![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ কোথাও যাই নাই। অফিস শেষে ক্লাস করলাম।বাসায় চলে এলাম।বাসায় কাজ ছিলোতো।কাপড় টাপড় ধোয়ার ব্যাপার ট্যাপার।আমারতো আর বৌ নেই যে এসব নিয়ে ভাবতে হবেনা।একা মানুষ।কষ্ট হলেও সময়েরটা অসময়ে হলেও নিজেরটা নিজেরই ধুতে হয়।এই সময়টা সবারই যায়।আমারও চলতেছে।আমার মনে হয় চলবেই।তাছাড়া আরও একটা কাজ সারি সারি করে সারা হচ্ছিলোনা।সেলুনে যাওয়া।এটা একেবারে ফরজ গোসলের মতো ফরজ হয়ে গিয়েছিলো।চুল দাড়িতে অদ্ভুত হয়ে গিয়েছিলাম।আজকেই দেখলাম সুযোগ।চিকনে সের ফেললাম।তারপর এসে কাপড় ভিজালাম।একজোড়া শার্ট প্যান্ট আর দুইটা মোজা ভিজালাম।আরো কয়েকটা বাদ আছে।আমার কাপড় চোপড় দিয়ে আবার রং ওঠে।তাই একটা একটা করে ভিজাইতে হয়।এইটা একটা মহা পেইন।তারপরেও চলতে হয়।পেইন মানেইতো জীবন।লেখাপড়া যেমন পেন ছাড়া মুশকিল,জীবনও তেমন পেইন ছাড়া মুশকিল।পেইন আবার অনেক সময় মানুষরে বিখ্যাত করে ফেলে।হেলাল হাফিজকেতো পেইনই জলে আগুন জ্বালাতে সাহায্য করলো।তবে আমিতো আর হেলাল হাফিজ না যে আমারে পেইন বিখ্যাত বানাই ফেলবে।আমাকে পেইন যেটা করে সেটা হলো কমদামী সিগারেটের আগুন দিয়া সিগারেট খাওয়াইতে সাহায্য করে।তারপরে ভিতরে আগুন নিয়াও হাসা যায় এই ব্যাপারটা শিখায়।আমিও শিখি।লাইফে শিখার বহুত কিছু আছে।প্রাতিষ্ঠানিক শিক্ষাই সব শিখায় না।পেইন টেইনই বেশিকিছু শিখায়।বাচতে হলে শিখতে হবে,ভিতরে আগুন নিয়া হাসতে হবে।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭
মোঃ মাইদুল সরকার বলেছেন: সবাইকে এই সময়টা পাড় করতে হয়।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৭
কাব্যের শুরু বলেছেন: জীবনে বড় কিছু হতে হলে সকলকেই এমন কঠিন সময় হাসি মুখে বরণ করতে হয়।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:০৩
আরাফআহনাফ বলেছেন: ভিতরে আগুন নিয়া হাসতে হবে - এটাই শিক্ষা।
যে যত শিক্ষিত, সে ততো সফল ! ! !
পোড়ার সময়টুকু সংক্ষিপ্ত হয়ে আসুক - সামনেই হাতছানি - সুসময়ের।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৭
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: আগুন ধরে রাখেন। লক্ষ্য পূরণে কাজে লাগবে।