নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

ছয় অণু কাব্য

১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১১:০৭




[১]

তোমার অনাস্থায় ঝরে পড়ে কুঁড়ি মুকুল
বহু-বর্ষী পায়ে ব্যথা;
মন খারাপ এবেলা ও'বেলায়
গাছেদের জন্য করো অনুভব? ভালোবাসা?


[২]
এত আলো- চোখে মুখ সব দগ্ধ হই-
তবু মনে হয়
বুকের 'পর
রোদ এসে রেখে গেছে তোমার পা

[৩]
মানুষের চোখ;
যেখানে জমা থাকে পুরাতন অসুখ
যেখানে উৎপত্তি সমুদ্রের;
চৌকশ মাছরাঙা অথবা তীক্ষ্ণ বাজ পাখি
এখানে মেনেছে হার,
যেখানে নোঙ্গর ফেলে এথেন্সগামী বাণিজ্য জাহাজ।
(বীক্ষণ কোণ)


[৪]
ইচ্ছে হয়
পৃথিবীর সকল চুলের কাটা, রাবার ব্যান্ড, প্রজাপতি বেণী
সব ভেঙ্গে ফেলি পুড়িয়ে ফেলি--
কেন বেঁধে রাখো চুল!


[৫]
ঠিক সন্ধ্যা আরাধনার মত-
যেভাবে
প্রার্থনায় দাঁড়ালে স্রষ্টা'র নৈকট্যে ভুলতে বসি সমস্ত আয়াত, মন্ত্র!
এইরকমভাবে প্রিয়-
তোমার সান্নিধ্য পেলে,
ভুলে যেতে থাকি ক্রমাগত নিজেকে
ভুলে যেতে থাকি সমস্ত তত্ত্ব!

[৬]
এভাবে বৃষ্টি হলে মানুষ খুব জলের মতন হয়ে যায়,
মনের হাত পা বেঁধে
জলের মতন
হামাগুড়ি দিয়ে দিয়ে
'একটা' মানুষ এগিয়ে যায় 'দুইটা' মানুষের কাছাকাছি

মন্তব্য ২৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩৩

চাঁদগাজী বলেছেন:


অনু, পারমানু, নিউক্লিয়াস, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন নিয়ে ব্যস্ত থাকেন পদার্থ বিজ্ঞানের লোকজন! আপনি ওখানে কি করছেন?

১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩৭

জাহিদ অনিক বলেছেন: ইদানীং তাত্ত্বিক পদার্থবিদ্যা নিয়ে একটু গবেষণা করছি কিনা!

২| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩৫

চাঁদগাজী বলেছেন:


৩ নং অনুতে আবার মানুষের চোখ নিয়ে লিখেছেন! আমি পড়ে দেখি, ব্যাপারটা কি!

১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩৮

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা বেশ ! দেখুন পড়ে শুনে বুঝে--
সতত শুভেচ্ছা রইলো

৩| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৩৮

মাহমুদুর রহমান জাওয়াদ বলেছেন: ৬ নম্বর অনুকাব্য পড়ে মনে পড়লো,
আজ সারাদিন প্রচন্ড বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়।এমনকি এখনও হচ্ছে তবে গুনিগুনি বৃষ্টি। আবহাওয়া অত্যান্ত শীতল।কি যে ভালো লাগছে ভাই!

১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৪০

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ আবহাওয়া শান্ত-
ইনজয়।

৪| ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ১১:৫৩

কথার ফুলঝুরি! বলেছেন: ৪ নং টা একটু বেশী সুন্দর

১৪ ই আগস্ট, ২০১৯ রাত ১২:২৪

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা--- তাহলে ৭ দিচ্ছি,

"প্রেমিকারা চুল খুলে দিলে পৃথিবীতে নেমে আসে সন্ধ্যা"

শুভেচ্ছা রইলো কথার ফুলঝুরি

৫| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ১:২৫

সোহানী বলেছেন: আরে দারুনতো তোমর অনুকাব্য। আগে মনে হয় পড়িনি.........

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৫

জাহিদ অনিক বলেছেন: অণুকাব্য আগে ব্লগে দেইনি বোধহয় আপু--
আপনার মন্তব্যে ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো

৬| ১৪ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:০২

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক,




পঁচিশ কি ছাব্বিশ বর্ষী
না কি আরো কিছু বেশি
নবীন আঙুলের লেখা-
মাঠে তুলেছে প্রবীন একমাথা ফসলের ঘ্রান।

ষষ্ঠির কাব্যে যতো না জমা জল
তারও চেয়ে বেশি জমা আছে
মনের অতল--
রোদের ছায়া মাখা গেরস্থের আঙিনা ।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৬

জাহিদ অনিক বলেছেন: বাহ ! বাহ !
আপনার মন্তব্যে আমি আপ্লুত প্রিয় শ্রদ্ধেয় আহমেদ জী এস
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানবেন

৭| ১৪ ই আগস্ট, ২০১৯ ভোর ৬:১৭

ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর।
শুভ সকাল

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৬

জাহিদ অনিক বলেছেন: শুভ সকাল মিঃ ইসিয়াক

৮| ১৪ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪০

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।
ভালো থাকবেন

৯| ১৪ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৩৭

পদাতিক চৌধুরি বলেছেন: শেষ তিনটি আমার বেশি ভালো লেগেছে।++
শুভকামনা প্রিয় কবি ভাই কে।

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৭

জাহিদ অনিক বলেছেন: আচ্ছা বেশ! হ্যাঁ শেষগুলো আমারও বেশী প্রিয়-
ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইলো প্রিয় ব্রাদার

১০| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: সোহানী বলেছেন: আরে দারুনতো তোমর অনুকাব্য। আগে মনে হয় পড়িনি.........

কি যে টুকলি হয়েছে আজকাল সোহানী চাচী !!!
ঠিক তা-ই তা-ই বলতে চেয়েছিলেম মাইরি /:)

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন: হা হা টুকলী ! এটার মানে কী! :((

১১| ১৪ ই আগস্ট, ২০১৯ রাত ১০:১৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: সব'কটিই ভালো লেগেছে!

১৬ ই আগস্ট, ২০১৯ সকাল ১১:৫৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মিঃ বি রাহমান
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

১২| ১৯ শে নভেম্বর, ২০২০ রাত ১১:৫৯

খায়রুল আহসান বলেছেন: প্রথম তিনটে অণুকাব্য খুবই ভাল লেগেছে। + +
আশাকরি চাঁদগাজী সাহেব ৩ নং টা পড়ে নতুন কিছু খুঁজে পাবেন।
চুল বাঁধার সব উপকরণ পুড়িয়ে ফেলবেন? 'পনি-টেইল' তো আমার কাছে ভালই লাগে। অবশ্য খোলা চুলেরও পৃথক মাদকতা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.