নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ঘুরতে ভাল লাগে। ভাল লাগে প্রকৃতি বিজ্ঞান নিয়ে ভাবতে। ভাল লাগে নিজেকে নিজের মধ্যে হারিয়ে ফেলতে।

একটি পেন্সিল

একটি পেন্সিল › বিস্তারিত পোস্টঃ

আমার মা, আপনার মা, আমাদের সবার মা.... মায়ের প্রতি আপনার আর আমার ভালবাসা কেমন (?)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮



কারো প্রতি, কোন কিছুর প্রতি ভালবাসা এমন এক জিনিস, এমন এক উপলব্ধি, যা লেখার মাধ্যমে, কথার মাধ্যমে পুরোপুরি প্রকাশ করা সম্ভব নয়। তবে যারা ভাল লিখতে পারেন, যারা ভাল বলতে পারেন তাদের কথা আলাদা। ভাল লেখকেরা, ভাল কথার শিল্পিরা ভালবাসার উপলব্ধি অনেকটাই নিখুত ভাবে প্রকাশ করতে পারেন। আমি তেমনটি নই, যে আমি আমার লেখার বা কথার মাধ্যমে আমার উপলব্ধিকে নিখুঁতভাবে তুলে ধরতে পারি।
পৃথিবীতে যত বস্তকনা আছে, যত প্রানী আছে, যত মানুষ আছে তার মধ্যে আমার ভালবাসার অনুভূতি এতটুকুই- আমি আমার মাকে সবচেয়ে বেশি ভাল বাসি। শুধু তাই নয়, পৃথিবীর সবার থেকে আমি আমার মাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমি আমার মাকে এতটাই বিশ্বাস করি যে, ঈশ্বরের কাছে যদি একটি মাত্র স্বর্গ থাকে, আর তিনি যদি তা আমাকে দিয়ে দেন, তবে আমি নিশ্চিত, সেটা যদি আমি আমার মায়ের কাছে জমা রাখি, হাজার বছর পরেও যদি সেটা চাই, তিনি আমাকে তা বিন্দু পরিমান দিধা না করিয়েই দিয়ে দেবেন। এমনকি মহা বিপদের মধ্যেও মা আমাকে ছেড়ে ফেলে যাবেন না। ভালবাসার কথা বলতে গিয়ে বিশ্বাসের কথা বললাম এ কারনে যে, অনেক মানুষের ক্ষেত্রে ভালবাসা থাকে কিন্তু বিশ্বাস থাকেনা। অথচ, প্রকৃত ভালবাসায় বিশ্বাস থাকতেই হবে যা আমার মায়ের প্রতি আছে। কিন্তু এই ভালবাসা, এই বিশ্বাসের সৃষ্টি আসলে কিভাবে হল? এই বিশ্বাস আর এই ভালবাসা আর বিশ্বাসের সৃষ্টি না হয়েছে ভয়ের মাধ্যমে, না হয়েছে সচেতনতার মাধ্যমে, না হয়েছে অর্থসম্পদের মাধ্যমে। এই ভালবাসা আর এই বিশ্বাস সৃষ্টি হয়েছে অত্যান্ত স্বাভাবিকভাবে প্রাকৃতিক নিয়মে। প্রকৃতিই এই ভালবাসা আর বিশ্বাস সৃষ্টি করে, এখানে কোন কৃত্তিমতা নেই। ফেসবুকে স্ট্যাটাসে প্রায়ই দেখতে পাই, ঘর ভরা মানুষ, কিন্তু মা যদি এক সেকেন্ডের জন্য ঘরে না থাকে, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা মনে হয়। কথাটা যে কত বাস্তব আর জীবন্ত সত্য, তা যার মা আছেন, তারাই উপলব্ধি করতে পারবেন। আধুনিক যুগ, তথ্যপ্রযুক্তির যুগ। অনেক অলস সময় কাটে মোবাইল কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করে, গেম খেলে। আমি হয়ত মোবাইল