নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলমান জীবনদৌড়ের গল্পে লেখার মত স্থির কিছুর অপেক্ষায়

জাহিদ শাওন

আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না

জাহিদ শাওন › বিস্তারিত পোস্টঃ

সামু ব্লগ অশ্লীল হলে আল জাজিরাও অশ্লীল চ্যানেল!

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৩:০০



সামহোয়্যারইন ব্লগ যদি অশ্লীল সাইট হয় তবে আল জাজিরা চ্যানেলও অশ্লীলতার দায়ে অভিযুক্ত করা উচিৎ। বাংলাদেশের লোকাল সাংবাদিকরা তো তেল ব্যবহার করে। আল জাজিরা তেল-মেল ছাড়াই এমনে করলো! অশ্লীলই বটে।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৩:১৫

বলেছেন: সাংবাদিকতা কি তা শিখার আছে মেহদী হাসানের কাছ থেকে!!

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২১

জাহিদ শাওন বলেছেন: সহমত

২| ০৩ রা মার্চ, ২০১৯ ভোর ৫:২৬

নাহিদ০৯ বলেছেন: ঘটনা খুলে বলেন, আপনি তো টুইট লিখে ফেলেছেন।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:২১

জাহিদ শাওন বলেছেন: হা হা

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩১

জাহিদ শাওন বলেছেন: এটা দেখেন

https://www.youtube.com/watch?v=ZlRObEeuuJM

৩| ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৭:২৬

রাজীব নুর বলেছেন: এখন খবরের কাগজ পড়ে বিস্তারিত জানবো।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩০

জাহিদ শাওন বলেছেন: https://www.youtube.com/watch?v=ZlRObEeuuJM

৪| ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ১০:৪৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: মিথিলা ফারজানা'র যোগ্য নয়(!)... =p~

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৩

জাহিদ শাওন বলেছেন: হা হা। কিসের সাথে কি !

৫| ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ১০:৫৪

হাসান কালবৈশাখী বলেছেন:
সাংবাদিকের সামনে মুখোমুখি হওয়া নিয়ে হাসাহাসি করা অন্তত আপনাদের মানায় না।

আপনাদের ম্যাডাম খালেদা জিয়া কখনই প্রেসকে সরাসরি কোন সাক্ষাৎকার দেন না, কখনোই দেননি।
বিদেশী সংবাদমাধম তো দুরের কথা, দেশী মিডিয়াতেও দেন না।
যেটা দেন সেটা বিবৃতি পাঠ। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য শেষ করার পর কিছু জিজ্ঞেস করলে বলা হয়, " আর কিছু বলার নেই, আপনাদের কাছে দেয়া কপিতে আমার লিখিত বক্তব্যে সব প্রশ্নের জবাব আছে"।

বিএনপি নেতাদেরও সেইম অবস্থা। খাম্বারও একই অবস্থা। আপনাদের তারেক খাম্বা এই জীবনে একবারও লাইভ সাংবাদিকদের মুখোমুখি হয়নি। লন্ডনে বিবিসি ও আলজাজিরা টিভি বহুবার তারেক খাম্বার সাক্ষাৎকার নিতে চেয়ে পায়নি, বিবিসি বাংলা বহুবার তাকে কথা বলাতে চেয়েছে, আলজাজিরাতো লাইভ মুখোমুখি হতে বিশাল অফার দিয়েছিল। কিন্তু সাড়া দেয় নি। এমনকি ফোনেও সাক্ষাৎকার দিতে চায়নি, সাংবাদিকের ফোনেও কথা বলতে চায় না! এই আবাল নাকি দেশের হবু প্রধানমন্ত্রী!

