নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

ব্যবচ্ছেদ

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১:০৪



জলের উচ্ছ্বাস দেখে নাম দিয়েছি জলোচ্ছ্বাস
পাহাড়ের চূড়া দেখে ভেবেছি ওটা ঈশ্বরের বুকের বৃন্ত
নিজের মত এমন ইতর অসভ্য ছোটলোক; কক্ষনও আগে দেখিনি,
সমুদ্রের ফেনা দেখে মনে মনে খুব ভেবেছি ফ্যালোপিয়ান টিউবের কথা-
ইচ্ছে করেছে আবার শুয়ে থাকি ওখানে, নরমে: রেশম উষ্ণতায়।

স্বাদেশিক বৈষম্য, স্বায়ত্তশাসন আর কিছু পাকাপোক্ত অসুখ -
নানাবিধ সভ্যতার তুমুল আগ্রাসনে ভুলে গেছি অসভ্যতা করতে।
নিজেকে হরহামেশাই মাকড়শার মতন লাগে -
মনে হয় অষ্টপ্রহর আটদিকে সুতায় বেঁধে আমাকে নিয়ে চলছে টানাহ্যাঁচড়া;
কিসে যেন বুকের মধ্যে তুমুল হাতুড়ি-পেটা
তবুও -
তবুও -
নারীর অবহেলা তবু সহ্য হয়, রাষ্ট্রের নয়।

সুন্দর`কে আমি সুন্দর বলতে পারি না-
অতীত`কে অতীত বলতে পারি না-
ভালোবাসা`কে আমি আদর করে ভালোবাসা বলতে পারি না;
নিজেকে বোঝাতে পারি না- 'আমি ফুরিয়েছি বর্তমানে'

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ২:২০

জুনায়েদ বি রাহমান বলেছেন: নারীর অবহেলা তবু সহ্য হয়, রাষ্ট্রের নয়।

সত্য।

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ২:২৪

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মিঃ বি রহমান।
শুভেচ্ছা রইলো।

২| ০৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৪:১৫

চাঁদগাজী বলেছেন:


টাইপো? নারীর অবহেলা তবুও সহ্য হয়, রাষ্ট্রের নয়!
সঠিক: রাষ্ট্রের অবহেলা তবুও সহ্য হয়, নারীর নয়!

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৮

জাহিদ অনিক বলেছেন: না টাইপো নয়--
এটাই লিখেছি --
নারীর অবহেলা তবুও সহ্য হয়, রাষ্ট্রের নয়!

ধন্যবাদ

৩| ০৬ ই অক্টোবর, ২০১৯ ভোর ৫:৪৮

ইসিয়াক বলেছেন: চমৎকার
সুপ্রভাত

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ মিঃ ইসিয়াক
শুভ সকাল

৪| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: রাষ্ট্রীয় অবহেলা !

আগে অটোপসি এবার ব্যবচ্ছেদ। এরপর?

০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৬

জাহিদ অনিক বলেছেন: আহ-হ্যা!
কবিতাগুলো আসলে সেভাবে পর্যায়ক্রমিকভাবে লিখছি না। নানা সময়ের মানসিক অবস্থার উপর বেইজ করে --
এরপরে কী, আমিও জানি না।

ধন্যবাদ আর্কিও---

৫| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: কবির মনের প্রচ্ছন্ন অনুভব তার কবিতায় ফুটে ওঠে। যেমনঃ নির্দিষ্ট ঋতুতে কবিমানসে কবিতারা খেলা করে। তেমনি নিজস্ব জগতের ওঠানামা, যোগবিয়োগ, দেনাপাওনাও কালো কালির আঁচড়ে আঁকা হয়ে যায়। তাই কবিতারা কবির প্রতিবিম্ব !

