![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবির ছড়া
এক ফোঁটা নীল দাও আকাশটা আঁকি।
ক ফোটা হলুদ রং তার নিচে মাখি।
ওপরেতে নিল আকাশ নিচে তুল তুল
ক্ষেত ভরে ফুটে গেলো শর্ষের ফুল!
আল জুড়ে কিছু রং সবুজটা ঢালি।
তারপরে কি হয় আর দেখে যাও খালি।
ক্ষেত হলো তার পাশে কচি কচি ঘাস,
এলোমেলো হয়ে নাচে পেলেই বাতাস!
ফুলে ফুলে এঁকে ফেলি কিছু মৌমাছি
গান গেয়ে মধু নেয় তারা নাচি নাচি।
তার পাশে এঁকে ফেলি মেঠোপথ টুকু
পথ দিয়ে হেটে যায় ফ্রক পড়া খুকু।
খুকুটার কালো চুলে লাল রং দিয়ে
টুকটুকে ব্যান্ড খানি দেই পরিয়ে।
এইটুকু এঁকে মেকে তুলি ছুয়ে দেখি!
আঙুলেতে নীল রং ভরে গেলো একি!
কিভাবে কি হয়ে গেল কি করি এখন?
সাথে সাথে মনে হলো হায় ভুলো মন!
নদীটাতো আঁকিনি! নীল রং দিয়ে
আকাশকে নদী জলে রাখি চুবিয়ে।
ব্যাস ব্যাস মিটে গেলো ভুলগুলো খুব
নীল আকাশ নদীতে দিয়ে দিলো ডুব।
এইবার তুলি জুড়ে সাদা রং ঢালি।
কাশবন ছাড়া নদী লাগে খালি খালি!
তীর দিয়ে সাদা রং টেনে টেনে তাই
ফুলে ফুলে কাশবন সাদা করে যাই।
সবশেষে চোখ মেলে দেখে ভাবি তাও
নদী আছে হয় নাকি না থাকলে নাও!
যেই কথা সেই কাজ কিছু রং মেখে
কয়েকটা নৌকা তাই দিলাম এঁকে।
এইবার এইবার আছে সব ঠিক।
টিকটিকিটাও দেখি করে ঠিক ঠিক!
২| ২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।
৩| ২৬ শে আগস্ট, ২০২০ রাত ২:৫১
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ছড়াটা পড়ে মজা পেয়েছি। ছোটবেলায় এরকম ছড়া পড়তাম। সুন্দর....
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০২০ দুপুর ২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা আমার ছড়া
শিরোনামটাই ভালোবাসার।
সুন্দর হয়েছে