টিপছি, সোসাল মিডিয়ায় ডুবে আছি। মা খাবার নিয়ে আসেন, বলেন খেয়ে নে। পানি হাতে বসে থাকেন, হাত মুখ ধুয়ে নে। মা বার বার বলছেন, কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। আমি মোবাইল টিপেই যাচ্ছি, আমার মনযোগ সেদিকে। এটাকি মায়েরর কথার প্রতি অবহেলা। আসলে নয়, এটা মায়ের প্রতি সন্তানের ভালবাসারই একটা বহিঃপ্রকাশ। এখানে মা না হয়ে বাবা বা অন্য কেউ হলে সাথে সাথে মোবাইল টেপা রেখে উঠে পড়তাম। কিন্তু মায়ের ক্ষেত্রে সেটা হয় না। কেননা আগেই বলেছি, মায়ের ভালবাসায় না আছে ভয় না আছে কৃত্তিমতা। বাবার ভালবাসায় ভয় থাকলেও থাকতে পারে। আমি আমার মাকে আমার বাবার চেয়ে হাজার গুন বেশি ভাল বাসি। বাবাকে আমি ভয় পাই, মাকে পাইনা- কেননা মায়ের ভালবাসায় নেই ভয় নেই কৃত্তিমতা।
আমি বেলা দশটা পর্যন্ত ঘুমিয়ে আছি, মা বার বার ডেকে গেলেন, কিন্তু শুনলামই না বিছানা ছেড়ে উঠলামই না, বরং রাগ করে বলে উঠলাম, মা যাও তো ঘুমাতে দাও। মা চলে গেলেন। এরপরে বাবা আসল। শুধু একবার বলল, কি কয়টা পর্যন্ত ঘুমাবি। থতম্পত খেয়ে সাথে সাথে বিছানা ছাড়লাম। উঠে হাতমুখ ধুতে চলে গেলাম। এখানে মায়ের কথা শুনলামই না অথচ বাবার কথা শুনলাম। কারন বাবাকে ভয় পেলেও মাকে যে ভয় পাইনা। হঠাৎ কিছু টাকার প্রয়োজন হল, বাবাকে বলতে সাহস পাচ্ছিনা। মাকে নির্দিধায় বলে ফেলছি। যতটাকা লাগুক মাকে বলতে কোন ভয় লাগেনা, কিন্ত বাবার কাছে এক টাকার কথা বলতে গেলেও বুক কাঁপে, লজ্জা লাগে। বাবা কোথাও থাকলে বাবার আসে পাশে যেতেও ভয় লাগে, অস্বস্তি লাগে, কিন্তু মায়ের ক্ষেত্রে এমনটি হয় না। হঠাৎ টাকার প্রয়োজন হল। বাসায় এসে
দেখলাম মা বা কেউ নেই। জানি বাবার জামার পকেটে টাকা আছে, আবার মায়ের আলমারীতেও টাকা আছে। কিন্তু বাবার জামার আসে পাশে ভেরাও আমার সাহসে কুলাবে না, কিন্তু মায়ের টাকা আর আমার টাকাতো একই কথা! আলমারী খুলে টাকা নিয়ে ছুট, মাকে কিছু একটা বলে বুঝাতে পারবই।
খাবার খেয়ে উঠেছি, হাতে মুখে পানি লেগে আছে, তোয়ালে দেখছি হাতের কাছে। তাতে না মুছে গিয়ে মায়ের কাপড়ের আচলে হাতমুখ মুছলাম। এতেই আনন্দ, এতেই রয়েছে ভালবাসা। এ ভালবাসায় নেই কোন কৃত্তিমতা। মায়ের আচলে আমি ভালবাসার গন্ধ পাই। এ গন্ধ যে আমার চিরদিনের পরিচিত।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৯

গেম চেঞ্জার বলেছেন: মায়ের কথা মনে পড়ে গেল!

২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০২

একটি পেন্সিল বলেছেন: মায়ের তুলনা শুধু মা ই। ধন্যবাদ গেম চেঞ্জার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.