নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
কখনো দিনের শেষে যখন মনে হয় এসেছে উপযুক্ত সন্ধ্যা -
অসীমে তাকাতে ইচ্ছে হলে চোখ লেগে থাকে আকাশের নীলে;
সমগ্র নীল যেন শোষণ করে নেই নিজের অভ্যন্তরে
যেন নেভী ব্লু জামা গায়ে বহুদিন পরে কেউ এসেছে স্কুলে হাজিরা দিতে।
হঠাৎ তারা খসে যেতে দেখলে-
বুকে হাত চেপে, আঙুল দিয়ে কাটাকুটি করে;
নিপাতিত হওয়া তারার কাছে চাইতে ইচ্ছে করে একটা দুইটা অপূর্ণ চাওয়া;
ইচ্ছে করে কিছু ফরিয়াদ জানাই!
অথচ হায়! দেখ নিয়তি!
কার কাছে চাইব? কোন্ তারার কাছে? যে নিজেই সামলাতে পারে না নিজেকে!
আকাশ হতে অসীম বেগে যে তারাটি আছড়ে পড়ে মর্তের বুকে -
তা'কে দেখে নিজের কথাই ভাবতে বসি;
কী তফাত ও'র আর আমার?
পৃথিবীর বুকে একজনের কেবল হচ্ছে পতন -
আর আমি; নক্ষত্রের'ই সন্তান -
সেই কত আগে আমারও হয়েছে অধঃপতন।
তবুও এমন উপযুক্ত সন্ধ্যাবেলায়-
আরতি থাকে, ধূপের কড়া গন্ধ থাকে-
কাঁসার থালায় বেল পাতা’তে আত্মশুদ্ধির শঙ্কা থাকে।
০৯ ই মে, ২০১৯ সকাল ১০:৪০
জাহিদ অনিক বলেছেন:
আত্মশুদ্ধি হোক--- সকালের শুভেচ্ছা ও ভালোবাসা মিঃ ল
২| ০৮ ই মে, ২০১৯ রাত ১০:০৭
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর
০৯ ই মে, ২০১৯ সকাল ১০:৪০
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ আর্কিওপটেরিক্স
৩| ০৮ ই মে, ২০১৯ রাত ১০:২২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য।
০৯ ই মে, ২০১৯ সকাল ১০:৪১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ গিয়াস উদ্দিন লিটন
৪| ০৮ ই মে, ২০১৯ রাত ১১:২১
মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত মনোমুগ্ধকর!
০৯ ই মে, ২০১৯ সকাল ১০:৪১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান
৫| ০৯ ই মে, ২০১৯ সকাল ৯:০৮
নীলপরি বলেছেন: তারা খসতে দেখে কতো জন যে উইশ করেছে বা করে ! দলে আমিও ছিলাম! এতো গভীর ভাবে ক'জন ভাবতে পারে ?
খুব ভালো লাগলো আপনার ভাবনাটা । অসাধারণ লিখেছেন ।
++
শুভকামনা কবি
০৯ ই মে, ২০১৯ সকাল ১০:৪২
জাহিদ অনিক বলেছেন: না না, খসে পড়া তারার কাছে চাইতে আপত্তি নেই- কম সে কম, আমাদের খায়েশ তো আমাদের জানা হবে।
শুভেচ্ছা কবি
৬| ০৯ ই মে, ২০১৯ সকাল ৯:১২
পদাতিক চৌধুরি বলেছেন: কই গেলেন প্রিয় কবি ভাই? 12 ঘন্টা হয়ে গেল এখনো কোনো প্রতিমন্তব্যে দেখা নেই। সুন্দর কথা ও কাব্যে মুগ্ধত ।
শুভকামনা ও ভালোবাসা রইলো।
০৯ ই মে, ২০১৯ সকাল ১০:৪২
জাহিদ অনিক বলেছেন: এইত এসে গেছি ব্রাদার !
