![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার মত করে কেউ
ভালবাসেনি আমায়
তাইতো আজো কষ্ট পেলে
মনে পড়ে তোমায়।।
তুমি ছিলে আমার কাছে শিবের শক্তির মত
আমার যত কষ্ট ছিল,শুষে নিতে তত
হারিয়ে তোমায় এখন বুঝি,কি ছিলে তুমি আমার
হাজারবার জন্ম নিলেও এ না পূরণ হবার।।
তোমার প্রতি করা আমার সকল অবহেলা
এসব এখন আমার কাছে সবচেয়ে বড় জ্বালা
সব হারিয়ে এখন আমি মামুলি এক পন্য
কষ্ট নেই,এসব কিছুই কর্মফলের জন্য।।
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০২৩ দুপুর ২:৩৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।