নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্তমানে পদ্মা অয়েল কোম্পানীতে কর্মরত আছি । কিন্তু ব্যবসায়ীক ভাবে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছা ও প্রচেষ্টা রয়েছে।উদ্দেগ্যতা জন্য আমি তৈরি কিন্তু ব্যবসায় কেমন জানি গোছানো না ! \n\nসামাজিক ভাবে সংগঠনিক ভাবে মানুষের কাছে পৌছানোর জন্য কাজ করে যাচ্ছি। রাজনৈতিকভাবে স

জহির আববাস কাদেরী

আলহামদুল্লীহ

জহির আববাস কাদেরী › বিস্তারিত পোস্টঃ

ক্রন্দসী -মোহাম্মাদ মাসুদ রানা

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৩


আঁখি মেলে দেখি
শত শত কবি ,
আদি ব্যধি শোক
হৃদ্য় ভরা বুক।
উৎসবের মাঝে
ব্যাথা কেন বাজে ?
তারি মাঝে হায় !
সে শুধু বিরহের
অশ্রু গীতি গায়,
মনো আঙ্গিনায়
বিরহ ব্যথয় ।

কবিতা টি মাসুদ ভাইয়ের , আমার মনে হয়েছে উনার মাঝে প্রতিভা রয়েছে , বহু কবিতা রয়েছে আমার কাছে , উনি আমাকে জানালো উনার ইচ্ছা কথা।
মাসুদ ভাই পেশা একজন হিসাব রক্ষক( কর্মচারি) ,একটি ঠিকাদার প্রতিষ্ঠানে চাকুরি করে ,কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান গুলু বিভিন্ন অজুহাতে বেতন সঠিক সময় দিতে চাই না। পরিবার নিয়ে বহু কষ্টে জীবন –যাপন করছে।
উনার ইচ্ছা কবিতা গুলু বই আকারে প্রকাশ করা ,যদি আপনার ভাল লাগে তাহলে চমেন্ট করতে ভুলবেন না ,আমি আসলে কবিতা নিয়ে আমার তেমন জ্ঞান ধারনা নাই , আশা করি আমাদের মত মতের ভিত্তিতে উনি আগাতে পারবে।
সবার জন্য ভাল বাসা রইল
আশা করি সবাই ভাল থাকবেন ।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবিসাহেবকে বলবেন, কবিতা বাদ দিয়ে সাভিনিবেশে কাজ করার জন্য। কবিতার বই প্রকাশ করতে টাকা খরচ করতে, সেই টাকা পানি ফেলে দেওয়ার সমান।

কবিতা লেখে অবসর সময় কাটালে ভালো। তবে কবিতার জন্য সময় যেন নষ্ট না হয়।

ধন্যবাদ।

২| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৫

জাহিদ অনিক বলেছেন: ওনার লেখা কবিতার সংখ্যা কত ?
যদি ১০০০ হয়ে থাকে তবে বলবেন সেখান থেকে বাছাই করে ৮০ টি কবিতা নিয়ে বই বের করতে।
এর আগে নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.