নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটু ভাল থাকার চিন্তায় আমাদের আর ভাল থাকাটাই হয়ে উঠে না
গ্রামে এখনো ম্যাটস না, শুধু শর্টকোর্স করেই ডাক্তার বনে যায় রাতারাতি। শুধু গ্রাম না, শহরের প্রান্তিক এলাকাগুলোতেও একই অবস্থা।
পাল্লা দিয়ে চলে মুড়ির মত এন্টিবায়োটিক গেলানোর। অশিক্ষিত রোগীও আবার বলে বেড়ায় অমুক ডাক্তারের ঔষধের অ্যাকশন ভালো, সাথে সাথে কাজ করে। প্রতিযোগিতা আরো বাড়ে কে বেশি অ্যাকশন শো করতে পারবে।
প্রেসক্রিপশন লাগে না তাদের এন্টিবায়োটিক বেচতে। এরা প্রেসক্রিপশন দেয়ও না। কারণ এতে প্রমাণ থেকে যায়।
এটা সত্য প্রত্যন্ত অঞ্চলে এরকম যারা আছেন, তারা অনেক বড় সাপোর্ট দিয়ে যাচ্ছেন। কিন্তু সেটার একটা লিমিটেশন থাকা উচিৎ। এই শর্টকোর্স ডাক্তারতো আর মেশিন সারে না যে নষ্ট হলে আসল ডাক্তার এসে ঠিক করে দিবেন। এসবের যৌক্তিক সমাধান নিয়ে কেউ কখনও ভেবেছে কিনা জানা নেই।
এখন কথা হচ্ছে, এরা কবে নামবে? ডাক্তার হয়ে উঠা হোক আর না হোক, নামের আগে ডাক্তার লাগাইতে হবে।
একটা কোর্স করার ইচ্ছা জাগতেছে।
কিন্তু প্রশ্ন হইলো নামের আগে কি বসাবো?
ইঞ্জিনিয়ার ডাক্তার... নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার... ?
ইঞ্জিনিয়ার না ডাক্তার কোনটা আগে বসাইলে ভাল দেখাইবে?
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৭
জাহিদ শাওন বলেছেন: সময় এবং সময় দিতে হবে
২| ২১ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১৫
জ্যাক স্মিথ বলেছেন: মুদি দোকানেও এখন ওষুধ পাওয়া যায়।
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৮
জাহিদ শাওন বলেছেন: চায়ের দোকানেও
৩| ২১ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১৭
ইমরান৯২ বলেছেন: এই একটা সেক্টরে আমরা খুবই দুর্ভল ।
মাঝে মাঝে মনে হয় সবাই ডাক্তার এদেশের । পাড়ার চায়ের দোকান থেকে শুরু করে মুদি দোকানেও ঔষধ বিক্রি হয় । তাও আবার নরমাল কোন ঔষধ না , এন্টিবায়োটিকও পাওয়া যায়, বেনামী কোম্পানির ।
০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৯
জাহিদ শাওন বলেছেন: প্রতিটা সেক্টরেই দুর্বল। এই সেক্টরটা স্লো পয়জনের মত হয়ে আছে।
©somewhere in net ltd.
১| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫০
শূন্য সারমর্ম বলেছেন:
ইউনুসকে বলেন এখনই কিছু একটা করতে,নতুন সরকার গরম ধোয়া উঠছে।