![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় পরী,
বা'পাশের উঠোনে একবার পা রেখে দেখো।
দেখবে সেখানে ভালোবাসা ধান দূর্বা নিয়ে দাড়িয়ে আছে,
বাড়ির ঘাটে বাইছের নৌকো ভিড়লে বাড়ির বৌঝিরা যেভাবে ধান দূর্বা দিয়ে বরণ করে নেয়,
ঠিক সেভাবে তোমাকে বরন করে নিতে।
এই চোখে দৃষ্টি মেলে দেখো পরী।
দেখবে অনুভূতিগুলো সেখানে রজনীগন্ধা হাতে লাইন ধরে দাড়িয়ে আছে,
কেন্দ্রীয় নেতার আগমন উপলক্ষে স্থানীয় নেত্রিবৃন্দ যেভাবে
ফুল হাতে সকাল থেকে চৈত্রের দুপুরে ঘামতে ঘামতে দাড়িয়ে থাকে তাকে স্বাগতম জানাতে।
ঠিক সেভাবে তোমাকে স্বাগতম জানাতে।
বা'পাশটায় কান পেতে শোনো পরী,
তীব্র মিছিল শুনতে পাবে
ঠিক যেমন মিছিলে স্বাধীকার অান্দোলনের সময়
ভেসে গিয়েছিলো শহর বন্দর মেঠো গাঁ।
ঠিক তেমন তোমাকে পাওয়ার মিছিলে ভেসে যাচ্ছে ওখানটা।
প্রিয় পরী,
এই হাতের মুঠোয় হাত রেখে দেখো,
১০হাজার কিমি দৌড় প্রতিযোগীতায় বিজয়ী অ্যাথলেট যেভাবে
শেষ সীমানায় বেধে দেয়া দড়িটি হাজার বছর ধরে ছুয়ে দেয়ার তীব্র আকাঙ্খা নিয়ে এসে ছুয়ে দেয়,
এই হাতের মুঠির চাপেও সেই আকাঙ্খা অনুভব করবে।
এই মুখের দিকে তাকিয়ে দেখো পরী,,
বিচ্ছেদের দীর্ঘ একযুগ পর ট্রেনের কামরায়, প্লেনের সিটে অথবা কোনখানে
উপন্যাসের নায়ক নায়িকার দেখা হওয়ার পর হৃদয় খুড়ে জাগানো বেদনার্ত কন্ঠে
একে অন্যের খুটি নাটি জানতে গিয়ে যখন শোনে তারা আজও কেউ বিয়ে করেনি,
তখন তাদের মুখ যতটা উজ্জল হয়ে ওঠে
আমার মুখেও ঠিক ততটা উজ্জল্যতা দেখতে পাবে।
প্রিয় পরী,
আমার খুব, খুব. খুব কাছে এসে দেখো,
নিম্ন মধ্যবিত্ত লোকটির লটারীতে দশ টাকায় পঞ্চাশ লক্ষ টাকা পুরষ্কার জেতার আনন্দে
জ্ঞান হারিয়ে ফেলার মত আমারও সেরকম কিছু পারে।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৩
রাজীব নুর বলেছেন: তীব্র আবেগের প্রকাশ---সব সময় ভালো হয়।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৫
বিজন রয় বলেছেন: হৃদয় দিয়ে লিখেছেন, কিন্তু শেষ তিন লাইন ভাল লাগেনি।