![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিকশার ঘূর্ণায়মান তিনটি চাকা
অতিক্রম করছে ফুটপাতের ঊন্মুত্ত ম্যানহোল,
আবর্জনাময় ডাস্টবিন
স্বল্পদৈঘ্য চলচ্চিত্রের শেল্কি সাবজেক্টঃ
ন্যাড়া মাথার শিশু উদোম
চারপাশে গন্ডী,ক্ষোভ, সা্হস,অস্বীকার, অতৃপ্তি
চারদিকে গাম্ভীর্য উচ্ছ্বাস, উন্নাসিক নগরে বাড়ছে
ইঁদুর এবং তেলাপোকা ঝাঁক
দাড়ি,গোঁফ,চুল,শাট,প্যান্ট-চলতি হাওয়ার
এক টুকরো আকাশ,নৈঃশব্দের তর্জনী
ফুটপাতে ভালো হয় দাউদ, বিখাউজ, হাপানী
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
জহির আববাস কাদেরী বলেছেন: বুঝতে না পারার জন্য দুঃখিত
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৯
প্রতিভাবান অলস বলেছেন: সুন্দর!
তবে রিক্সা ফুটপাতে ক্যানো?
ফুটপাত থেকে নামিয়ে দিতে হবে :-D
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:৩৯
রায়হানুল এফ রাজ বলেছেন: বড্ড বেশি অগোছালো। গুছিয়ে লেখার চেষ্টা করুন।
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৭
জহির আববাস কাদেরী বলেছেন: ধন্যবাদ
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:২২
আবিদা সিদ্দিকী বলেছেন: ওইদিন দেখলাম অনেক জায়গায় হ্যাশ চিহ্ন। এখন সেসব গায়েব। এজন্যই বলেছি বুঝিনি
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২৩
আবিদা সিদ্দিকী বলেছেন: হ্যাশ হ্যাশ হ্যাশ...বুঝলাম না তো!!!