নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

জীবৎ

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:১৭




চোখ বন্ধ করলে দেখতে পাই পিতার নত মস্তক-
তাঁর ঘাড়ের উপর আমি যেন তখন থেকেই সিন্দাবাদের ভূত!
দৃষ্টি অবনত হয়ে এসেছে
সম্মুখে তাকালে দেখতে পাই অনিবার্য ভবিষ্যৎ,
বুঝতে পারি স্থির হয়েছি; স্থবির হইনি- অসাড় হইনি।

চুম্বনে এখনো কিছুটা তৃপ্তি পাই,
ত্বকে আঙুল ছোঁয়ালে মনে হয় সারাবছর শীতকাল
রক্তে যেন কমে এসেছে লোহিত কণিকা;
তবু হৃদপিণ্ডের গতি কমেনি-
ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো-
এখনো অতটা ঠাণ্ডা হয়ে যাইনি মরা মানুষের মত।

(১৭/৪/১৯)
ছবিঃ ইন্টারনেট

মন্তব্য ৩৪ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

হাবিব বলেছেন: হৃদয় ছোঁয়া কবিতা..........

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৬

জাহিদ অনিক বলেছেন:
আপনার মন্তব্য পেয়েই লগ আউট করেছিলাম। সেজন্য দুঃখিত হাবিব স্যার।
শুভেচ্ছা রইলো।

২| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

অজ্ঞ বালক বলেছেন: ভালো লিখসেন। বেশ ভালো হইসে। যাক। আজকের পড়া শেষ ব্লগটা একটা সুন্দর কবিতা ছিল। এইটাই শান্তির।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৭

জাহিদ অনিক বলেছেন: আহ ! জেনে ভালো লাগলো যে আপনার সেদিনের পড়া শেষ ব্লগ আমার কবিতাই ছিলো এবং আপনার ভালো লেগেছিল।
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন ভাই অজ্ঞ বালক

৩| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

ব্লগার_প্রান্ত বলেছেন: ভালো পেলাম

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৮

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা ! ভালো পাওয়ার জন্য শুভেচ্ছা ও ধন্যবাদ রইলো ব্লগার প্রান্ত। ভালো থাকুন

৪| ১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

বলেছেন: স্বাগতম কবি,,,,,

কবিতায় শৈল্পিক নির্মানে মুগ্ধ হলাম।


কলম চলুক নিরন্তর।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৮

জাহিদ অনিক বলেছেন: আহ মিঃ ল !
শুভেচ্ছা ও ভালোবাসা

৫| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৯

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ জানবেন রাজীব ভাই। শুভেচ্ছা রইলো

৬| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১০

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস সুমন দা!
বৈশাখী চরম গরমের শুভেচ্ছা রইলো।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:১৩

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,




অনিবার্য ভবিষ্যত একটা না একটা সময়ে মানুষকে স্থির করে দেয়। সে স্থিরতা হৃদপিন্ডের নয়, চেতনার!

শেষ তিন লাইন বাস্তবতা নিয়ে বেশী সুন্দর।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১১

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাব আহমেদ জী এস।
আপনার মন্তব্য পেয়ে আশ্বস্ত হলাম।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:৩১

মাহমুদুর রহমান বলেছেন: সিন্দাবাদের ভূত বলতে কি বুঝিয়েছেন?

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১১

জাহিদ অনিক বলেছেন: এই ভূতের মত কিছু একটা - অদ্ভুত !

৯| ১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন:
আহারে!!
ছুঁয়ে দেখো, ছুঁয়ে দেখো-
এখনো অতটা ঠাণ্ডা হয়ে যায়নি মরা মানুষের মত ‌। বরাবরের মতই সুন্দর।


শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবি ভাইকে।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১২

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইলো ব্রাদার।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৯ ভোর ৬:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনি আছেন, চাইলে কিছু বলতে পারেন।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১২

জাহিদ অনিক বলেছেন: দেখি- বলার চেষ্টা করছি একটু একটু

১১| ১৮ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:
স্থবিরতা গ্রাস করে চারিদিক
মরুতে সানষ্ট্রোক! জল না পিয়েই তৃপ্তি অনুভব
অত:পর নিশ্চিত মৃত্যুর অপেক্ষা
চেতনার অন্ধত্বে
ব্যক্তি বা জাতি! একই পরিণতি।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৪

জাহিদ অনিক বলেছেন: জল না পিয়েই তৃপ্ত অনুভূত হলে আসলেই সাংঘাতিক অবস্থা--- ভিজুয়াল হ্যালুসিনেশন। হা হা
অনেক ধন্যবাদকবি ভায়া। কাব্যিক মন্তব্য ভালো লাগলো।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০০

নাসির ইয়ামান বলেছেন: অনেকদিন পর জাহিদ অনিকের পোস্ট দেখলাম! ভাল্লাগলো!

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৫

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ভাই নাসির ইয়ামান ! ভালোবাসা ও শুভেচ্ছা

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন পর আপনি এবং আপনার অসাধারণ উচ্চারণ।

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৬

জাহিদ অনিক বলেছেন: কেমন আছেন স্বপ্নবাজ সৌরভ? কিছুদিন ব্লগে আসা হয়নি। আপনাদের লেখাগুলো মিস করেছি

১৪| ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

নীলপরি বলেছেন: অপূর্ব শব্দ চয়ন ও বিন্যাস ।
++++
শুভকামনা কবি

২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৮

জাহিদ অনিক বলেছেন: বাহ কবি নীলপরি আপনার থেকে এমন মন্তব্য পেয়ে ভাল লাগছে।
ভাল থাকুন, কবিতায় থাকুন শুভেচ্ছা

১৫| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৪০

জুন বলেছেন: অপুর্ব কবিতায় অনেক ভালোলাগা রইলো জাহিদ অনিক।
+

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৯

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে।
আশা করি ভালো আছেন।

১৬| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫২

আর্কিওপটেরিক্স বলেছেন: মনোলোভা.......

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫০

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস আর্কিওপটেরিক্স

১৭| ১৬ ই মার্চ, ২০২০ ভোর ৬:৪৩

খায়রুল আহসান বলেছেন: কবিতায় জীবনের বিরাম ও স্পন্দন, দুটোই অনুভূত হয়।
সুন্দর কবিতা। +

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫০

জাহিদ অনিক বলেছেন: প্রিয় কবি, ইদানিং ব্লগে আমি বেশ অনিয়মিত হয়ে যাচ্ছি। ঠিক তখনই পুরাতন একটা পোষ্টে আপনার দারুণ মন্তব্য পেয়ে ভালো লাগছে।

আশা করি আপনি ভালো আছেন। আপনার ব্লগেও যাওয়া হচ্ছে না অনেকদিন। অথচ মনে মনে আপনার লেখা মিস করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.