নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

Walk

৩০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

I was looking for shelter
I was looking for food
I was walking all alone through the journey of life,
I was pretending not to be unhappy.

Maybe it was fateful
Or a conflict between two dimensions of time,
You found me.
You spread your kingdom inside me
You ruled me like a queen.

You taught me how to walk
Taught me how not to walk.
Whispered into my ears
'Walk like a stranger
Walk like a stranger so that nobody can recognize you
Walk like a stranger so that another stranger can recognize you.'



Poem by Jahid Onik

মন্তব্য ৪২ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুধুই পড়ে গেলাম, মনে হয় ১০% বুঝতে পারছি, ইংরেজি পড়তে পারলেও বুঝিনা তেমন।

ভালো লাগলো

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৬

জাহিদ অনিক বলেছেন: বাহ কবিতার ১০% বুঝতে পারা অনেক খানি বুঝে যাওয়া.।.।। আমি তো মাঝে মাঝে ১% ও বুঝি না
ধন্যবাদ নাঈম ভাই শুভেচ্ছা ও ধন্যবাদ

২| ৩০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

হাবিব বলেছেন: সবই পাবেন একদিন কবি।

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ এমন শুভকামনার জন্য হাবিব স্যার। শুভেচ্ছা

৩| ৩০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

চাঁদগাজী বলেছেন:


আপনার কবিতায়, প্রেমের অংশ হিসেবে খুবই সুক্ষ্ম সামান্য শারিরিকও থাকে, উহা আকর্ষণীয়; এখানে উহা মাইনাস হয়ে গেছে!

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৮

জাহিদ অনিক বলেছেন: আপনার মন্তব্য আমি বুঝতে পারেছি, এবং সত্যিই সেটা মিসিং এখানে।
ধন্যবাদ আপনাকে

৪| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Good peom

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৮

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ সাজ্জাদ হোসেন। শুভেচ্ছা ও শুভ কামনা

৫| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:০৮

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতা। এক্ষুনি ফেবুতে কমেন্ট করে এলাম। যদিও প্রতিমন্তব্য ইতিমধ্যে পেয়ে গেছি, হা হা হা

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:২৯

জাহিদ অনিক বলেছেন: হা হা হা হুম এরকম হয়ে যায় একই লেখা ফেসবুকেও পড়ে হয় আবার ব্লগেও-- কি একটা অবস্থা বলেন তো! হা হা

৬| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:১২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চাঁদগাজী ভাইয়ের 'উহা মাইনাস হয়ে গেছে' পড়ে জোরে একটা হাসি বের হয়ে আসছিল।

খুব সহজে নেবেন বলেই বলছি, প্রথম দুই স্তবক একটু বেশি প্লেইন টেক্সটের মতো হয়ে গেছে, লাস্ট স্ট্যাঞ্জাতে একটু কাব্যিকতা আছে। ঠিক এই থিমটাই বাংলায় লিখতে গেলে আপনি বেশকিছু অলঙ্কার ও ব্যঞ্জনা ব্যবহার করবেন, যা এখানে নেই বললেই চলে।

কিন্তু চর্চা অব্যাহত রাখুন।

শুভেচ্ছা রইল।

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩০

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ ভাইয়া, আপনার সবকথাই সত্য। বাংলায় হলে এই থিমেই আরও ভালো লিখতাম।
চাঁদগাজী কবিতার ব্যপারে বেশ রসিক।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাইয়া

৭| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৫

রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩০

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস রাজীব নুর ভাই। ব্লগে আসতে পেরেছেন দেখে ভালো লাগছে। শুভেচ্ছা

৮| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৮:৩৭

চাঁদগাজী বলেছেন:


@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
আপনাকে ভালো পাঠকের তালিকায় নিতে হচ্ছে, মনে হয়

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩১

জাহিদ অনিক বলেছেন: যাক এতদিনে !

৯| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ৯:৩২

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
তবে আমার মনে হয়েছে- আমাদের , মানে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি তাদের উচিত বাংলায়ই সাহিত্য চর্চা করা। এটাই মঙ্গল।

খুব কি বেশী বলে ফেললাম?

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩১

জাহিদ অনিক বলেছেন: না, আপনার মতামত প্রকাশের স্বাধীনতা আছে। আমি পজেটিভভাবেই নিয়েছি। থ্যাংকস

১০| ৩০ শে মার্চ, ২০১৯ রাত ১০:২৬

নতুন নকিব বলেছেন:



কবিতায় ভালোলাগা। মন্তব্যগুলোও পড়লুম।

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩২

জাহিদ অনিক বলেছেন: কবিতা ও মন্তব্য পাঠ এবং প্লাসে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিবেন নতুন নকিব।

১১| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১২:১৮

বলেছেন: সোনাধূলো কবিতার যাদুমিশ্রিত বীজ দিয়ে গেলেন ---




Keep continue
++++

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৩

জাহিদ অনিক বলেছেন: আহা ! সোনাবীজ ভাইয়ের কথা মনে পরে গেল ! সোনাধুলো যাদু মিশ্রত!
থ্যাংকস মিঃ ল