শুভ সকাল -- শুভেচ্ছা ও ভালোবাসা রইলো
৭| ০৯ ই মে, ২০১৯ সকাল ১০:১০
চাঁদগাজী বলেছেন:
উল্কা ঝরে রাতে
০৯ ই মে, ২০১৯ সকাল ১০:৪৩
জাহিদ অনিক বলেছেন: রাত এমনই-- যাবতীর যা কিছু ঝরে পড়ে সব যেন রাত্রের আঁধারেই নিরবে ঝরে
৮| ০৯ ই মে, ২০১৯ দুপুর ২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
ভালো লাগা রইলো
১০ ই মে, ২০১৯ দুপুর ১২:৩৭
জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ ছবি আপু। ভালো থেকো
৯| ০৯ ই মে, ২০১৯ বিকাল ৫:৫৪
মনিরা সুলতানা বলেছেন: নিজেকে শুধরে আর নেয়া হলো কই !!
যেটুকু আমি যেটুকু কবি সেটুকু শুধরে নিলে কী ই বা থাকে বলো ?
১০ ই মে, ২০১৯ দুপুর ১২:৪০
জাহিদ অনিক বলেছেন: হুম! সে ঠিক, কবিরা নিজেকে শুধরে নেবে কেন
১০| ০৯ ই মে, ২০১৯ রাত ৮:৪৭
সুমন কর বলেছেন: কখনো তারা খসে পড়া দেখা হয়নি !! কবিতায় মুগ্ধ............
+।
১০ ই মে, ২০১৯ দুপুর ১২:৪১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো সুমন দা
১১| ১০ ই মে, ২০১৯ সকাল ৯:০৫
নাহিদ০৯ বলেছেন: চমৎকার। আপনার কবিতা গুলো ব্যাকাপ রাখেন প্লিজ।
১০ ই মে, ২০১৯ দুপুর ১২:৪১
জাহিদ অনিক বলেছেন: আরেহ! নাহিদ ভাই !
ব্যাপাক বলতে ওয়ার্ডে লিখি আগে.। জমা আছে পিসিতে
আপনার আন্তরিক মন্তব্যে ভালবাসা রইলো।
১২| ১৫ ই মে, ২০১৯ রাত ১০:৩০
নাহিদ০৯ বলেছেন: wattpad.com এ একটা পারসোনাল স্পেস করে নিয়ে কবিতাগুলো রাখতে পারেন। অপু তানভীর এর গল্পগুলো ওখানেও পাই। উনি ওখানে জমা রাখেন আর এখানে পাঠকদের জন্য প্রচার করেন।
ওয়ার্ডপ্রেস.কম এও একটা পারসোনাল সাইট করে রাখতে পারেন ফ্রি ফ্রি। আপনার কবিতাগুলো পড়তে পারবোনা ভাবতেও কেমন লাগে!!
১৭ ই মে, ২০১৯ দুপুর ১২:০২
জাহিদ অনিক বলেছেন: আরে টেনশন নট ব্রো !
ব্যক্তিগতভাবে নিজের কাছে তো থাকছেই। তাছাড়া আমার সব কবিতা সুন্দর নয়। যেগুলো কোয়ালিটি চেকিঙ্গে উতরে যায় সেগুলো জমা রাখছি।
আর হ্যাঁ, একটা সাইটও রাখবো আশা করি। অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা নাহিদ ভাই।
১৩| ৩০ শে মে, ২০২০ দুপুর ১:১৩
খায়রুল আহসান বলেছেন: নক্ষত্রের পতনের সাথে কবি নিজের পতনও দেখতে পেয়েছেন। অধঃপতিত উল্কা পৃথিবীর বায়ুমন্ডলে প্রবেশ করার আগেই ভস্মীভূত হয়। কবি ভস্মীভূত না হলেও তার আত্মদহন চলতেই থাকে।
কেমন আছেন আপনি? ব্লগে এখন অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন।
শুভকামনা---
২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৫
জাহিদ অনিক বলেছেন: আপনি ঠিক বলেছেন প্রিয় কবি, নানাবিধ কারণে ব্লগে অনিয়মিত হয়ে গেছি। ইদানীং স্কুল পালানো ছেলের মতন স্কুলে হাজিরা দেয়ার মত করে ব্লগে আসা হচ্ছে। চেষ্টা করছি খুব ব্লগে নিয়মিত হওয়ার। আপনি সহ আরও অনেকের লেখাই মিস করছি।
আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন।
অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৯ রাত ৯:৩৯
ল বলেছেন: কার কাছে করবো ফরিয়াদ
খসে পড়া তারাদের দেখে তাই বলি আজ আত্মশুদ্ধির বড় প্রয়োজন।।।।
কবিয়াল, নাগরিক কবি, উস্তাদ জা,অ,-- ✌✌