![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু পাব্লিক স্ট্যাটাস দিচ্ছে শহীদ দের ফুল দিয়ে সম্মান জানানোর কি আছে।দোয়া মাহফিল করেনা কেন।এই ফুল দেয়াতে তাদেত কি লাভ।তাদের জন্য দোয়া করেন,তাদের লাভ হবে।তো ফেসবুকে স্ট্যাটাস আপলোড না করে আপনি নিজে দোয়া করেন,করেছেন? এক পাব্লিক স্ট্যাটাস দিল অবশেষে সব ফুল ডাস্টবিনে চলে যাচ্ছে।উনি আবার ডাস্টবিনে ফেলার ছবি আপ্লোড ও করেছেন।
সকলের বুঝা উচিৎ এই সম্মান জানানোর মাধ্যমে শুধু শ্রেষ্ঠ সন্তান্দের সম্মান জানানোই হচ্ছে না পাশাপাশি সমস্ত বাঙালিদের অনুপ্রেরণা দেয়া হচ্ছে যেন ভবিষ্যতে যদি কখনো একই পরিস্থিতি উপস্থিত হয় তখন যেন সবাই এগিয়ে আসে।দেশমাতার সেবাই জীবন উৎসর্গ করে দেশের শ্রেষ্ঠ সন্তান দের কাতারে গিয়ে দাড়াতে পারে।
বাংলাদেশ জিন্দাবাদ।
©somewhere in net ltd.