নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

পঙ্গুত্ব

২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৪৫





ভালোবাসার গাঢ় মুহূর্তে
প্রেমিক হৃদয়ে হঠাত জেগে ওঠা উষ্ণ পিতৃত্বের মত;
মা,
আমার জন্মের সময়
এত অপরিণত মাতৃত্ব তোমার কোথা থেকে এসেছিল?


দ্যাখো দ্যাখো তাকিয়ে -
তোমার পরিণত সন্তানদের মত যুবক আমি নই;
আমি যেন কিছুটা এখনো কাঁচা মাটির মত
রোদের তাপ আমাকে ছোঁয় না-
আমার যেন পোড়া মাটি হয়ে যেতে নেই।

এভাবে বেলেমাটি জীবনে- বেঁচে থাকার এত দায় কেন?
আমার পূর্ব পুরুষের যত অক্ষমতা-
যত তাদের অতৃপ্ত আকাঙ্ক্ষা;
সবাই যেন এক এক করে অভিশাপ দিয়ে গেছেন শুধুমাত্র আমাকে।

বংশগতির ধারায় আমি পেয়েছি -
অপরিণামদর্শী পিতা-
অপরিপক্ব মা-
অতৃপ্ত পিতামহ
অভিশপ্ত প্র-পিতামহ।






১৯ এপ্রিল ২০১৯
ছবিঃ ইন্টারনেট থেকে নেয়া

মন্তব্য ১৬ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:৫৪

বলেছেন: বংশগতির মৌলিক অধিকার প্রতিষ্ঠা হোক!!

ঠিকে থাকুক বেলেমাটিতে এলোমেলো জীবন।


শুভ কামনা নিরন্তর কবি ও কবিতায়।।

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫২

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মিঃ ল
শুভেচ্ছা ও শুভ সকাল

২| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১১:০২

সুমন কর বলেছেন: বিশাল অর্থমহ.......!! ভালো লাগা রইলো।

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৪

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ সুমন দা।
শুভ সকাল

৩| ৩০ শে এপ্রিল, ২০১৯ ভোর ৫:০৮

চাঁদগাজী বলেছেন:


কি হলো, কবিতার বদলে ক্ষোভ কেন?

৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৪

জাহিদ অনিক বলেছেন: কি করব বলেন! কবিতা আর ভালো লাগছিল না

৪| ৩০ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:২২

শাহরিয়ার কবীর বলেছেন: ক্রোমোজোম কবিতা নাকি !! ;)

আমার পূর্ব পুরুষের যত অক্ষমতা-
যত তাদের অতৃপ্ত আকাঙ্ক্ষা;
সবাই যেন এক এক করে অভিশাপ দিয়ে গেছেন শুধুমাত্র আমাকে।


এখন যত তাদের উপরে রাগ, ক্ষোভ, অভিমান সবকিছু কী জিনগত সমস্যা মনে হচ্ছে নাকি !!! :) B-)

০১ লা মে, ২০১৯ দুপুর ১:৫৩

জাহিদ অনিক বলেছেন: আরেহ কবীর ভাই যে !
মন্তব্যে আর কি লিখব! আপনাকে ব্লগে দেখেই দিল খুশ হুয়া

৫| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১১

পদাতিক চৌধুরি বলেছেন: হঠাৎ বংশগতি নিয়ে টানাটানি! অভিশপ্ত দেশমাতৃকা তব বাঁচিবে কি আশায়?

০১ লা মে, ২০১৯ দুপুর ১:৫৪

জাহিদ অনিক বলেছেন: কখনো কখনো আশায় বাঁচে না, দুর্বলতা স্মরণ করা লাগে --
ধন্যবাদ ব্রাদার!

৬| ৩০ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৬

আর্কিওপটেরিক্স বলেছেন: বেশ :)

০১ লা মে, ২০১৯ দুপুর ১:৫৪

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস আর্কিওপটেরিক্স

৭| ০২ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

নীলপরি বলেছেন: বাহ । খুব সুন্দর লিখেছেন কবি ।
++
শুভকামনা

০২ রা মে, ২০১৯ রাত ১১:২৪

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি নীলপরি।
আপনাকেও শুভেচ্ছা

৮| ০২ রা এপ্রিল, ২০২০ দুপুর ১:৩৭

খায়রুল আহসান বলেছেন: খাঁটি সোনা হিসেবে পরিশুদ্ধ হয়ে উঠুক আপনার জীবন! সে জীবনে কেউ একজন এসে কনক প্রদীপ জ্বালিয়ে দিক!

১২ ই এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫১

জাহিদ অনিক বলেছেন: আপনার এই মন্তব্য যেন সত্যি হয়ে ফিরে আসে জীবনে। মন্তব্যটুকু মাথায় পেতে নিলাম আশীর্বাদ হিসেবে।

অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.