![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অাজ রাতে আমি স্বপ্নে দেখি বিশ্বজিতের মামলার রায় হতাশ কবিগুরু বার বার অাওচ্ছিলেন-
'বিশ্ব গিয়াছে নিস্ব হইয়া
দৃশ্য দেখিয়া অামি।
বলিতে চাহিয়া চুপ থাকি, অাছে
৫৭ ধারার ঘানি।'
হঠাত তিনি আমাকে দেখতে পেয়েই ভীষন রাগত ভংগীমায় যাচ্ছিলেন।আমি তার উদ্দেশ্যে বললাম,'গুরুদেব যাওয়ার আগে আমাদের উদ্দেশ্যে কিছু বলে যান'।
গুরুদেব তার পাশের একটি ময়লার ঝুরি থেকে একটি বই তুলে আমার দিকে ছুড়ে দিয়ে বললেন,'এই নে'। আমি বইটার দিকে তাকিয়ে দেখি কাশেম বিন আবু বকরের 'বোরখা পড়া সেই মেয়েটি'।আমি গুরুদেবের উদ্দেশ্যে আবার বললাম এটা কি ফালতু জিনিস দিলেন গুরুদেব?'
গুরুদেব তখন গজ গজ করতে করতে বললেন,'এটাই তোদের সাথে যায়' ।
২| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৭
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লেখা চালিয়ে যান। একদিন সাফল্য আসবেই। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২
বিজন রয় বলেছেন: এটাই তোদের সাথে যায়' ।............... একদম ঠিক।