নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
তুমি প্রেমে পড়েছ, এটা বুঝতে মনোবিজ্ঞানী হতে হবে না।
তোমার হাঁটাচলা, পা মেপে পথ চলা-
একবার হেঁটে ফেরত গিয়ে আবার সিঁড়ির হাতল ধরে বেজমেন্টে নেমে আসা,
তারপর--
বাড়ির সামনে রিক্সা ডাকবে কি ডাকবে না!
তোমার ওয়াচ-ম্যানকে জিজ্ঞেস করে দ্যাখো,
তোমার এসব হতবিহবল কাজ কর্মে সে বুঝে গেছে, তুমি প্রেমে পড়েছ।
হাত ব্যাগের ভেতরে বাড়তি টিস্যু-
পায়ের দিকে বাড়তি যত্ন-
খাবারে অনীহা, চোখের নিচের দিকে কালো দাগ
আর উপরের ভ্রু'তে স্বপ্ন উড়ে উড়ে যাচ্ছে প্রজাপতির মত;
চুলে নতুন সুগন্ধি কন্ডিশনার আর সারাদিন আনমনা;
সাংসারিক কাজে ব্যস্ত তোমার মা, তিনিও বুঝে গেছেন-
তুমি প্রেমে পড়েছ।
তোমার বন্ধু বান্ধব; যাদেরকে এড়িয়ে চলতে-
স্বেচ্ছায় কিংবা অনিচ্ছায়।
বাইরে একদম বের হতে না-
তোমার এমন উড়নচণ্ডী ভাব দেখে তোমার দূরতম বন্ধুটিও বুঝে গেছে,
তুমি প্রেমে পড়েছ।
ডাক টেলিযোগাযোগ আর তথ্য প্রযুক্তির লোকগুলো-
ভ্যানে বসে গলিতে বিক্রি করা লেবু ওয়ালা-
গলির সামনে জুতো সেলাই করা ছেলেটা;
এমনকি তোমাকে উত্যক্ত করত যে বখাটে রাস্কেল;
সেও বুঝে গেছে- তুমি প্রেমে পড়েছ।
কেবল তুমি আর আমি-
আমরা দুজন'ই বুঝতে পারছি না কী হচ্ছে আমাদের সাথে!
মনে হচ্ছে আমাদের মধ্যে ঘটে যাচ্ছে অনেককিছু
কিছু টের পাওয়ার মত, অস্তিত্ব অনুভবের মত তাড়া আমাদের নেই
সম্বিৎ ফিরে এলে হয়ত বোঝা যেত!
অথচ
সবাই জেনে গেছে, বুঝে গেছে, 'তুমি প্রেমে পড়েছ'।
কেবল তুমি আর আমিই বুঝতে পারছি না-
কীভাবে কখন কে পড়ে গেলাম কার প্রেমে!
এই যে-- তোমাকে ভালোবাসি আমি, আমাকেও তুমি;
আমাদের এই যুগপৎ একমুখী ভাবনা যেখানে পুরোটা জুড়ে কেবল 'তুমি-আমি'
এই কি ভালোবাসা? বলো, এটাই কি সত্যি ভালোবাসা!
এরকম শব্দের মিহি জালের বুনট দিয়ে হয় বলো? ভালোবাসা!
-
১৩ জুন ২০১৯
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:০৪
জাহিদ অনিক বলেছেন: আপনার সেন্স অফ হিউমার ভালো। কবিতা পড়েছেন দেখে ভালো লাগছে। শুভেচ্ছা নিন
২| ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
হাবিব বলেছেন: যুগপৎ একমুখী না হয়ে যদি উভমুখী হতো...........
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:০৫
জাহিদ অনিক বলেছেন: উভমুখী হলে না জানি কী হয়ে যেত !
৩| ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: হুমমম
প্রেমে বুঝি এমনই হয়!
সবাই বোঝে সবাই জানে শুধু নিজের খবর নাই হা হা হা
সুগন্ধ যেমন লুকানো যায় না- প্রেমো তেমনি
কাব্যে ভাললাগা
++++++
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:০৬
জাহিদ অনিক বলেছেন: বাহ ! কবি সুন্দর বলেছেন ভায়া।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো।
৪| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:০২
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,
চাঁদগাজী র মন্তব্যের পরে আর কোনও মন্তব্য চলেনা.............
