নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

দুপুরের সন্ধ্যা

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫২






বড্ড দুপুর হলেই-
মন চায় গুছিয়ে সংসার করি- ঝাড়পোছ করি।
করবি এমন সংসার? একবেলা-আধাবেলা?
দুপুর জানালা বন্ধ করে
বাতি নিভিয়ে পরিয়ে দেব সিঁদুর!
রাখবি? আমার বুকের 'পর রোদের মতন পা?

বড্ড দুপুর হলেই দম আটকে আটকে আসে
অনুমতি চাইব পরবর্তী নিঃশ্বাস নেবার, দিবি?
নাকি মেরেই ফেলবি বেদম আমায়!

ঘোর দুপুরে আমরা দু'টি ম্লেচ্ছ যখন খেলব বর কনে-
শরত বলেবে এসেছে সে, যাবি কাশের বনে?
বক পালকের টায়রা এনে মাথায় দেব তোর-
রজনীগন্ধা ডাঁটা চিবিয়ে চুমু খাবো তোর পায়ে;
বুকের মধ্যে সলতে হব, হব আগুন উত্তাপ-
হবি আমার দুপুর বেলার ঘর?

সন্ধ্যা বাতি, সন্ধ্যা বাতি -
আমরা ছাড়ব ঘর,
আমরা হব অন্যকিছু নয় কনে আর বর!

তুই আমার 'মাটি মূর্তি' আর আমি পীলসুজ!
তুই আমার পড়ার ঘরে পূর্ণ আয়োজন-
তুই আমার আ থেকে উ
তুই আমার চক স্লেট আর উদ্ভট শ্লোক,
তুই আমার সন্ধ্যা বেলায় দুপুর বেলার কেউ!

(জাহিদ অনিক)

মন্তব্য ২৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: জাহিদ ভাই,
গতকাল রাতে স্বপ্ন দেখেছি, যে ভালো কবিতা লিখে, যে সুন্দর কবিতা লিখে- তাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

জাহিদ অনিক বলেছেন: গুলি করে মারার মত সুন্দর কবিতা হয়েছে ?

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:০৮

ইসিয়াক বলেছেন: আমি আগেই তো বলেছি ..........।
চমৎকার ।
দারুণ ! দারুণ!! দারুণ !!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪২

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ! ফেসবুকে ----------

থ্যাংকস এ লট এগেইন মিঃইসিয়াক

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:০৮

শেহজাদী১৯ বলেছেন: ছুটির দুপুরে এমন সব স্বপ্ন জাগে যতদিন সংসারে সত্যিকারে না ঢোকা হয় আর কি।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:০২

জাহিদ অনিক বলেছেন:
সংসারে ঢোকার আগে কিবা পরে তা জানি না---
দুপুরগুলো বড্ড এমন!


শুভেচ্ছা রইলো

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭

ইসিয়াক বলেছেন: রাজীব নুর বলেছেন: জাহিদ ভাই,
গতকাল রাতে স্বপ্ন দেখেছি, যে ভালো কবিতা লিখে, যে সুন্দর কবিতা লিখে- তাকে গুলি করে মেরে ফেলা হচ্ছে।

বন্ধু [রাজীব নুর]এইসব স্বপ্ন দেখা অস্বাস্থ্যকর। হি হি হি ।
আমি অনন্তকাল ধরে জাহিদ ভাই এর কবিতা পড়তে চাই এবং চাইবো।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৫

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মিঃ ইসিয়াক।
দুঃখিত উত্তর দিতে দেরী করে ফেলেছি অনেক

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:০৬

নীল আকাশ বলেছেন: আপনার কবিতা গুলি অন্য রকম ভালোলাগায় ঘিরে থাকে।
ধন্যবাদ কবি সাহেব।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৭

জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নীল আকাশ
আপনার মন্তব্যে আপ্লুত হ`লাম

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: গুলি করে মারার মত সুন্দর কবিতা হয়েছে ?

সহজ সরল সত্য কথাই বলি-

আপনার কবিতা আমার ভালো লাগে। সমস্যা হলো মন এহয় কবিতা গুলো আমারই লেখার কথা ছিল।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৮

জাহিদ অনিক বলেছেন: সমস্যা হলো মন এহয় কবিতা গুলো আমারই লেখার কথা ছিল। এই চমৎকার মন্তব্যে অনেক ভালো লাগলো রাজীব ভাই। ভালো থাকবেন।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:



উশৃংখল ভালোবাসার আহবান কেন?

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৯

জাহিদ অনিক বলেছেন: ভালোবাসা উগ্র হয় না, ভালোবাসায় উন্মত্ততা থাকা জরুরী।
ধন্যবাদ

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:৩৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লাগলো।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৩৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি হাফেজ আহমেদ
ভালো থাকবেন

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১০:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: ভালো ভালো B-))

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪০

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস আর্কিও-------

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: শরৎ বলবে এসেছে সে, যাবি কাশের বনে?
দুপুর জানালা বন্ধ করে,
বাতি নিভিয়ে পরিয়ে দেবো সিঁদুর!
কেন এমন লাগামহীন আকুলতা হে কবিবর?
তবে কি এ হৃদয়ে অন্য কোন জ্বালা আছে? যে প্রতিশোধ নিতে চায়।
কাব্যে ভালোলাগা।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪১

জাহিদ অনিক বলেছেন: না, কোনো প্রতিশোধ না। কবিতার আবহটাই এমন করে লিখতে ইচ্ছে করলো আর কি!
ধন্যবাদ ও শুভেচ্ছা দাদা পদাতিক চৌধুরি

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ১১:১৮

বলেছেন: দুপুরের সন্ধ্যা --------------সব হিসেব নিকেশকে বদলে দিতে পারে ...............

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪১

জাহিদ অনিক বলেছেন: হ্যা সঠিক পর্যবেক্ষণ

ধন্যবাদ ও শুভেচ্ছা মিঃ ল

১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ১১:১৪

কথার ফুলঝুরি! বলেছেন: দুপুর, এক অদ্ভুত সময় । এই সময়ের অনেক রঙ । আপনার কবিতায় তার এক রঙ প্রকাশ পেয়েছে । সুন্দর 8-|

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪২

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কথার ফুলঝুরি।
যাক দুপুরের একটা রঙ তো প্রকাশ করতে পেরেছি।
শুভেচ্ছা রইলো

১৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৯ দুপুর ১:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অন্যরকম ভালোলাগা চিরায়ত বিরাজমান প্রিয় কবি।
আমি সন্ধান করি , অনবরত সন্ধান করি।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৩

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি স্বপ্নবাজ সৌরভ
মন্তব্যে ভালোলাগা রইলো। সন্ধান চলুক------------

১৪| ২৬ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪০

খায়রুল আহসান বলেছেন: দুপুরের সন্ধ্যায় জানালার বাহিরে থাকে 'কমলা রঙের রোদ', ভেতরে জোনাকির আলো। বাহিরে কোলাহল, ভেতরে কৌতুহল।
"ভালোবাসায় উন্মত্ততা থাকা জরুরী" (৭ নং প্রতিমন্তব্য) - ভাল বলেছেন।
কবিতায় ভাল লাগা + +।

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৪৯

জাহিদ অনিক বলেছেন: অসম্ভব ভালোলাগা ও কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি।
আপনার সবগুলো মন্তব্যেই অনুপ্রেরণা পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.