![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শীতের আগমনের সাথে সাথে গ্রামের সরিষাখেতগুলো ভরে গিয়েছে ছোট ছোট থোকা থোকা হলুদ হলুদ ফুলে।সকালে বিকেলে ওরা নিয়মিত স্নান করছে কুয়াশায়।মনে হচ্ছে যেন কুয়াশার সাথে সংসার করতেই জন্মেছে ওরা। সরিষা ফুলের ওপর মধুআরোহী মৌমাছিগুলোকে নৃত্যরত অবস্থায় উড়তে দেখে, বসতে দেখে মনে হয় ওরা যেনো সরিষাফুল ও কুয়াশার সংসারে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছে নেমতন্ন খেতে। বাংলার চিরায়িত রীতি অনুযায়ী অতিথি নারায়ন। তাকে সেবা করতে হয় নিজের সেরাটা দিয়ে।সেই মোতাবেক সরিষাফুলও নিজের শরীরে জমিয়ে রাখা তাদের সর্বোৎকৃষ্ট উপাদান মধু দিয়ে আপ্যায়ন করছে তাদের।
মাঠের পর মাঠের বিস্তৃত হলুদ ভূমিতে শীতকালে চলে এই আপ্যায়নলীলা।এসময় মনে হয় গ্রাম বাংলা হলুদ জমিনের শাড়ি কুচি দিয়ে বেশ পরিপাটি হয়ে বসে কারো গায়ে হলুদের আয়োজনে যেতে।
এই হলুূদভূমির ফাকে ফাকে গম,ছোলা,মটরের বেশকিছু সবুজভূমি দেখা যায়।তবে সবুজভূমিগুলো কিন্তু হলুদশাড়ি পড়ে থাকা মেয়েটির সৌন্দর্যের একটুও হানি করেনা।বরং সবুজ অংশটাকে হলুদ জমিনের শাড়ির সবুজ কালো জংলি ছাপার সুমসৃন আচল বলে মনে হয়।
গায়ের মেঠোপথ চলে গিয়েছে এই হলুদ জমির কিনার ঘেষে যাকে তখন মনে হয় হলুূদ শাড়ি মাটি রংয়ের পাড়।আর এই মেঠোপথ দিয়ে হটে যাওয়া বাউল,পথিক,শ্রমজীবি মানুষ গুলোকে মনে হয় হলুদ শাড়ীর মাটি রঙের বিস্তীর্ণ পাড় জুড়ে শিল্পীর সুনিপুণ হাতে একে রাখা ছবি।
প্রতিবছর শীত এলেই গ্রামবাংলা ঠিক এভাবেই মাটি রঙের পাড়ের হলুদ জমিনের সবুজ আচলের শাড়ি পড়ে সেজেগুজে বসে থাকে।দেখে মনে হয় কারো গায়ে হলুদের আয়োজনে যাবে।
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩০
যাযাবর রাজা রিটার্নস বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩১
তারেক_মাহমুদ বলেছেন: আহ কি সুন্দর আমার বাংলাদেশ
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩৮
বেনামি মানুষ বলেছেন: আপনি দেখি বাংলার ওর্ডসোর্থ হতে চললেন!
তিনি পোয়েট অব ন্যাচার, আপনি ও প্রকৃতির কবি।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০১
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: বিশাল সবুজের মধ্যে হলুদ দেখার অনুভূতি অন্যরকম।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:০৭
নতুন নকিব বলেছেন:
ধন্যবাদ উইথ দিস-
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৪৪
রাজীব নুর বলেছেন: ৫ নম্বর মন্তব্যকারী নতুন নকিব ছবিটা অসাধারন।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
সাইন বোর্ড বলেছেন: শুধুই কি চিত্রকল্প ?
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১১:১৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই সুন্দর দেশটাকে শেষ করে দিচ্ছে কিছু কুৎসিত মনের মানুষ...
৯| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০০
মলাসইলমুইনা বলেছেন: যেন সর্ষে ফুলের কাব্য মনে হলো | বিউটিফুল !
১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:১৫
রাজীব নুর বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:২৭
শায়মা বলেছেন: আসলেই কি যে সুন্দর!
চোখ জুড়িয়ে যায়। মন ভরায়!