১২| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ২:০২

রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মনের ভাব প্রকাশটাই আসল। ভাষা তো মাধ্যম মাত্র। আমার তো বেশ লাগলো। ইদানীং দেখি খালি কবিতা ভাল লাগে। মাঝবয়সে এসে এসব কিসের লক্ষন কে জানে...। ভীমরতি বোধহয়।

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৪

জাহিদ অনিক বলেছেন: কবিতা ভালোলাগার কোনো বয়স নেই, ভীমরতি বৃদ্ধদের হয়। মধ্য বয়সে অন্যকিছু-- কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লেগেছে। শুভেচ্ছা

১৩| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ৩:৩৭

সোহানী বলেছেন: বাংলা কবিতা পড়তে চাই...। তোমার বাংলা কবিতাই বেশী ভালোলাগে কারন সেখানে সুক্ষ একটা অনুভূতি খেলা করে।

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৫

জাহিদ অনিক বলেছেন: অল রাইট সোহানী আপু, ইংরেজী কবিতা খুব একটা লিখিই না তো। যা দুই একটা লেখি আপনাদের না দেখিয়ে শান্তি পাই না

১৪| ৩১ শে মার্চ, ২০১৯ ভোর ৬:০২

রাবেয়া রাহীম বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতায়, প্রেমের অংশ হিসেবে খুবই সুক্ষ্ম সামান্য শারিরিকও থাকে, উহা আকর্ষণীয়; এখানে উহা মাইনাস হয়ে গেছে!


শেষ দুই লাইন গুগল মামা ট্রান্সলেট করে দিলো

একটি অপরিচিত মত হাঁটা যাতে কেউ আমাকে চিনতে পারেন
একটি অপরিচিত মত হাঁটা যাতে অন্য অপরিচিত আমাকে চিনতে পারেন


অচেনা মানুষের সাথে চেনা হওয়া তো মাইনাসে মাইনাসে প্লাস হয় =p~

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৬

জাহিদ অনিক বলেছেন:
যুগ যুগ জিও গুগল ট্রান্সলেট !
অচেনা মানুষের সাথে চেনা হওয়া তো মাইনাসে মাইনাসে প্লাস হয় =p~ এইতো ! গুগলের কথায় কান দিতে নাই।

ভালোবাসা আপু

১৫| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:১৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: একদিন কাব্য আপনাকে নিয়ে যাবে স্বপ্নলোকে
যেখানে জীবননানন্দের রূপসী বাংলা অম্লান।

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৬

জাহিদ অনিক বলেছেন: বাহ ! আপনার এমন শুভেচ্ছায় ও শুভ কামনায় সিক্ত হলাম। শুভেচ্ছা ও ভালোবাসা মাইদুল ভাই

১৬| ৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০২

ব্লগার_প্রান্ত বলেছেন: বোধগম্য সুন্দর কবিতা :)

৩১ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০৫

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ব্লগার প্রান্ত।
ভালো থাকুন

১৭| ৩১ শে মার্চ, ২০১৯ রাত ১০:১২

নীলপরি বলেছেন: বাহ ! অপূর্ব অনুভূতির প্রকাশ ।
কবিতায় ++++

শুভকামনা কবি

০১ লা এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ! কবি
শুভেচ্ছা ও শুভকামনা জানবেন

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:২২

মনিরা সুলতানা বলেছেন: আমি তোমার ইংরেজি কবিতার বিশাল ফ্যান !!

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২২

জাহিদ অনিক বলেছেন: হা হা হা থাংকু মনিরা আপু

১৯| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৫

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! পড়ে এত ভাল লাগলো যে সাথে সাথেই একটা অনুবাদ করে ফেললাম, যেটা দেখতে পাবেন এখানে
অনুবাদটি আপনার মনঃপুত হলো কিনা, জানাবেন।
কিছুটা আবেগ, কিছুটা সরলতা, কিছুটা 'প্রকাশের আকুতি' কবিতাটিকে (শারীরিক ঘ্রাণ না থাকলেও) অনবদ্য করে তুলেছে।
কবিতায় প্লাস + +

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২১

জাহিদ অনিক বলেছেন:
কবিতাটি পড়ে আপনার এই মন্তব্য এবং একটা পুরো কবিতার অনুবাদ করে আমাকে সারপ্রাইজ দিয়ে ফেলেছেন প্রিয় কবি।
কবিতার অনুবাদ নিশ্চয়ই একটা প্রাপ্তি।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন সতত। বাকী কথা আপনার কবিতায় বলে এসেছি। :)

২০| ১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১২

রূপম রিজওয়ান বলেছেন: আপনার সব কবিতাই দারুণ লাগে! ফেসবুকে আগেই দেখেছিলাম। আজ খায়রুল আহসান স্যারের পোস্ট থেকে সামুতেও আপনাকে পেলাম। সালাম জানবেন। ভালো থাকুন।

১৭ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:২০

জাহিদ অনিক বলেছেন:
রূপম রিজওয়ান, মন্তব্য ভীষণ ভালোলাগলো। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম

২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০৬

মিরোরডডল বলেছেন: “I was walking all alone through the journey of life”

Simply amazing!
Wonderful writing. Keep it up mate.

২৮ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:২৫

জাহিদ অনিক বলেছেন:
Thank You মিরোরডডল
thanks a lot

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.