নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
ধরো,
তোমার জানালায় ধরেছে ফুল -
আফটারনুন মিস; বলেই উড়ে গেছে কাঁপাকাঁপা চড়ুই।
অনেক দূর থেকে বেজে উঠছে চার্চবেল
পোলিশ করা কাঠে খুব ভদ্রস্থঃ টোকা দিয়ে-
সম্ভ্রান্ত, মার্জিত গাউন পরা লেডি গ্লাভস হাতে মগ কফি রেখে গেছে টেবিলে।
চুপচাপ রাস্তা-
একজন বৃদ্ধা হেঁটে যাচ্ছে সাথে যাচ্ছে তার কুকুর
একজন যাচ্ছে গাড়ি করে, দুইজন পায়ে হেঁটে-
কেউ উত্তরে, কেউ দক্ষিণে-
কেউবা পূর্ব থেকে উত্তরে।
যাচ্ছে—সবাই যাচ্ছে, কেউ থেমে থাকছে না;
শুধু কারও কোনো তাড়াহুড়ো নেই- সময়ের টান নেই।
গ্যারাজে এসে ভিড়েছে গাড়ি-
দ্রুত অফ হয়ে গেল ইনগিশন সুইচ-
পর পর ছয়টা হলুদ বাতি জ্বলে উঠলো পোর্চে-
প্যাঁচানো সিঁড়ি বেয়ে বেয়ে ক্রমশ: উপরে উঠছে জেন্টেল বুটের শব্দ।
দরজার ঠিক সামনে এসে দাঁড়ালেন জেন্টলম্যান-
দ্রুত কিছু নিঃশ্বাস নিলেন-
ফরাসী কায়দায় অনুমতি চাইলেন ভেতরে আসবার।
ধরো,
এইমাত্র তুমি শেষ করলে ইস্তাম্বুলের কফি-
আধশোয়া চুল খুলে মনে মনে পড়ছ বাইবেল;
প্রার্থনা করছ যীশু এসে হাত রাখুক কপালে-
দরজার ওপাশ থেকে ভদ্রলোক ঠিক তক্ষুনি
জ্যাকেটের পকেট থেকে বের করলেন কিছু শীত আর কুয়াশা; রাখলেন কার্নিশের পাশে।
দেয়ালের শীত লাগতে শুরু করলো-
ক্যালেন্ডারের বারোটা মাস ফিসফিস করতে থাকলো-
অক্টোবর গলে গলে যেতে লাগতো, নভেম্বর জমে জমে বরফ হয়ে গেল,
দেয়াল ঘড়ির কাটা আটকে গেল ঠিক সাড়ে ছ`টায়!
তুমি তাকালে-
ঘুরে ফিরলে-
আলো হাতে নিলে-
কাউকে খুঁজলে, এবং পেলে না।
একা একা দেখছ এদিক-ওদিক;
ঠিক তক্ষুনি অক্টোবর আর নভেম্বরের মাঝখান থেকে কেউ বলে উঠলো,
- শুভ সন্ধ্যা মিস, হ্যাপি উইন্টার!
২৪ শে অক্টোবর, ২০১৯
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:০৯
জাহিদ অনিক বলেছেন: কেন বলুন তো? কী হত ইহা পরীক্ষার প্রশ্নপত্রের অংশ হলে?
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
ইসিয়াক বলেছেন: যতবার পড়ছি ।
নতুন করে ভালো লাগছে ।
ধন্যবাদ ।
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১০
জাহিদ অনিক বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিঃ ইসিয়াক। ভালো থাকবেন সতত।
৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫৬
করুণাধারা বলেছেন: কবিতা ভালো লাগলো, তাই আমিও হাঁচি- কাশির মাঝে একটু দম নিয়ে আপনার সাথে সুর মেলালাম, - শুভ সন্ধ্যা মিস, হ্যাপি
উইন্টার!
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১১
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু।
আপনাকেও শুভ সন্ধ্যা। হ্যাপি উইন্টার। ভালো থাকবেন
৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর +++
( মোদের প্রিয় কবি সেলিম ভাই স্টাইলে মন্তব্য করলুম কিন্তু...)
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:১১
জাহিদ অনিক বলেছেন: হাঃ হাঃ কবীর ভাইয়ু!
কতদিন পরে আপনাকে দেখেই তো মন ভালো হই গেলো।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৩৪
রাজীব নুর বলেছেন: বহুদিন পর ব্লগে আপনার কবিতা পেলাম।
পাঠ করলাম কবিতা। খুব ভালো লাগলো।
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৪৪
জাহিদ অনিক বলেছেন: রাজীব নুর ভাই, আমি কবিতা লিখে সেই ডুব দিলাম আর আপনি কোলকাতা ঘুরে এলেন।
আমি সত্যিই লজ্জিত অনেক দেরী করে আসলাম বলে
৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:১৮
সোহানী বলেছেন: ভাইরে হ্যাপি উইন্টার না, এবার আনহ্যাপি উইন্টার হবে...। সবে অক্টোবর তাতেই সকালে বের হলেই টের পাওয়া যায় কত ধানে কত চাল। গত বছরের মতো হলেতো মরছি..........। শীতের উকিঁঝুকিঁ দেখেই গতকালকে ইলেকট্রিশিয়ানকে সব হিটার চেক করিয়েছি............. .।
তারপরও কবিতাটা পড়ে মনে হচ্ছে হাতে উলেন মোজা পড়ে কফি হাতে বারান্দায় বসতে....... .....।
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
জাহিদ অনিক বলেছেন: সোহানী আপু, আমি বুঝতে পারি,শীত আমাদের কাছে একটু ঠান্ডা- একটু সর্দি কাশি একটু উষ্ণতা হলেও--- আপনারা যারা বরফের দেশে আছেন, তাদের কাছে একটা ঝামেলাই বটে।
আর কানাডার ইলেকট্রিসিটি তো আমাদের উপমহাদেশীয় ইলেকট্রিসিটির চেয়ে একটু আলাদা। ওদের কম্পোনেন্টগুলো ডিফারেন্ট।
ভালো করেছেন ইলেকট্রিশিয়ান ডেকে চেক করিয়ে নিয়েছেন।
তারপরও কবিতাটা পড়ে মনে হচ্ছে হাতে উলেন মোজা পড়ে কফি হাতে বারান্দায় বসতে....... .... থ্যাংকস আপু। ইট রিয়েলি মিনস এ লট টু মি।
ভাল থেকোওও।
৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ রাত ১:২০
কিরমানী লিটন বলেছেন: মুগ্ধ ভালোলাগা- নান্দনিক.....
