নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

মানচিত্রের মতন- পৃথিবী আমার

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:০৩

বরফ দেশের পেঙ্গুইন বাচ্চাদের উচ্ছ্বাসের মতন-
তোমার কপালের 'পর
সকালে প্রথম চুমু খায় এন্টার্কটিকা।
পেটের উপর ভূ-মধ্যসাগর, আল্পস আন্দিজ;
সূতা ভিজে যাওয়া লবণ ঘামে-
আফ্রিকা-ব্রাজিল রেইন ফরেস্ট।
দুপুরের ডিহাইড্রেশনে-
বুকের উপর মিশরীয় সভ্যতা।

তপ্ত রোদে- হৃদয়ে যখন রক্তারক্তি
তুমি তখন, ক্ষত বিক্ষত ইরাক সিরিয়া-
প্যালেস্টাইন- জেরুজালেম।

সকালে আটলান্টিক, কুইন্সল্যান্ড-
বিকেলে উত্তর কোলকাতা, শিলং - দার্জিলিং।
পাহাড়িয়া রাস্তা, সাঁওতাল গাঁ-
ঠিক যেন, কপালের দু'পাশ থেকে বেয়ে নামা আসা পার্সি নারীদের জুলফি।

সন্ধ্যায় -
পায়ের উপর জল এসে চুমু খেতে খেতে
নখের ডগা বদলে গেছে প্রবাল প্রাচীরে।
লোমকূপে জমা সামুদ্রিক লবণ
চুল উড়ে যাওয়া বেতাল বাতাসে-
তুমি তখন
উত্তর আমেরিকান ওশেনগার্ল কিংবা বাংলাদেশে 'সমুদ্রকন্যা'।

দক্ষিণ এশীয় অঞ্চলে -
আন্দামান নিকোবর- ধন-মানিক দ্বীপপুঞ্জে
গলদা চিংড়ির লার্ভার মতন থলথলে
কখনওবা ইলিশ ডিমের মতন দাঁতের নিচে ঝুড়ি-ভাঙা জীবন।

স্বাধীনের আগে - পরে
পাক-মোটর - বাংলামোটর
স্থল বন্দর, সমুদ্র বন্দর-
মংলা- ভেনিস- বিশাখাপত্তনম- চিটাগাং;
এত বৈচিত্র্য
এত জীবন
পৃথিবীর মতন -
প্রেমিকার মতন,
ক্ষত চিহ্নের মতন
করে যাচ্ছ ধারণ শরীরে তোমার,
জন্ম দাগের মতন তেতিয়ে ওঠা সীমান্ত রেখা।

শরীর মানচিত্রের মতন-
ছোট বড় অসংখ্য দাগে সয়লাব;
বিভাজন রেখা জমে জমে সাত সাতটি মহাদেশ নিয়ে
তুমি হয়ে গেছ দ্বাবিংশ শতাব্দীতে পৃথিবী আমার।



মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: প্রথম হলাম। হে হে

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

জাহিদ অনিক বলেছেন:
হা হা শুভেচ্ছা ভাই

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৩

রাজীব নুর বলেছেন: আমি ক্ষমতায় থাকলে প্রতিভাবান কবিদের ৫৫ বছরের বেশি দিন বাঁচতে দিতাম না।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

জাহিদ অনিক বলেছেন:
মেরে ফেলুন। আমাকে কত নাম্বারে রেখেছেন, কিলিং মিশনে?

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা। সহজ সরল ভাষা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:১৬

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ২:৫৫

নতুন নকিব বলেছেন:



অপূর্ব কবিতা!

মুগ্ধতা একরাশ!

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

জাহিদ অনিক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ প্রিয় নতুন নকিব । শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো। ভালো থাকবেন

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:১০

রাকু হাসান বলেছেন:


ভালো লাগা কবিতায় কবি। প্লাস।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৩

জাহিদ অনিক বলেছেন:
শুভেচ্ছা ও ধন্যবাদ রাকু হাসান
প্লাসে কৃতজ্ঞতা জানবেন। ভালো থাকবেন সতত

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৪

জাহিদ অনিক বলেছেন:
থ্যাংকস ছবি আপু। ভালো থেকো।

৭| ০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮

ইসিয়াক বলেছেন: চমৎকার।

০১ লা সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:৩৫

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ মিঃ ইসিয়াক
ভালো থাকুন, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা

৮| ২০ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৩৮

খায়রুল আহসান বলেছেন: কঠিন কবিতা!

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৫৭

জাহিদ অনিক বলেছেন: কবিতাটা লেখার সমস্য একটা কিসের যেন ঘোরের মধ্যে ছিলাম, এটুকু মনে আছে। লেখার পরে মনে হয়েছিল, কিছু একটা হয়েছে।



আন্তরিক কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.