নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেসব কথা এই সামু ব্লগে লিখতে পারি না নানা কারনে- সেসব কথা আমার পার্সোনাল জার্নাল ব্লগে লিখি -- https://journalofjahid.com/

জাহিদ অনিক

ভালোবাসি কবি ও কবিতাকে

জাহিদ অনিক › বিস্তারিত পোস্টঃ

যাহ! নিভে যাচ্ছি মোমবাতির মতন!

১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:১৮



কীসব যেন নেই, আবার যেন কী কী দেখেছি-
পেয়েছি, হয়ত পেতে চলছি!
কিংবা হারিয়েছি সে ঘোর কাটেনি।

পৃথিবীর মধ্যে এসে আমি পৃথিবী খুঁজে বেড়াচ্ছি,
এই জনপদে!
নিজেকে জানি -
এসব ভাব, অভাব: সব থেকে যাবে
থাকবে যোগাযোগ।
গাঙের জোয়ারের মতন উঠবে অভিযোগ;
কথা ভেসে যাবে মেঘ বিদ্যুতে।

চোখ লেগে লেগে আসে-
আঙ্গুল রেখেছি ক'রে ভাঁজ: উল্টো পৃষ্ঠা,

এই ফুঁ দিলাম, জোরে - আরো জোরে
এ'তে - পৃথিবী ঘোরে?
যাহ!
নিভে যাচ্ছি মোমবাতির মতন!


(১২/১২/১৯)


ছবিঃ এখান থেকে নেয়া Click This Link

মন্তব্য ৩৩ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩১

চাঁদগাজী বলেছেন:


কবির জীবন এখনো পাহাড়ী নদীর মতো! এক সময় আসবে সমতল

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৫

জাহিদ অনিক বলেছেন: পাহাড়ী নদীর মত হলে ভালোই হত, একেবেকে চলে যেতাম পাহাড় হয়ে ঝর্ণায়।
জীবনে সমতলে আসলে কবিতা আসবে? আসবে না। আসবে না

২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩৬

অপর্ণা মম্ময় বলেছেন: আরো সময় নিয়ে লেখা ভালো হবে। কবিতা অনুভবের ব্যাপার। পাঠকের অনুভূতির দিকেও খেয়াল করলে মনে হয় লেখার উন্নতি হবে।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

জাহিদ অনিক বলেছেন: আমি জেনেছি পাঠক অনুভব করেন কবির অনুভূতি, কবির অনুভুতির সাথে নিজেরটা ক্রস চেক করে দেখেন অথবা কখনো কখনো কবিতা ধরে পৌছে যায় কবির কাছাকাছি।

কবিকে পাঠকের অনুভূতির কথা খেয়াল করে লিখতে হয়, এমনটা জানতাম না তো!

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৫৯

সোহানী বলেছেন: ভালো লাগলো, অনেকদিন পর ...

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৮

জাহিদ অনিক বলেছেন: থ্যাংকস সোহানী আপু।
তোমাকে বরফ শীতের শুভেচ্ছা।

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:১১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৯

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবেন

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩১

জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা ও কৃতজ্ঞতা কবি। ভালো থাকবেন

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৫

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভবের ছুঁয়া

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩২

জাহিদ অনিক বলেছেন: শুভেচ্ছা জানবেন, আলমগীর সরকার লিটন
অনুভূতিগুলো চেখে দেখেছেন বুঝতে পেরে আপ্লুত হলাম।

৭| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: কেন এমন নিঃসঙ্গতা? যদি তাই হবে তাহলে সে খুঁজে দিক নতুন দিশা।
কাব্যে ভালো লাগা।
শুভকামনা প্রিয় কবি ভাইকে।

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৩

জাহিদ অনিক বলেছেন: নিঃসঙ্গতা না আসলে যে অনেক ভাবনাই আমাদের ভাবা হত না,
চমৎকার মন্তব্যে ভালোবাসা জানবেন প্রিয় ব্রাদার।


সময়ের অভাবে আপনাদের কারও লেখাতেই যতে পারছি না। এই যাতনা আমাকে লজ্জা দিচ্ছে

৮| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৪১

ফয়সাল রকি বলেছেন: ভালো লেগেছে +

১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪

জাহিদ অনিক বলেছেন: ফয়সাল রকি, অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