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৫

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস আর্কিও--
মূলত কবিতার কথাই বলে গেলেন.।.।।

৬| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা। কিন্তু ইশ্বর নিয়া টানাটানি করো ক্যারে :(

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬

জাহিদ অনিক বলেছেন: ঈশ্বর শব্দটা অতটা ভঙ্গুর না আপু, যে একটু টান দিলেই ভেঙে যাবে

শুভ কামনা আপু

৭| ০৬ ই অক্টোবর, ২০১৯ সকাল ১১:৫২

রাজীব নুর বলেছেন: আমার রাষ্ট্রের অবহেলা সহ্য হয় কিন্তু নারীর নয়।

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৬

জাহিদ অনিক বলেছেন: Um--hmmmm

থ্যাংকস রাজীব ভাই

৮| ০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৬

সেলিম আনোয়ার বলেছেন: আমি ক্ষেত্রে রাষ্ট্রের অবহেলা সহ্য করার চেয়ে প্রিতমার অবহেলা সহ্য করা বেশি কঠিন । রাষ্ট্র তো অবহেলা করে না। রাষ্ট্রযন্ত্র অবহেলা করলে সেটা তার চালকের কারণে ।

০৬ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৮

জাহিদ অনিক বলেছেন: রাষ্ট্রীয় অবহেলা নিয়ে যেটা বলেছেন সেটা ঠিক।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা রইলো কবি

৯| ০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৫

সেলিম আনোয়ার বলেছেন: বুঝতে পারলাম নারীর জন্য সাত খুন মাফ । ;)

০৬ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:২৩

জাহিদ অনিক বলেছেন:
হা হা কবি !

১০| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৯

আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,



জন্মই যেখানে আমাদের আজন্ম পাপ সেখানে নিজেকে অসভ্য-ইতর-ছোটলোক হয়েই থাকতে হয়।

এ কবিতাটি দ্রোহ তো নয় যেন নিভৃত এক কান্না! এ কান্নার জল দিন দিন ফেনী নদীতে গড়াবে, সেখান থেকে জলোচ্ছ্বাস হয়ে অন্য কোথাও। শুধু দিয়ে যাওয়ার এমন পাকাপোক্ত অসুখ যে সারবার নয়। বেশী দিন বাঁচার আশায় পুজার প্রসাদ নৈবেদ্যের থালায় সাজিয়েছি যে নিজেকে ক্ষয় করে করে...................

০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৮

জাহিদ অনিক বলেছেন:
Dear Poet,
I really liked and loved THIS comment... I was spending a very bad day. It just made my day!

Respect and Respect!

১১| ০৬ ই অক্টোবর, ২০১৯ রাত ১০:৫৪

মাহের ইসলাম বলেছেন: মন ভালো হয়ে যাক, এই কামনায়।

ভালো থাকবেন।

০৭ ই অক্টোবর, ২০১৯ রাত ১২:৪৮

জাহিদ অনিক বলেছেন:
ধন্যবাদ মাহের ইসলাম
আপনিও অনেক ভালো থাকবেন।

১২| ২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাহ্ কবি বাহ্

২৪ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৫৫

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস কবি, শুভ সন্ধ্যা

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: ব্যবচ্ছেদ ই বটে। নিজেকে বলতে পারি না যে ফুরিয়েছি আমি, রাষ্ট্র বনাম নারীর পীড়নে যাঁতাকলে পিষ্ট।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।

২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ব্রাদার।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন সতত

১৪| ২৭ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৯

খায়রুল আহসান বলেছেন: "নারীর অবহেলা তবু সহ্য হয়, রাষ্ট্রের নয়" - আসলে দুটোই দুঃসহ, কিন্তু মানব জীবনে দুটোই ঘুরে ফিরে আসে।
ব্লগে আপনার অনুপস্থিতি দেখে বুঝতে পারি, আপনি অন্য কিছু নিয়ে ব্যস্ত আছেন, খুব সম্ভব পেশা নিয়ে। সেটা ভাল কথা। তবে ব্লগে মনে হয় আমার মত আরো অনেকেই আপনাকে, আপনার কবিতাকে মিস করে।
কবিতায় অষ্টম ভাল লাগা + +।

২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৪৮

জাহিদ অনিক বলেছেন: "নারীর অবহেলা তবু সহ্য হয়, রাষ্ট্রের নয়" - এই লাইনটা আমার নিজেরও বেশ প্রিয় এই কবিতায়। আমার ভালো লাগছে দেখে যে আপনিও লাইনটা কোট করেছেন প্রিয় কবি।

অষ্টম ভালোলাগা এবং আন্তরিক ভালোবাসায় মুগ্ধতা এবং কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি। ভালো কাটুক আপনার সকল দিন, কবিতায় কাটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.