নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

মাতৃত্ব

১২ ই মে, ২০১৯ সকাল ৯:৩১





এই যে তোমাকে ছুঁয়ে আমার নতুন জন্ম হয় রোজ রোজ, তুমি মায়ের মত এক নারী;
এ তোমার নব-মাতৃত্ব!
যুগপৎ এই জন্ম আমার, এ জন্ম তোমার।


তুমি এক প্রেমিকা মাতৃ-জন্ম নাও,
আমি নেই সেই মানবজন্ম; যা পূর্ণ করে তোমার মাতৃ-প্রকৃতি,
যুগপৎ এ মাতৃত্ব তোমার, এ মাতৃত্ব আমার।



(মে ১২, ২০১৯)

মন্তব্য ৩০ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৯ সকাল ৯:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি অনেক কিছু অনুধাবন করছেন!

১২ ই মে, ২০১৯ সকাল ৯:৫৬

জাহিদ অনিক বলেছেন: আমার অনুধাবনগুলোই কবিতায় লিখি, গ্রহণ করা না করা আপনাদের।

২| ১২ ই মে, ২০১৯ সকাল ১০:১৩

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,




"মা" দিবসে ছোট্ট কিন্তু আদিগন্ত ব্যাপী এক মধুর সম্পর্কের সোনালী ফসলের ভারে ভরা কবিতা।
মা ও সন্তানের এই অনুভবটি ছুঁয়ে আমাদের নতুন জন্ম হয় যেন রোজ রোজ.............

১২ ই মে, ২০১৯ সকাল ১০:২২

জাহিদ অনিক বলেছেন: মাতৃত্ব আমাদের সকলের মধ্যেই লুকায়িত থাকে, সঠিক সময়ে তার বহিঃপ্রকাশ ঘটে।

মা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয়।

৩| ১২ ই মে, ২০১৯ সকাল ১১:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা
শুভকামনা

১২ ই মে, ২০১৯ সকাল ১১:৩৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ছবি আপু। ভালো থাকবেন আপনিও।

৪| ১২ ই মে, ২০১৯ সকাল ১১:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর বলেছেন কবি অল্পতেই, খুবই কাব্যিক শব্দগুলো।

১৭ ই মে, ২০১৯ দুপুর ১২:০৩

জাহিদ অনিক বলেছেন:
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো নাঈম ভাই। ভালোবাসা রইলো।

৫| ১২ ই মে, ২০১৯ দুপুর ১২:০০

আপেক্ষিক মানুষ বলেছেন: চাঁদগাজী বলেছেন:



আপনি অনেক কিছু অনুধাবন করছেন!


সহমত।

১৭ ই মে, ২০১৯ দুপুর ১২:০৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ আপেক্ষিক মানুষ

৬| ১২ ই মে, ২০১৯ বিকাল ৪:১৭

হাবিব বলেছেন: কবি ভাই, কেমন আছেন..........

১৭ ই মে, ২০১৯ দুপুর ১২:০৩

জাহিদ অনিক বলেছেন: ভালো আছি হাবিব স্যার -- আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন।

৭| ১২ ই মে, ২০১৯ রাত ১০:২৮

রাজীব নুর বলেছেন: যে নারী জন্ম দেয় সে মা। আর মাতৃত্ব বোধ আসে হৃদয়ের গভীর থেকে।

১৭ ই মে, ২০১৯ দুপুর ১২:০৪

জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো রাজীব ভাই।

৮| ১২ ই মে, ২০১৯ রাত ১১:৩৬

মাহমুদুর রহমান বলেছেন: রাজীব ভাই সুন্দর কথা বলেছেন।

১৭ ই মে, ২০১৯ দুপুর ১২:০৪

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ভাই মাহমুদুর রহমান
শুভেচ্ছা রইলো

৯| ১৩ ই মে, ২০১৯ রাত ১:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: ছোট্ট কবিতা কিন্তু পরিসর অপরিসীম।
মাতৃ দিবসে সমস্ত মায়েদের জানাই শ্রদ্ধা।
পোস্টে চতুর্থ লাইক।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।

১৭ ই মে, ২০১৯ দুপুর ১২:০৫

জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ ও ভালোবাসা প্রিয় ব্রাদার।
ভালো থাকুন।

১০| ১৩ ই মে, ২০১৯ রাত ৯:০৯

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

১৭ ই মে, ২০১৯ দুপুর ১২:০৫

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা সুমন দা।
ভালো থাকবেন।

১১| ১৭ ই মে, ২০১৯ দুপুর ১:৪৪

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর কবিতা !

১৭ ই মে, ২০১৯ দুপুর ২:১১

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস এ লট। আপনার মন্তব্যে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো প্রিয় কবি

১২| ১৭ ই মে, ২০১৯ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: খুব ভালো কবিতা ।
++

শুভকানা কবি

১৮ ই মে, ২০১৯ বিকাল ৩:১১

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় কবি। ভালো থাকবেন

১৩| ১৮ ই মে, ২০১৯ বিকাল ৩:১৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্ত সুন্দর কবিতাটা পড়িনি আগে.... #:-S

কিভাবে হলো কে জানে !

মুগ্ধতা.....


১৮ ই মে, ২০১৯ বিকাল ৩:১৭

জাহিদ অনিক বলেছেন: বাহ ! আপনার চমৎকার মন্তব্যে আপ্লুত হইলাম। মন্তব্য এবং প্লাসে অনুপ্রাণিত। ধন্যবাদ আর্কিওপটেরিক্স।

১৪| ২১ শে মে, ২০১৯ বিকাল ৪:০৭

নজসু বলেছেন:



সত্যি অতুলনীয়।

২১ শে মে, ২০১৯ বিকাল ৪:১৬

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ নসজু। ভালো থাকবেন শুভেচ্ছা রইলো।

১৫| ০৮ ই আগস্ট, ২০২০ সকাল ১০:২২

খায়রুল আহসান বলেছেন: মাতৃত্ব নিয়ে অতি চমৎকার একটি কবিতা! গভীর অনুভব থেকে উঠে এসেছে!
কবিতায় নবম ভাল লাগা + +!

২৪ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪২

জাহিদ অনিক বলেছেন: মাতৃত্ব নিয়ে অতি চমৎকার একটি কবিতা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি। আপনার কাছ থেকে নবম ভালো লাগা এবং প্রশংসা পেলে ভালো লাগছে।

ভালো থাকবেন শ্রদ্ধেয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.