নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালোবাসি কবি ও কবিতাকে
একেকটা সার্থক প্রেম; স্নায়ুযুদ্ধ আর সামরিক যুদ্ধের চেয়ে কম কিছু না
আমায় তুমি কেবল কবি ভেবেছ, মেনেছো; - যোদ্ধা ভাবো নি।
কবি বটে আমি; পৃথিবীর সমস্ত দুঃখ আমারই প্রাপ্য -
তোমাদের মৌনতা বেড়ে গেলে আমায় ভালোবাসো, প্রেম দিও, আমায় দিও সেসব সুমহান যন্ত্রণা।
কবিত্বে আমার চাই - দরকার আরও আরও যাতনা ও মৌন বেদনা।
যে কবি তুষ্ট তৃপ্ত নির্ভেজাল ও নির্ঝঞ্ঝাট; তার কবিতা পড়ো না।
নিজের মুখের দিকে নিজে তাকিয়ে থাকি ফ্যালফ্যাল করে
নিজেকে নিজে কি বলবো, তাও জানি না।
সবসময় না, মাঝেমধ্যে নিজের নিষ্পাপ চেহারা দেখে হয়ত ভুলেই যাই,
আমি ভেতরে-রটা আরও বেশি নিষ্পাপ...
ঈশ্বর আর প্রেম; ভালোবাসা আর জীবন; স্বচ্ছ, অনাবিল জলোচ্ছ্বাস!
প্রার্থনা আর প্রেমে- চুমু আর সেজদাহ্-তে; এই দুই'এ কেন বন্ধ হয়ে আসে চোখ?
আবার উঠে ঘুরে দাঁড়িয়েছি - আবার শোক জমেছে পাথরে পাথরে
এই যে জীবন; মিথ অফ সিসিফাস!
ভালোবাসা সে কত বড় অপরাধ? সে কি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবার মতন গুরুতর?
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫০
জাহিদ অনিক বলেছেন: সেটা ভাবতে বসেই -- ক্ষণে অনুক্ষণে এই কবিতার জন্ম শ্রদ্ধেয়।
দহন আর নমত্র; ঠিকই ধরেছেন আপনি। এ দুটি ছাড়া আপাতত আর কিছুই নেই সংক্রামক।
বরাবরের মতই আপনার মন্তব্যে ভালোলাগা কাজ করলো। শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানবনে।
২| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১:৩৭
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: সুন্দর লেখা।
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন রিয়াদ( শেষ রাতের আঁধার )
৩| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৮:২৪
শায়মা বলেছেন: ভালোবাসা বিরাট বড় অপরাধ!
দেখোনা কবি লিখিয়াছেন ভালোবেসে যদি সুখ নাহি তবে কেনো মিছে ভালোবাসা!!!
রুনা লায়লাও গেয়েছিলো ভালোবাসা ভালো নয়, লোকে যদি মন্দ কয়......
এত কিছু শোনার পরেও বুঝলে না ভালোবাসতে হয় না বাছা!
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫২
জাহিদ অনিক বলেছেন: ইয়াপ! অপরাধ তো বটেই ----
থ্যাংকইউ!!!
৪| ০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৪১
শূন্য সারমর্ম বলেছেন:
ভালো লাগলো।
সিসিফাসরা চেষ্টারততেই মৃত্যুবরণ করে।
০৩ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৫
জাহিদ অনিক বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও ভালো লেগেছে, শূন্য সারমর্ম
সিসিফাস এর ফিলোসফি বড্ড হিজিবিজি; কখনওবা মনে হয় শাস্তি, কখনোবা মনে হয় বেচারা হয়ত তাও সুখে আছে।
"The struggle itself toward the heights is enough to fill a human's heart. One must imagine Sisyphus happy.” ― Albert Camus
ভাল থাকুন!
৫| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৪১
বিজন রয় বলেছেন: এই তো, আমাদের সেই জাহিদ।
এই মুডে আপনাকে চাই।
তাহলে এরকম কবিতা পাওয়া যাবে।
বুঝতে পেরেছেন?
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১
জাহিদ অনিক বলেছেন: জ্বি! পেরেছি বুঝতে ----------
ভালো থাকি সুখে শান্তিতে থাকি চাচ্ছেন না।
থ্যাঙ্গিউ বিজন দা
৬| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমহীন জীবনের কি মানে কিংবা মূল্য কতটুকু ?
প্রেমের জন্য চড়া দাম
তবু মানুষ প্রেম করে
প্রেমের দাবি সবার আগে
প্রেমে আছে প্রতীক্ষার জ্বালা
ডুবা ভাসা যন্ত্রণা
তবু ও মানুষ ভালো বাসে
দুটি হৃদয় কাছে আসে না
প্রম কভু মরেনা
প্রেমিক হৃদয় শত জনমের আরাধনা
নর আর নারীর জীবনে
প্রেমে ভয় করো না
........
কবিতা ভালো হয়েছে।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১
জাহিদ অনিক বলেছেন: ধন্যবাদ কবি!
শুভেচ্ছা নিবেন
৭| ০৩ রা জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৩৬
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩২
জাহিদ অনিক বলেছেন: থ্যাংকিউ রাজীব ভাই!!!!
৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৩৮
অর্ক বলেছেন: ভালো লাগলো। অনেকদিন পর আপনার লেখা পড়লাম। শুভেচ্ছা থাকলো।
০৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:২৪
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মিঃ অর্ক!!!
শুভেচ্ছা আপনাকেও
৯| ০৭ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ২:৫৫
মিরোরডডল বলেছেন:
ঈশ্বর আর প্রেম; ভালোবাসা আর জীবন; স্বচ্ছ, অনাবিল জলোচ্ছ্বাস!
প্রার্থনা আর প্রেমে- চুমু আর সেজদাহ্-তে; এই দুই'এ কেন বন্ধ হয়ে আসে চোখ?
কি বলবো, এক কথায় অসাধারণ!!!!
ভালোবাসা সে কত বড় অপরাধ?
যত বড় অপরাধই হোক, এই অপরাধে বার বার অপরাধী হতে চাই।
০৭ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:২৬
জাহিদ অনিক বলেছেন: হ্যাঁ প্রেম, ভালোবাসা- বারে বারে ফিরে আসে জীবনে। যেখানে প্রাণ থাকে, জীবন থাকে- সেখানে ভালোবাসা আসবেই।
আসতে হয়, ভালোবাসা আসলে সেখানে দুঃখবোধ সাথে সাথেই আসে। এই আসার নিয়ম, যাওয়ার নিয়ম।
মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানবেন।
অনেক ধন্যবাদ মিরোরডডল
১০| ১৯ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৯
ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।
১৯ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৭
জাহিদ অনিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা মিঃ ইসিয়াক। ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৪
আহমেদ জী এস বলেছেন: জাহিদ অনিক ,
ভাঙাচোরা মনের খিড়কি খুলে মিছেমিছি কেন জোছনা খুঁজে মরা!
ঘসে মেজে রূপ আর ধরে বেঁধে প্রেম, কোনটাই টেকেনা।
নবীন কবির মতো বিনীত হয়ে একাধারে ভালোবাসার দহন আর নম্রতা সংক্রামক ভাবে ছড়িয়ে গেলেন এই অনুপম কবিতায়।