৯| ১২ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেকদিন পর প্রিয় কবি।
চমৎকার কবিতায় ++ নিন।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৫

জাহিদ অনিক বলেছেন: স্বপ্নবাজ সৌরভ !
বেশ কয়েকটাদিন পরেই কবিতা লিখলাম। আপনার ভালোলাগা জানবেন নিশ্চয়ই একটা প্রাপ্তি।
ভালো থাকবেন সতত। শুভেচ্ছা

১০| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। অনেকদিন পর আসলে বুঝি

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৬

জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ ছবি আপু, কিছুদিন পরেই আসছি। কিছুটা ব্যস্ততা যাচ্ছে ইদানীং। তোমাদের কারও লেখাতেই সেভাবে যেতে পারছি না।
ভালো থেকো আপু। শুভেচ্ছা রইলো

১১| ১২ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:



জাহিদ অনিক ভাই,
আপনার কবিতা পড়ে মনে হচ্ছে “এতো আমার মনের কথা” !!!
আপনি কবিতায় মিলিয়ে লিখেছেন? এও সম্ভব?

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৮

জাহিদ অনিক বলেছেন: ঠাকুরমাহমুদ, আপনার মন্তব্যটা অফলাইনে এসে পড়ে গিয়েছিলাম। এখন আবার পড়লাম। আবারও সিক্ত হলাম, আপ্লুত হলাম।
কবিতাকে কতটা আপন করে ভাবলে এরকম মন্তব্য করা যায় বুঝে উঠতে পারছি না।

ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা

১২| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

রুমী ইয়াসমীন বলেছেন: দারুণ কবিতা!
"এই ফুঁ দিলাম, জোরে - আরো জোরে
এ'তে - পৃথিবী ঘোরে?
যাহ!
নিভে যাচ্ছি মোমবাতির মতন!"

শেষের কথাগুলো দারুণ লেগেছে খুব।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:০৯

জাহিদ অনিক বলেছেন:
আমরা সবাই কিছুটা মোমবাতির মতই। কিছু একটা আমাদের পোড়ায়, আমরা আলো ধরে রাখি। ক্ষয়ে যাই----
তবু আলো চাই।


ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন। মন্তব্যে ভালোলাগা রইলো।

১৩| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবি এজন্যেইতো কবি :)

ভাবনার গহনে রুয়ে যায় অবিরাম
নিত্য নতুনের ছবি :)

+++

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১১

জাহিদ অনিক বলেছেন: ভাবনার গহনে ডুব! সে আর দিতে পারছি কই ভায়া, আপনার মতন!
কবি, শুভেচ্ছা ও ভালোবাসা রইলো। শুভেচ্ছা

১৪| ১২ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬

তারেক ফাহিম বলেছেন: অসাধারণ।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১১

জাহিদ অনিক বলেছেন: তারেক ফাহিম, এক শব্দে খুব ছোট্ট ও ছিমছাম ভালোলাগা জানিয়েছেন, ভালোলাগা জানবেন। এবং ভালো থাকবেন। শুভেচ্ছা।

১৫| ১২ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:৩২

উম্মে সায়মা বলেছেন: কবিজীবন মানেই কি অস্থিরতা? আমি ভাবি শুধু কবিদেরই কি এমন হয় নাকি অন্যদেরও হয়? :||
শুভ কামনা কবি সাহেব।

১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:১৪

জাহিদ অনিক বলেছেন: শুধু কবিদের হয়, এমনটা না। কবিদের উত্থান-পতনগুলো আমরা পড়ে নিতে পারি তাদের লেখায়। বাকীরা মানে অন্যদের অস্থিরতাগুলো তারা সেভাবে লিখে দেন না বলে আমরা বুঝতে পারি না তাদের হয় কিনা!
তবে একজন কবি হিসেবে সেই না লেখা অস্থিরতাগুলোও পড়তে চাই। কখনো পারি, কখনো পারি না।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দার্শনিক কবি উম্মে সায়েমা আপু।

১৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৪

ফারহানা শারমিন বলেছেন: সুন্দর।

১৬ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৪৭

জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ Farhana Sharmin
শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিবেন

১৭| ১১ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৩

খায়রুল আহসান বলেছেন: 'মোমবাতি'র মত নিভে যাওয়া'র দৃশ্যটার কথা ভাবতেও কেন জানি 'মন কেমন করে'!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.