নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
মেয়ে আমি তোমার তেমন প্রেমিক নই
যার কাঁধে তুমি হাত রেখে পাবে নির্ভরতা।
আমি তোমার সেই ভালোবাসা নই
যার বুকে মাথা এলিয়ে পাবে পরম প্রশান্তি।
একই মায়ের গর্ভ ভাগাভাগি করে নেয়া আমি তোমার ভাই নই
যা'র সাথে তোমার নাড়ীর বাঁধন।
আমি তোমার পিতার মত নই-
যা'র আঙুল ধরে বেড়ে উঠেছ -পেরিয়েছ ভীত কৈশোর।
আমি তোমার দুঃসময়ের বন্ধু নই
প্রভুর মত স্বামী নই;
তোমার কোমল বাহুতে বাঁধা, মোমে বদ্ধ রূপার রক্ষাকবচ নই-
ভিড়ের মধ্যে আমি তোমার তেমন কেউ নই
যে তোমাকে আগলে রাখবে পাহাড়ের মত;
এমন কোনো শক্তি আমি নই, যে ফেরাবে সব ঝড়-জলোচ্ছ্বাস।
আমি তোমার এমন কেউ-
যা স্পর্শকাতর; যা’কে রেখেছ গোপনে- গভীর সঙ্গোপনে।
আমি সেই দমকা বাতাস-
যা'কে নিয়েছ বুকের প্রকোষ্ঠে নিশ্বাসের সাথে।
আমি তোমার এমন কেউ-
যে চাইবে,
একটা কাঁটা আমার যদি বিঁধে - তোমার পায়েও কিছু রক্ত ঝরুক।
বেলাভূমিতে সূর্যাস্ত মুহূর্তে পাশাপাশি দাঁড়ানো আমি কোনো রাত্রি নই-
আমি সেই সন্ধ্যা-
যখন একাকী ভেবেছ একান্তে নিজের কথা।
আমি সেই অনড় সত্তা;
যা মিশেছে তোমার অস্তিত্বে, যা বড় হয় তোমার শিরা ধমনীতে-
আমি তোমার তেমন কিছু- যা রোজ বড় হয় তোমার অস্থিমজ্জায়;
বলতে পারো, আমি তোমার অনাগত সন্তানের মত-
যে মিশেছে তোমার সত্তায়; যে করেছে পূর্ণ তোমাকে।
[০৩ রা মে, ২০১৯]
০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:০৫
জাহিদ অনিক বলেছেন: ভালোবাসা থাক এভাবে অনড়
শুভেচ্ছা ও ভালোবাসা ব্রাদার
২| ০৩ রা মে, ২০১৯ সকাল ১১:৫১
আকতার আর হোসাইন বলেছেন: কবিতায় যদি খুব কঠিন শব্দের ব্যবহার না থাকে তাহলে কবিতা পড়তে দারুণ ভালো লাগে। চোখের শান্তি।
এটিও তেমনই। তবে মূল অর্থটা বুঝিনি। দুই এক লাইনে মূল অর্থতত্ত্বটটা বলা যাবে?
০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:০৭
জাহিদ অনিক বলেছেন: বাহ মন্তব্য ভালো লাগলো।
তবে দুই এক লাইনে মনে হয় মূল অর্থ বুঝিয়ে দিতে পারছি না, এজন্য ক্ষমা চাচ্ছি।
কবিতার অর্থ কীভাবে বুঝাতে হয় আগে শিখে নেই, তারপর বুঝাবো ক্ষণ !
৩| ০৩ রা মে, ২০১৯ দুপুর ১২:১৭
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার কবিতা ! পুরো কবিতা জুড়ে ভালোলাগা;
শেষের স্তবক মন ছোঁয়া বেশি বেশি।
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:১৯
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ কবি। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
৪| ০৩ রা মে, ২০১৯ বিকাল ৩:৫৩
আখেনাটেন বলেছেন: নারীকে এভাবে দেখলে তো এ জীবনে আর...হবে না রে পাগলা!!!
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:১৯
জাহিদ অনিক বলেছেন: হা হা হা
ধন্যবাদ ফারাও কিং
৫| ০৩ রা মে, ২০১৯ বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন:
শেষের প্যারাগ্রাফটি কি কলেবর বৃদ্ধির প্রচেষ্টা? উহা অকারণ লেজের মতো
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২০
জাহিদ অনিক বলেছেন: না না না ওটাই আসল
৬| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
সুমন কর বলেছেন: বেশি সুন্দর হয়েছে। ভালো লাগা রইলো।
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২০
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস সুমন দা !