তাঁর মন্তব্যে ভালোলাগা জানালুম।
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:০৭
জাহিদ অনিক বলেছেন: বেশ ! চাঁদগাজী বেশ দার্শনিক মন্তব্য করে থাকেন কবিতায়----
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আহমেদ জী এস সাহেব। ভালো থাকবেন।
৫| ১৭ ই জুন, ২০১৯ রাত ৮:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: আহা! আমি মারের সাগর পাড়ি দেব।
কবিতায় মুগ্ধতা। ++
শুভকামনা প্রিয় কবি ভাইকে।
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:০৮
জাহিদ অনিক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ও ভালোবাসা পদাতিক চৌধুরী ব্রাদার।
ভালো থাকবেন।
৬| ১৭ ই জুন, ২০১৯ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: বহু দিন পর সামুতে আপনার কবিতা পেলাম।
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:০৮
জাহিদ অনিক বলেছেন: কেমন আছেন রাজীব ভাই? আশা করছি ভালো আছেন।
৭| ১৭ ই জুন, ২০১৯ রাত ১০:৫৮
মাহমুদুর রহমান বলেছেন: ওয়াও!
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:০৯
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মাহমুদুর রহমান
ভালো থাকবেন
৮| ১৮ ই জুন, ২০১৯ রাত ১২:৪৭
ইব্রাহীম আই কে বলেছেন: ভালোবাসার কবিতা, ভালো না লেগে যাবে কোথায়
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১০
জাহিদ অনিক বলেছেন: বাহ ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। ভালো থাকবেন ইব্রাহীম আই কে
৯| ১৮ ই জুন, ২০১৯ রাত ২:৪৭
ল বলেছেন:
চাঁদগাজী র মন্তব্যের পরে আর কোনও মন্তব্য চলেনা.............
তাঁর মন্তব্যে ভালোলাগা জানালুম। আর মন্তব্য করা থেকে বিরত রইলুম।।।
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১১
জাহিদ অনিক বলেছেন: বেশ ! ধন্যবাদ মিঃ ল
ভালো থাকুন। শুভেচ্ছা ও ভালোবাসা
১০| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১২:৩২
তারেক_মাহমুদ বলেছেন: প্রেমে পড়ার লক্ষ্মণগুলো তাহলে সবারই জানা
সুন্দর লিখেছেন।
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১২
জাহিদ অনিক বলেছেন: প্রেমে পড়ার লক্ষণ তা কে না জানে তারেক ভাই !
ভালো থাকুন, শুভেচ্ছা ভাইয়া
১১| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫১
মেঘ প্রিয় বালক বলেছেন: পুরো কবিতার প্রথম থেকে শেষ লাইন অব্দি পাঠ করার সময় মুখে হাসি ছিলো,আপনি একজন দক্ষ কবি এটা সহজেই বলা যায়। কবি তাহলে প্রেমে পড়েই গেলো?
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১৪
জাহিদ অনিক বলেছেন: বাহ আপনার মন্তব্য ভালো লাগলো মেঘ প্রিয় বালক। কবি তো ক্ষণে ক্ষণে প্রেমে পড়ে!
১২| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: জাহিদ অনিক,
হতে পারে...
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১৫
জাহিদ অনিক বলেছেন: কবি যখন বলেছেন তখন তাই !
ধন্যবাদ কবি
১৩| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:৫১
শায়মা বলেছেন: তুমি যে কোটিবার প্রেমে পড়ো সেও আমরা জানি ভাইয়া!
তোমার মুহুর্মুহু কবিতার আবির্ভাবে আমরা বুঝে যাই
তুমি যে প্রেমে পড়েছো......
তোমার আকাশের দিকে মুখ তুলে বিধাতার কাছে অব্যক্ত প্রশ্ন দেখেই
আমরা বুঝে যাই .....
তুমি যে প্রেমে পড়েছো তা আর কাউকেই বলে দিতে হয় না যখন দেখি
তোমার শুশ্রবিহীন দাঁড়ি, দেবদাসত্ব বিসর্জন দিয়ে ক্যামেরা তাক করেছো.....
কাউকেই আর বলে দিতে হয়না যখন দেখি
নানা রকম রন্ধন ছবিয়া তুলিয়া তুমি প্রেয়সীকে আজীবন রাঁধিয়া বাড়িয়া দিবার
আশ্বাস দিতেছো!!!!!!!!
হা হা হা তখন আমরা সকলেই জানি বুঝি এবং খুঁজি তোমার নিত্য নতুন প্রেমিকাদেরকে
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১৮
জাহিদ অনিক বলেছেন: বাব্বা বাব্বা ! করিয়াছো বেশ পর্যবেক্ষণ ! বিলক্ষণ বিলক্ষণ প্রেমে আমি রোজ পড়ি, যাহা পরী কাহা নারী।
হা হা
১৪| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:৫১
শায়মা বলেছেন:
১১. ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫১
০
মেঘ প্রিয় বালক বলেছেন: পুরো কবিতার প্রথম থেকে শেষ লাইন অব্দি পাঠ করার সময় মুখে হাসি ছিলো,আপনি একজন দক্ষ কবি এটা সহজেই বলা যায়। কবি তাহলে প্রেমে পড়েই গেলো?
