নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলমান জীবনদৌড়ের গল্পে লেখার মত স্থির কিছুর অপেক্ষায়

জাহিদ শাওন

আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না

জাহিদ শাওন › বিস্তারিত পোস্টঃ

কায়িক ভালবাসায় ঘেমে উঠুক তোমার চিবুক

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২১




"কায়িক ভালবাসায় ঘেমে উঠুক তোমার চিবুক
ঘাসে ফুলে জমে থাকা শিশিরবিন্দুর মতন"


দুই লাইনের এই লেখা ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছিলাম। বারবার পোস্ট সরানোর জন্য কাছের মানুষজন পিড়াপিড়ি করছিলো।
কিন্তু লেখা আর ব্যক্তিজীবন আলাদা এটা কোনভাবেই বোঝানো সম্ভব হয় নি। তারপরও পোস্ট সরানো হয় নি বলা চলে লেখার স্বাধীনতার কথা চিন্তা করে।

শখের বশে ছবিতোলা। লেখাটাও তেমনই, যদিও হয় না। হয়ে উঠে না।

অবশেষে হার মানতে হলো। আমি কবি না যে সমাজকে, সম্পর্ককে বুড়ো আঙ্গুল দেখিয়ে জিতে উঠবো। কবিদের মত সাহস আমাকে ধারণ করতে পারে নি।

বলা চলে ব্যক্তিজীবনের জন্যই এই মুহূর্তে পোস্ট সরাচ্ছি, তাই এখানে শেয়ার করে রাখা। কোথাওতো থাকুক।

হ্যাঁ দিন শেষে ব্যক্তিগত জীবনেও সাম্যাবস্থা রাখাও অনেক কম ব্যাপার নয়।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩২

সোনাগাজী বলেছেন:


আপনি ২ লাইন লেখায় যত ঘটনা ঘটছে, আর যত ব্যাখ্যা আসছে, ১০০ লাইন লিখলে তো দেশে গৃহযুদ্ধ শুরু হবে, মনে হয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৪

জাহিদ শাওন বলেছেন: হা হা! দেশে কি আর বিনোদনের অভাব পড়েছে!
তবে দেশে না হলেও ব্যক্তিগত গৃহে যুদ্ধ অনিবার্য বটে!

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৪

রাজীব নুর বলেছেন: বাহ ভালো তো!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৬

জাহিদ শাওন বলেছেন: ভালো হতো শুধু এখানে দিয়ে ক্ষান্ত থাকলে

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১২

সাগর শরীফ বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।

১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:১৮

জাহিদ শাওন বলেছেন: রেখে যান, দরকার পড়লে আরো আরো রেখে যাবেন।

৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১১:২০

সাগর শরীফ বলেছেন: দরকার পড়লে আরো আরো রেখে যাবেন
ফিরে আসব।

৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৫৩

জ্যাক স্মিথ বলেছেন: মাত্র দুটি লাইন কিন্তু গভীরতা অনেক বেশি। আপনি আপনার ভাবনা শেয়ার করেছেন মাত্র, এই পোস্ট সরিয়ে নেয়ার জন্য এত পিড়াপড়ির কি হলো?

১১ ই মার্চ, ২০২৩ রাত ২:১৪

জাহিদ শাওন বলেছেন: সভ্যতার নাকি অভাব, তাই।

৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: পিড়াপিড়ি করলেও সরাবেন কেন আজব। ব্যক্তি স্বাধীনতা লেখার স্বাধীনতা সবার আছে

সুন্দর লিখাটি +

১১ ই মার্চ, ২০২৩ রাত ২:১৯

জাহিদ শাওন বলেছেন: অনেক ধন্যবাদ।
ধারার শেষ নেই! কোথাও ৫৭, কোথাও ব্যক্তিগত!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.