![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগুনের লগে বাংলাদেশের এ কেমুন সম্পর্ক!প্রেমিকার বেবাক অবহেলা সহ্য কইরা প্রেমিক যেমুন প্রেমিকার কাছেই আত্মসমর্পণ করে,বাংলাদেশও দেখতাছি বারবার পুড়ার পরেও আগুনের কাছে নিজেরে নিবেদিতপ্রাণ প্রেমিকের মত সমর্পণ করতাছে।কাইলকাও করলো।তাও আবার বাংলাদেশ ব্যাংকরে গিফট হিসাবে আগুনের হাতে তুইলা দিলো।হায় রে প্রেমরে!
আগুনও সেই প্রেমিকা!কয়দিন পরপরই বাংলাদেশের সেই আদরে জড়াইয়া নিয়া ডেটিং মারে।নিমতলী থিকা দেখতাছি এই ডেটিং কাহিনী। নিমতলীতে ডেটিং মারলো,এনটিভিতে দুইবার ডেটিং মারলো,একবারতো বইমেলায় ডেটিং মারলো।আমার মনে হয় ঐ বার আগুনের মনে একটু শিল্প সাহিত্য ভাব জমছিলো।এর ভিক্টরিয়া ইউনিভার্সিটির চিপায় চাপায় ফার্নিচারের দোকানে টোকানে ডেট মারলো,এরপর আবার দ্বিতীয়বারের মত বসুন্ধরায় ডেটিং কইরা ছাই কইরা দিলো।এরপর বেগুনবাড়ি সহ অন্যান্য বস্তিতেতো ঘন ঘন ডেটিং মারে সে।তারপর আবার সাওতাল পল্লীতে ডেটিং।ভালোই চলতাছে বাংলাদেশের সাথে আগুনের এই রংগলীলা।
কোনো কোনো সময় এই পীড়িতিময় ডেটিং এমনেই লাইগা যায় আবার কোনো কোনো সময় মাইনষের ফুসলানিতেও লাইগা যায়।ফুসলানিতে লাইগা যাওয়া ডেটিং এর উদাহরন হিসাবে সাওতাল পল্লীর কতা কওয়াই যায়।ভিডিওতেই দেহা গেছে যা দেহার।
আগুনের সাথে বাংলাদেশের এই পীড়িতি জানিনা কতদিন চলবো।চলুক না,চলতে থাক।
আমরা হগলেই গান ধরি,প্রেমের মরা আগুনে পুড়ে না।
২| ২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৯
ধ্রুবক আলো বলেছেন: আমরা হগলেই গান ধরি,প্রেমের মরা আগুনে পুড়ে না। ভালো মিলিয়েছেন এবং লেখেছেনও একদম যতার্থ ++
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৭ সকাল ১১:১৯
চাঁদগাজী বলেছেন:
যেসব হিন্দু ছেলেমেয়ে প্রেম করছে, মরার পর এদের কি করতে হবে? এরা তো আগুনে পুড়বে না, এরা কি নিজের থেকেই মমি হয়ে যাবে?
আরেকটা ভালো ব্যাপার, হাসপাতালগুলোতে বার্ণ ইউনিটে সীট কম থাকলেও চলবে, মনে হয়!