উপদেষ্টা গহর রিজিভিকে নিয়ে হাসাহাসির কিছু নেই।

গহর রিজিভি কেন, আন্তর্জাতিক মিডিয়ায় শেখ হাসিনা নিজেই অনেকবার মুখোমুখি হয়েছেন বিখ্যাত সব মিডিয়াতে।
যখনই বিদেশে যান, ভয়েস অফ আমেরিকা, ড্যেচেভেলে, বা যেকোন মিডিয়া চাইলে কখনো বিমুখ করেন না।

২০১৩ তে লন্ডনে বিবিসির হার্ড টক কঠিন জিজ্ঞাসাবাদ অনুষ্ঠানে স্টিফেন শাকুররের মুখোমুখি হয়ে প্রশংসিত হয়েছিল সর্বত্র।

২০১২ তে লন্ডন সফরকালে আল-জাজিরা অফিসে বসে হেড টু হেড এক দীর্ঘ সাক্ষাতকার দেন, লাইভ। বাংলাদেশে যুদ্ধাপরাধী ইশু তখন তুঙ্গে। ছিল তখন ছিল ইউনুস ইশু। আল-জাজিরার প্রশ্নকর্তা পাকি বংশভুত রিজ খানের একের পর এক আগ্রাসি প্রশ্নবানে জর্জরিত করে ফেললেও হাসিনাকে যথেষ্ট দৃঢ়তার সাথেই মোকাবেলা করতে দেখা যায়। উপস্থিত দর্শকদের প্রশ্নের জবাব দিয়েছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রে New york Times সহ বিভিন্ন সংবাদপত্রেও অনেকবারই সাক্ষাৎকার দেন,

২০১৩ রানা প্লাজা ধ্বসের পর সিএনএনকে দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাক্ষাৎকারে চ্যানেলটির আন্তর্জাতিক বিষয়ক প্রধান প্রতিবেদক ক্রিশ্চিয়ান আমানপোর নিউইয়র্ক থেকে সাক্ষাৎকারটি নেন। আলজাজিরার ঢাকা অফিসের সহায়তায় স্যাটেলাইট ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকারটি নেয়া হয়। দুরবর্তি নিরাপদ যায়গা নিউইয়র্কে বসে আমানপুরকে প্রশ্ন করার সময় বেশ আগ্রাসি ছিলো। সেখানেও হাসিনাকে যথেষ্ট সহশীলতার সাথে মোকাবেলা করতে দেখা যায়।

হাসাহাসির আগে নিজেদের লজ্জাস্থান ঢাকুন।



এই লেখাটি পড়ুন - view this link

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৮

জাহিদ শাওন বলেছেন: হা হা। রাস্তা রেখে খালে নামেন কেন? নাকি অভ্যাস?

কথা হয়েছে কি টপিক নিয়ে সেটা বলেন পারলে।

আপনাদের ম্যাডাম খালেদা জিয়া মানে কি? বিরোধী মতে গেলেই বিম্পি? এটাওতো অভ্যাস। অন পয়েন্ট কথা বলেন। লজ্জাস্থান ঢাকেন না কেন? লজ্জা নাই দেখে?

৬| ০৩ রা মার্চ, ২০১৯ সকাল ১১:০১

নয়া পাঠক বলেছেন: আল জাজিরার বিষয় জানি না তবে ইন্ডিয়ান কিছু টিভি সিরিয়ালগুলো অবশ্যই বন্ধ করে দেওয়া উচিত। কারণ এর জন্যই আজ সমাজে খুন, ধর্ষণ, পরকিয়া, অতিরিক্ত তালাক বা পিতা-মাতা থেকে বিচ্ছিন্ন হয়ে একা সংসার গড়া জাতীয় অন্যায় আর অপকর্মে মানুষ বেশি বেশি ঝুঁকে পড়ছে। যা আগামী ১০ বছর পর ব্যপক মহামারী আকারে ছড়িয়ে যাবে বলে মনে হয়।

২৩ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৪৩

জাহিদ শাওন বলেছেন: হা হা। আল জাজিরার কি বিষয়ে জানেন না?

৭| ০৩ রা মার্চ, ২০১৯ দুপুর ১:৫৪

নীল আকাশ বলেছেন: কিছু মানুষ চোখে এত বড় ঠুলি পড়ে থাকে যে আপনি যত বড় উদাহরনই দেখান না কেন সেটা এদের চোখে পড়বে না।

সবকিছুরই একটা শেষ সীমা থাকে জানতাম, তবে এখন নতুন করে শিখলাম আওয়ামী লীগ আর এর চেলা চ্যামুন্ডাদের বেহায়াপনা আর নির্লজ্জতার কোন সীমা পরিসীমা নেই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.