![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমন করে আমার পানে তাকাস কেন আকাশ?
বৃষ্টি চেয়ে চিঠি দিলে পিঠ পোড়া রোদ পাঠাস!
রোদ চাইলে ছায়া পাঠাস, সাথে মেঘের ঝুড়ি!
তোর সাথে আর নেইরে কথা, তোর সাথে খুব আড়ি!
জ্যোৎস্না চাইলে অন্ধকারে চারপাশ দিস ঢেকে!
ইচ্ছে করে কালো রংটা তোর মুখে দেই মেখে!
অদ্ভুত খুব স্বভাবটা তোর, রংধনু চাই বিজলী পাঠাস!
শুধু শুধু আমায় কেন ভয় দেখাতে চাস?
তোর সাথেতো হয়নি আমার ঝগড়া ঝাটি কভু!
আমার সাথে কেন করিস এমনটা বল তবু?
না কিরে তুই লোকই এমন? এমনই কারসাজি?
আমার মতো তুইও কি খুব দুষ্টু এবং পাঁজি?
২| ১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২০ সকাল ১০:১৬
নার্গিস জামান বলেছেন: সুন্দর
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০২০ দুপুর ১২:২৪
দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল +++++ ।