, পুরনো লোকদের মত আমিও নারীকে কাজল চোখে দেখতে ভালবাসি।
একজন কবি তার ব্যক্তিগত নারীকে নানা রূপে নানা রঙ্গে দেখেতে চাইবেন, এটা তার স্বকীয় স্টাইল ভালোবাসার।
তাই পুরানো নিয়ম মেনে সন্ধ্যায় কাজল দেয়া চোখ যেমন ভালোলাগে, তেমনি প্রথা ভাঙা খোলা চুলে সন্ধ্যা ডাকতেও ইচ্ছে করে।

প্রিয় কবি, চমৎকার মন্তব্যে অসম্ভব কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানবেন। শুভ কামনা সতত।
৭ম প্লাসে আপ্লুত হলাম।

১৯| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২১

খায়রুল আহসান বলেছেন: চাঁদগাজী আপনার কবিতাগুলো খুবই মন দিয়ে পড়েন, তা বেশ বোঝা যাচ্ছে।
আর সোহানীর মন্তব্যটাও বেশ ভাল লেগেছে।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০০

জাহিদ অনিক বলেছেন: চাঁদগাজী যে কয়েকজনের কবিতা পড়েন তারমধ্যে আপনি অন্যতম প্রিয় কবি। আমার কবিতাও তিনি পড়েন, এটুকু বুঝতে পারি।
বুঝতে পেরে মনে মনে কৃতজ্ঞ হই, কবিতার প্রতি তার একটা সফট কর্ণার আছে।
ধন্যবাদ প্রিয় কবি।

২০| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আহা.. খোলা চুল....... বাতাস...... সুগন্ধি... ..

৫ লাইনের কবিতাই বটে ;)

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:১৬

জাহিদ অনিক বলেছেন: আহ! আর্কিওপটেরিক্স
থ্যাংকইউ ! B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.