![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশটা পুরো খালি, একফোটা নিল নেই।
চারদিকে কালো ধোয়া, সবুজ মিছিল নেই।
বাতাসের গতি আছে, শুধু তাতে প্রাণ নেই।
মেটোপথ পড়ে আছে, বাউলের গান নেই।
নদীগুলো ঠিকই আছে, শুধু তাতে জল নেই।
ধান কাটা জমি একা, কোনো ফুটবল নেই ।
পাখিদের ঝাক আছে, বসবে যে গাছ নেই।
জেলেদের জাল আছে ফেলবে কি? মাছ নেই।
ঘুড়িগুলো পড়ে আছে, উড়ানোর লোক নেই।
সুতো কাটা, পাল্লা কারো আর ঝোক নেই।
ছোটাছুটি সব আছে শুধু আজ হুশ নেই।
সব দেখি যন্ত্র, একটা মানুষ নেই।
©somewhere in net ltd.