৭| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২০
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ প্রিয় ছড়াকার। ফেসবুকে আপনার গান গাওয়া শুনেছি। দুর্দান্ত আপনার গলা ও সুর
৮| ০৩ রা মে, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
হারাধণ০২ বলেছেন: জাহাপনা তুজি গ্রেট হো, তোহফা কবুল করো ...
এর পর একটা ইমোজি হবে, এখানে এরকম ইমোজি দেখছি না
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২১
জাহিদ অনিক বলেছেন: হা হা জাহাঁপনা
৯| ০৩ রা মে, ২০১৯ রাত ৯:২২
কাওসার চৌধুরী বলেছেন:
আমি বরাবরই আপনার কবিতার ভক্ত। কবিতায় ভাল লাগা।
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২১
জাহিদ অনিক বলেছেন: ভালোবাসা ও শুভেচ্ছা কাওসায়র ভাই
১০| ০৩ রা মে, ২০১৯ রাত ৯:৩৬
মাহমুদুর রহমান বলেছেন: মন ছুঁয়ে গেল।
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২২
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান
১১| ০৪ ঠা মে, ২০১৯ রাত ১২:২৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেকদিন পর ব্লগে এসেই হৃদয় ছোঁয়া কথামালায় সাজানো একটা কবিতা পড়ে গেলাম। দারুণ বলেছেন কবি, আসলে ভালোবাসা তো এমনই হওয়া উচিত।
শুভকামনা জানবেন সবসময়
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২২
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাই
আপনাকে অনেকদিন পরেই ব্লগে দেখালাম
আশা করি ভালো আছেন
১২| ০৪ ঠা মে, ২০১৯ রাত ২:১৬
অর্পিতা মন্ডল বলেছেন: বাহ্, অপূর্ব।
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২৪
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ অর্পিতা
১৩| ০৪ ঠা মে, ২০১৯ রাত ৩:২৮
সোহানী বলেছেন: চমৎকার............
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২৩
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস সোহানী আপু
১৪| ০৪ ঠা মে, ২০১৯ সকাল ১১:২০
বিদ্রোহী ভৃগু বলেছেন: সৃষ্টিততত্ত্বের গূঢ় গভীরে মিশে গিয়ে কবি মন খূঁজে পায় আপনাকে আপন গহনে
মৌলিক স্বত্তায় নিজেকে খুঁজে পেতে পেতে সকল রুপে পরিভ্রমন শেষে
পূর্ণতা খুঁজে পায় সৃষ্টির মৌলিক বিকাশে শুক্রানু, ডিম্বানু আর জন্মে
মাতৃত্বের পূর্নতায় ।
আমার আমিত্বের সর্বব্যপিতার গহনে স্নানে আত্মানুসন্ধান!
++++
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২৪
জাহিদ অনিক বলেছেন:
আহা ! কি মন্তব্য !
এই মুহূর্তে এই গানটাই মনে পড়ছে ভায়া --
মুখে নাহি নিঃসরে ভাষ, দহে অন্তরে নির্বাক বহ্নি। ওষ্ঠে কী নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্বী!
১৫| ০৫ ই মে, ২০১৯ দুপুর ১:১১
নীলপরি বলেছেন: খুব ভালো লিখেছেন কবি ।
++
শুভকামনা
০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২৫
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা কবি
১৬| ১৪ ই এপ্রিল, ২০২০ রাত ১১:৪১
খায়রুল আহসান বলেছেন: নিজের অস্তিত্বের মাঝে যে বিরাজ করে, তাকে তো চর্ম চক্ষে দেখা যায় না!
২৭ শে এপ্রিল, ২০২০ বিকাল ৩:২৯
জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ প্রিয় কবি, আপনি একদম ঠিক বলেছেন: নিজের অস্তিত্বের মাঝে যে বিরাজ করে, তাকে তো চর্ম চক্ষে দেখা যায় না!
ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি। মাহে রমজানের শুভেচ্ছা জানবেন
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০১৯ সকাল ১১:২৫
পদাতিক চৌধুরি বলেছেন: তবে তাই হোক নিঃশ্বাসের প্রতিটি বিন্দুতে বিন্দুতে হৃদয়ের প্রতিটি প্রকোষ্ঠে তোলা থাক তব অনুভূতি।
++
অনিসেক্স শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় কবি ভাইকে।