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৩
জাহিদ অনিক বলেছেন: অনেক ধন্যবাদ কিরমানী লিটন---
সর্যি সর্যি দেরী করে রিপ্লে দিলাম।
৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪৫
এস সুলতানা বলেছেন: অনেক বার পড়লাম লেখাটি ।যতবার পড়ছি
নতুন করে ভালো লাগছে ।
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৭
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক শুকরিয়া এস সুলতানা
আপনার মন্তব্যটা সত্যিই বারবার পড়ার মতন
৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:০৯
নগরসাধু বলেছেন: ভাললাগাটা কফি মগের মতোই উষ্ণতা ছড়িয়ে গেল..
আর মন আনমনেই বলে উঠলো, হ্যালো মিস, হ্যাপি উইন্টার
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ নগরসাধু
চমতকার মন্তব্যে আপ্লুত হলাম
ভালো থাকবেন
১০| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:১৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হ্যালো, মিস হ্যাপি উইন্টার! অসম্ভব ভালোলাগা কবিতায়! শীত যদিও আমার প্রিয় ঋতু নয় তারপরও আপনার কবিতায় শীতের হালকা ছোঁয়া ভাল লাগল! সুন্দর!
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০১
জাহিদ অনিক বলেছেন: বাহ! শীত প্রিয় ঋতু না তবুও কবিতা পড়ে হালকা শীতের ছোঁয়া লেগে গেল, এ তো পরম কিছু।
ধন্যবাদ মিঃ বেস্ট।
দুঃখিত------------ দেরী করে উত্তর দিলাম
১১| ২৮ শে অক্টোবর, ২০১৯ সকাল ১০:৪০
মিথী_মারজান বলেছেন: অসম্ভব সুন্দর একটি কবিতা।
ভিজুয়াল ইফেক্ট এখানে প্রচন্ড দাপটে শব্দগুলোকে ছাপিয়ে উঠেছে।
মনেহয় কবিতা নয়, সুন্দর কোন একটি টি ভি সি অথবা সুন্দর কোন মিউজিক ভিডিও দেখলাম।
২৯ শে নভেম্বর, ২০১৯ দুপুর ২:০৩
জাহিদ অনিক বলেছেন: হ্যালো মিথী আপু--
আপনার মন্তব্যটা সবচেয়ে সুন্দর। ইউ গট মাই থটস!
ভিজুয়াল ইফেক্ট, মনে হচ্ছে ইউ হ্যাভ রেড মাই মাইন্ড ম্যাপ!
থ্যাংকইউ ভারী মাচ ফর দ্যা বিউটিফুল কমপ্লিমেন্ট। এন্ড সো সো সর্যি ফর রিপ্লায়িং ঠূ লেট।
১২| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৮:০৮
খায়রুল আহসান বলেছেন: একটু ব্যতিক্রমী কবিতা, ছবিময় যেন! ভাল লেগেছে। + +
মিথী_মারজান এবং সোহানী'র আন্তরিক মন্তব্যদুটো ভাল লেগেছে। বিশেষ করে মিথী_মারজান এর এ কথাটাঃ "ভিজুয়াল ইফেক্ট এখানে প্রচন্ড দাপটে শব্দগুলোকে ছাপিয়ে উঠেছে। মনেহয় কবিতা নয়, সুন্দর কোন একটি টি ভি সি অথবা সুন্দর কোন মিউজিক ভিডিও দেখলাম"।
২৯ শে অক্টোবর, ২০২১ সকাল ৮:৪৫
জাহিদ অনিক বলেছেন: প্রিয় কবি,
অনেকদিন পরে আপনার মন্তব্যের উত্তর দিতে এলাম। উত্তর দিতে এলাম বলব না, আপনি যে আন্তরিক ভালোবাসা দেখিয়েছেন সেটাই অফিশিয়ালি মাথা পেতে নিতে এলাম।
অনেকদিন ধরেই মনে ছিল যে আমার বেশ কিছু লেখায় আপনার কিছু মন্তব্য রয়ে গেছে যেগুলোর প্রতিউত্তর আমার দেয়া হয়নি। মনে মনে এটা বেশ একটা 'পেন্ডিং ওয়ার্ক' বলে থেকে যাচ্ছিলো, এখন একটু একটু করে চেষ্টা করছি ব্লগে আসার।
ভালো থাকবেন সব সময়। কৃতজ্ঞতা জানবেন প্রিয় শ্রদ্ধেয় কবি।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
চাঁদগাজী বলেছেন:
সৌভাগ্য যে, ইহা পরীক্ষার প্রশ্নপত্রের অংশ নয়।