<<<<<<<<<<<<< ভাইয়া এই কবি রোজ প্রেমে পড়ে
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:১৯
জাহিদ অনিক বলেছেন: ঠিক ঠিক ! রোজই নতুন করে প্রেম আসে
১৫| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ১:৫৩
শায়মা বলেছেন:
১. ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
১
চাঁদগাজী বলেছেন:
কেহ জানে না কখন, কোন নিশীথে পদ্ম ফোটে
<<<<<<<<<<<<<<<<<<< ইয়েেেেেেে এইবার বুঝিলে ভাইয়া চাঁদগাজী ভাইয়া আমাদের নিশীত পদ্ম কবি!!!!!!!!! শুধু তোমরা ভাইয়াকে কাঠখোট্টা বলো!!!!!!!
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:২০
জাহিদ অনিক বলেছেন: কোথায় কাঠখোট্টা! চাঁদগাজী সব সময়েই কবিতায় মনোরম। তিনি কবিতা থেকে কবিকে বেশী পড়েন
১৬| ১৮ ই জুন, ২০১৯ দুপুর ২:০৫
মুক্তা নীল বলেছেন:
জাহিদ ভাই ,
প্রেমে পড়ার ফিলিংস খুব সুন্দর করে লিখেছেন । আরেকটা লিখে দিয়েন বাসায় ধরা খাওয়ার পর কি অবস্থা হয় !!!
খুব সুন্দর মুগ্ধতাপূর্ণ কবিতা +++
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:২১
জাহিদ অনিক বলেছেন: হা হা বাসায় ধরা খাওয়ার পর যা হয় সেটা আর কাব্যিক না সেটা হয় উপন্যাস !
ভালো থাকবেন মুক্তা নীল।
১৭| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:২৮
কাওসার চৌধুরী বলেছেন:
মনের কথাটাই কইলেন!
হে, মহান কবি। চমৎকার একখানা কবিতা পড়িলাম।
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:২৩
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ কাওসার চৌধুরী
ভালো থাকবেন সর্বদা
১৮| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৩:৫৫
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার !!!
অনেক অনেক ভালোলাগা।
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:২৪
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি -
ভালো থাকবেন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
১৯| ১৮ ই জুন, ২০১৯ বিকাল ৫:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:২৫
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ছবি আপু। ভালো থাকবেন।
২০| ১৮ ই জুন, ২০১৯ রাত ৯:১৮
জুন বলেছেন: প্রেমিক জাহিদ অনিকের প্রেমের কবিতায় অনেক ভালোলাগা রেখে গেলাম
+
১৯ শে জুন, ২০১৯ দুপুর ২:২৬
জাহিদ অনিক বলেছেন: হা হা জুন আপু, প্রেমিক জাহিদ অনিক!
ভালো থাকুন আপু শুভেচ্ছা
২১| ১৯ শে জুন, ২০১৯ রাত ১০:৫৪
সুমন কর বলেছেন: হাহাহাহা.......বেশি পড়ে যাওয়া ভালো না, পরে আবার উঠতে গেলে অনেক কষ্ট লাগবে !! ১৩ জুন, ১৩-তম +।
০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৩৮
জাহিদ অনিক বলেছেন:
হা হা ঠিক আছে সুমন দা-- অল্প অল্প পড়ব
বড্ড দেরী করে রিপ্লাই দিতে হলো। এই মার্জনার ক্ষমা চাইছি সবিনয়ে
২২| ২৮ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৫
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো কবিতা ।
++
শুভকামনা কবি
০২ রা আগস্ট, ২০১৯ রাত ১২:৩৯
জাহিদ অনিক বলেছেন: কবি, আপনার দেখা পেয়ে ভালো লাগছে কবিতায়। ভালো থাকুন আপ্নিও-- সুস্থ থাকুন কবিতায় থাকুন
২৩| ১৯ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০২
খায়রুল আহসান বলেছেন: সুকোমল কবিতা! মৌলিক অনুভূতির সাবলীল প্রবাহ কবিতাকে অনন্য করে তুলেছে।
আহমেদ জী এস বলেছেন: চাঁদগাজী র মন্তব্যের পরে আর কোনও মন্তব্য চলেনা............. তাঁর মন্তব্যে ভালোলাগা জানালুম। - আমিও তাই বললুম, এবং তাই করলুম!
কবিতায় ভাল লাগা । + +
©somewhere in net ltd.
১| ১৭ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
চাঁদগাজী বলেছেন:
কেহ জানে না কখন, কোন নিশীথে পদ্ম ফোটে